১৬ ই ডিসেম্বর SIR এর খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে । এবার নির্বাচন কমিশন ভোটারদের বাড়ি বাড়ি হেয়ারিং নোটিশ (SIR Hearing Notice) পাঠানো শুরু করে দিয়েছে ।
হেয়ারিং নোটিস আপনার বাড়িতে পাঠানো হবে না তো ? কাদেরকে হেয়ারিং নোটিশ পাঠানো হবে ? কি জানাচ্ছে নির্বাচন কমিশন আজকের এই প্রতিবেদনে আমরা সেই বিষয়ে আলোচনা করব ।
দুই দফায় হবে হেয়ারিং নোটিশ পাঠানো:-
প্রথম দফাতে ৩০ লক্ষ ৫৯ হাজার ২৭৩ জন ভোটারের হেয়ারিং নোটিশ পাঠানো হবে। মূলত যাদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে ছিল না, এছাড়াও যাদের আত্মীয়র নাম যেমন – বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা কারো নাম ২০০২ এর ভোটার লিস্টে ছিল না এইরকম ভোটারদের হেয়ারিং নোটিশ প্রথমে পাঠানো হবে ।
দ্বিতীয় দফায় হেয়ারিং নোটিশ পাঠানো হবে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারদের । এদের নামও খসড়া ভোটার তালিকায় রয়েছে তবে এনাদের পূরণ করা এনুমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক ঠেকছে কমিশনের।
সেই কারণে তাদের তথ্য যাচাই করার জন্য বুক স্তরের আধিকারিকরা (BLO) কাজ শুরু করেছে । যাচাই প্রক্রিয়ার পর যে সমস্ত ভোটারদের নিয়ে কমিশনের সন্দেহ দূরীভূত হবে না কেবলমাত্র তাদের বাড়িতে শুনানির জন্য নোটিশ দ্বিতীয় দফায় পাঠানো হবে ।
শুনানির নোটিস কাদের বাড়িতে পাঠানো হতে পারে :-
১) ২০০২ সালে তালিকায় নাম নেই:-
যে সমস্ত ভোটারদের ২০০২ সালে ভোটার তালিকায় নিজের নাম নেই বা সেই তালিকায় তার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমার কারো নাম নেই এইরকম ২৩ লক্ষ ৬৪ হাজার ৩০ জনকে শুনানির জন্য ডাকা হবে ।
২) বাবার নামে ভুল:-
যারা এনুমারেশন ফর্ম র্পূরণ করে জমা দিয়েছেন যাদের নাম খসড়া লিস্টে রয়েছে এরকম ভোটারদের অনেকেরই বাবার নামে অসংগতি রয়েছে। নির্বাচন কমিশনের বেশ কিছু সন্দেহ মনে হয়েছে বাবার নাম নিয়ৈ । এরকম ৮৫ লক্ষ ১ হাজার ৪৮৬ জনকে শুনানিতে ডাকা হতে পারে ।
৩) বয়স নিয়ে ধোঁয়াশা:-
যে সমস্ত ভোটারদের বয়স ৪৫ বছরের বেশি কিন্তু তাদের নাম ২০০২ সালের বা ২০০৬ সালের ভোটার তালিকায় থাকেনি । এইরকম ১৯ লক্ষ ৩৯ হাজার ২৫০ জনকে শুনানির নোটিস পাঠানো হবে। কমিশনের সন্দেহ হচ্ছে যাদের বয়স এখন ৪৫ বছর তাদের ২০০২ সালে ১৮ বছর হয়ে গিয়েছিল অথচ তাদের নাম কেন ২০০২ এর ভোটার লিস্টে থাকেনি ।
৪) বাবা ছেলের বয়সের পার্থক্য :-
অনেক ভোটার রয়েছেন যারা এনুমারেশন ফর্ম পূরণ করার সময় SIR এর ঘরে বাবার তথ্য দিয়েছেন । অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবার সঙ্গে ছেলের বয়সের ফারাক মাত্র ১৫ বছর এই রকম ভোটার ১০ লক্ষ ৭৬ হাজার ৯৮১ জন আবার ৮ লক্ষ ৫৯ হাজার ২৭৫ জনের ক্ষেত্রে বাবা ছেলের বয়সের পার্থক্য ৫০ বছর। এই ধরনের ভোটারদের হেয়ারিং নোটিশ পাঠানো হবে।
৫) ঠাকুরদার সঙ্গে বয়সের পার্থক্য:-
৩ লক্ষ ১১ হাজার ৮১১ জন ভোটারের ঠাকুরদার সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে কমিশনের সন্দেহ হচ্ছে তাদেরও হেয়ারিং নোটিশ পাঠানো হবে।
৬) লিঙ্গ সংক্রান্ত ভুল:-
খসড়া ভোটার তালিকায় থাকা ১২ লক্ষ ৯৮ হাজার ৩৪০ ভোটারের লিঙ্গ সংক্রান্ত ভুল তথ্যের জন্য শুনানির নোটিস পাঠানো হবে।
আরও পড়ুন:- SIR খসড়া লিস্টে নাম উঠলো কিনা চেক করুন | SIR Draft Roll Name Check
শুনানিতে ডাকলেই নাম কি বাদ যাবে :-
নির্বাচন কমিশন সূত্রে সকলকেই জানানো হয়েছে আপনাকে যদি শুনানিতে ডাকা হয় তার মানে এই নয় আপনার নাম বাদ দিয়ে দেওয়া হবে। অনেকের প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য শুনানির জন্য ডাকা হতে পারে।
আপনাকে যদি শুনানির জন্য ডাকা হয় আপনি নির্বাচন কমিশনের তালিকায় থাকা ১১ টি কাগজের মধ্যে থেকে যেকোনো নথি জমা দিতে হবে ।তাহলে আপনার নাম আর বাদ যাবে না, আপনি কাগজ দেখিয়ে দিলেই আপনার নাম রয়ে যাবে ।
শুনানির পর কাদের নাম বাদ যাবে:-
আপনার নাম খসড়া লিস্টে রয়েছে আপনার নামে হেয়ারিং নোটিশ আসলো। হিয়ারিং এ গিয়ে আপনি যদি উপযুক্ত প্রমাণ, উপযুক্ত কাগজ দেখাতে না পারেন তাহলেই আপনার নাম কাটা হবে।
শুনানির জন্য আপনাকে কি কাগজ দেখাতে হবে:-
১) যেকোনও পরিচয়পত্র/কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার/রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী/পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার
২) ০১.০৭.১৯৮৭ আগের সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাংক/ডাকঘর/ভারতীয় জীবন বিমা নিগম/রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনও পরিচয়পত্র/শংসাপত্র/নথি ৷
৩) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট ৷
৪) পাসপোর্ট ৷
৫) স্বীকৃত পর্ষদ/বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট/শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ৷
৬) রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র ৷
৭) বনভূমি অধিকার শংসাপত্র ৷
৮) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়/তফসিলি জাতি/তফসিলি উপজাতি বা অন্য কোনও জাতিগত সংশাপত্র ৷
৯) জাতীয় নাগরিক পঞ্জি (NRC) (যাদের ক্ষেত্রে হয়েছে) ৷
১০) রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পারিবার পঞ্জি (ফ্যামিলি রেজিস্টার) ৷
১১) কোনও জমি/বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি/বাড়ির দলিল ৷
শুনানির নোটিশ কিভাবে পাঠানো হবে:-
যাদের নামে শুনানির নোটিশ ইস্যু করা হবে, তাদের বাড়িতে সেই এলাকার BLO বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসবে ।
কাদের , কখন, কোথায় শুনানি হবে:-
আপনার বাড়িতে যখন শুনানির নোটিশ আসবে সেই নোটিশ এই লেখা থাকবে আপনাকে শুনানির জন্য কোথায় যেতে হবে? কখন যেতে হবে, মূলত আপনার ব্লকের আন্ডারে বেশ কয়েকটি সরকারি স্থানে শুনানি কেন্দ্র করা হবে।
আরও পড়ুন:- SIR খসড়া ভোটার তালিকা ডাউনলোড করুন | SIR Draft Roll West Bengal Download
আরও পড়ুন:- SIR বাদ যাওয়া নামের লিস্ট ডাউনলোড করুন | SIR ASD List Download
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
| টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
| হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |
