Monday, December 22, 2025
Homeটেক নিউজবাংলার বাড়ির সার্টিফিকেট ডাউনলোড করুন | Banglar Bari Certificate Download

বাংলার বাড়ির সার্টিফিকেট ডাউনলোড করুন | Banglar Bari Certificate Download

পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর, রাজ্য সরকার আপনাদেরকে একটি সার্টিফিকেট দিচ্ছে (Banglar Bari Certificate Download)।

আপনারা অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেয়েছেন, অনেকে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি পেয়েছেন, এছাড়াও চা সুন্দরী প্রকল্পে এছাড়াও ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেয়েছেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনারা যারা সরকারি বাড়ি পেয়েছেন সকলকেই রাজ্য সরকারের তরফ থেকে একটি কিউআর কোড যুক্ত সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই সার্টিফিকেট আপনার অনেক কাজে আসতে পারে যেমন – বর্তমানে SIR এর হেয়ারিং শুরু হয়েছে, নির্বাচন কমিশন যে ১১ টি কাগজ গ্রহণযোগ্য বলেছে হিয়ারিং এ সেখানে ১১ নম্বর পয়েন্টে বলা রয়েছে সরকার থেকে জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র যদি আপনার থাকে সেটি আপনি হেয়ারিং এর জন্য ব্যবহার করতে পারবেন

সুতরাং এই SIR আবহে বাংলার বাড়ির সার্টিফিকেট আপনার অনেক কাজে আসতে পারে । আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব আপনি কিভাবে বাংলার বাড়ির সার্টিফিকেট ডাউনলোড করবেন ।

আরও পড়ুন:- SIR বাদ যাওয়া নামের লিস্ট ডাউনলোড করুন | SIR ASD List Download

বাংলার বাড়ির সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন (Banglar Bari Certificate Download):-

১) সবার প্রথম নিচে দেওয়া সারিতে আপনার জেলার লিংকে ক্লিক করুন ।

২) তারপর আপনার সামনে সার্টিফিকেট পোর্টাল খুলে যাবে সেখানে আপনাকে নতুন আইডি বানানোর জন্য Register Here অপশনে ক্লিক করতে হবে ।

৩) তারপর আপনি আপনার ফোন নাম্বার, ইমেল আইডি, জন্ম তারিখ দিয়ে আইডি বানিয়ে নিন ।

৪) তারপর আপনাকে আপনার প্রোফাইল বানাতে হবে সেখানে আপনার নাম, বাবার নাম, লিঙ্গ, ডকুমেন্টস টাইপ সিলেক্ট করতে হবে । তারপর একটি ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে হবে । তাহলে আপনার আইডি তৈরি হয়ে যাবে ।

৫) আইডি তৈরি হওয়ার পর এবার আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনাকে যার নামে সার্টিফিকেট ডাউনলোড করতে চাইছেন সেই নাম দিতে হবে, Scheme Name সিলেক্ট করতে হবে, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে সার্চ করতে হবে।

banglar bari certificate download
banglar bari certificate download

6) সার্চ করলেই ওই নামে কেউ বাড়ি পেয়ে থাকলে সেটি দেখিয়ে দেবে এবং সার্টিফিকেট ডাউনলোড করার অপশন পাবেন সেই অপশনে ক্লিক করে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

banglar bari certificate download
banglar bari certificate download
নাম্বারজেলার নামসার্টিফিকেট ডাউনলোড
1দার্জিলিংডাউনলোড
2কালিম্পংডাউনলোড
3জলপাইগুড়িডাউনলোড
4কোচবিহারডাউনলোড
5আলিপুরদুয়ারডাউনলোড
6উত্তর দিনাজপুরডাউনলোড
7দক্ষিণ দিনাজপুরডাউনলোড
8হাওড়াডাউনলোড
9হুগলিডাউনলোড
10কলকাতাডাউনলোড
11বীরভূমডাউনলোড
12উত্তর ২৪ পরগনাডাউনলোড
13দক্ষিণ ২৪ পরগনাডাউনলোড
14মুর্শিদাবাদডাউনলোড
15নদিয়াডাউনলোড
16মালদাডাউনলোড
17পশ্চিম বর্ধমানডাউনলোড
18পূর্ব বর্ধমানডাউনলোড
19পশ্চিম মেদিনীপুরডাউনলোড
20পূর্ব মেদিনীপুরডাউনলোড
21পুরুলিয়াডাউনলোড
22বাঁকুড়াডাউনলোড
23ঝাড়গ্রাম ডাউনলোড

আরও পড়ুন:- SIR শুনানির নোটিশ কাদের আসবে দেখুন । SIR Hearing Notice

আরও পড়ুন:- SIR খসড়া ভোটার তালিকা ডাউনলোড করুন | SIR Draft Roll West Bengal Download

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular