সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন অনেকের বাড়িতেই আধার বন্ধ করে দেওয়ার চিঠি পাঠানো হচ্ছে। সেই চিঠি পেয়ে সাধারণ মানুষ দিশেহারা । অনেকের অভিযোগ ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, রেশন তুলতে পারছেন না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।
আধার বাতিলকে কেন্দ্র করে আসরে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত । ফলপ্রসূ ভোগান্তি পোহাতে হচ্ছে আমজনতাকে ।
কিছুদিন আগেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন এবং ঘোষণা করেছিলেন আধার কার্ড যদি কেন্দ্র বন্ধ করে দেয় তাহলে আমরা বিকল্প কার্ড করে দেবো। তার জন্য অনলাইন একটি পোর্টাল খোলা হবে সেই পোর্টালে যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে তারা আবেদন করতে হবে । তাদেরকে রাজ্য সরকার একটি করে কার্ড করে দেবে যাতে তারা রাজ্য সরকারের বিভিন্ন রকম সুযোগ সুবিধা, বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে থাকবেন।
অবশেষে রাজ্যবাসীর জন্য সেই পোর্টাল খুলে দেওয়া হয়েছে এবং একটি whatsapp নাম্বার চালু করা হয়েছে। যেখানে আপনারা আবেদন করে আপনাদের আঁধার বাতিলের তথ্য রাজ্য সরকারকে জানাতে পারবেন ।
অনলাইনে কিভাবে অভিযোগ জানাবেন :-
রাজ্য সরকার রাজ্যের আঁধার সমস্যার পোর্টাল লঞ্চ করেছে সেখানে আপনাদেরকে আবেদন করতে হবে । কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখুন
১) সবার প্রথম গুগলে আপনাদেরকে সার্চ করতে হবে রাজ্যেরআধারসমস্যার.com
২) তাহলে আপনার সামনে ওয়েবসাইট খুলে যাবে সেখানে আপনার নাম, জেলার নাম, ব্লকের নাম অথবা পৌরসভার নাম বসাতে হবে।
৩) তারপর আপনার আধার নাম্বার, আপনার ঠিকানা, পিন কোড বসাতে হবে
৪) তারপর আপনার ভোটার কার্ডের নাম্বার, বিধানসভা কেন্দ্রের নাম্বার, বুথের নাম্বার বসাতে হবে
৫) তারপর আপনার বাড়িতে যে চিঠিটি এসেছে সেই চিঠিটা অনলাইনে আপলোড করতে হবে (এটি দিতে পারেন বা নাও দিতে পারেন )
৬) তারপর মন্তব্যের ঘরে কিছু বলার থাকলে আপনি লিখতে পারেন না হলে লেখার দরকার নেই এবং আপনার ফোন নাম্বার সর্বশেষ ঘরে বসাতে হবে তারপর গেট ওটিপি বাটাম এ ক্লিক করতে হবে ।
৭) তাহলে আপনার ফোন নাম্বারে একটি ৬ সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি নির্দিষ্ট ঘরে বসিয়ে সাবমিট করতে হবে তাহলে আপনার অনলাইনে আবেদন করা হয়ে যাবে
আরও পড়ুন:- Job Card Form :জব কার্ডের টাকা পেতে এই ফর্মটি জমা করুন ,নাহলে টাকা পাবেন না
হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে আবেদন করবেন:-
অনলাইনে ফরম ফিলাপের মাধ্যমে আবেদন করা ছাড়া আপনারা whatsapp-এর মাধ্যমেও আবেদন করতে পারবেন।
১) হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করার জন্য সবার প্রথম আপনি আপনার ফোনে এই নাম্বারটি সেভ করুন ৯০ ৮৮ ৮৮ ৫৫ ৪৪
২) নাম্বারটি সেভ করার পর হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করুন এই নাম্বারে Hi লিখে
৩) তাহলে আপনাকে আপনার আধার নাম্বার দিতে বলবে, রিপ্লাই এ আপনি আপনার আধার নাম্বারটা লিখে পাঠাবেন
৪) তারপর আপনার নাম জানতে চাইবে, তারপর ঠিকানা, জেলার নাম, ব্লক এবং পৌরসভার নাম জানতে চাইবে
৫) তারপর আপনার পিন কোড, আপনার ভোটার কার্ডের নাম্বার, বিধানসভার নম্বর, বুথের নাম্বার জানতে চাইবে সমস্ত তথ্য দেওয়ার পর কনফার্ম করবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করা হয়ে যাবে
আবেদন করার পর কি হবে:-
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যখন প্রশাসনিক বৈঠক করেছিল সেখানে ঘোষণা করেছিল যারা আবেদন করবে তাদেরকে বিকল্প কার্ড দেওয়া হবে। এবার সম্পূর্ণ বিষয়টা রাজ্য সরকারের উপর নির্ভর করছে তারা বিকল্প কার্ড দেয় কি দেয় না ।
তবে বর্তমানে অনলাইনে আবেদন শুরু হয়েছে আপনারা অনলাইনে আবেদন করে রাখুন যদি আপনাদেরকে বিকল্প কার্ড দেয় তখন আবারও আমরা জানিয়ে দেবো
👉 আবেদন করার লিংক- Click Here
👉Website – রাজ্যেরআধারসমস্যার.com
👉 WhatsApp Number- ৯০ ৮৮ ৮৮ ৫৫ ৪৪
আরও পড়ুন:- Aadhar Activation Form: বাতিল আধার চালু করার ফর্ম জমা নেওয়া শুরু, এক্ষুনি জমা করুন