Aadhar Activation Form: আধার বাতিল ইতিমধ্যেই আপনারা এই বিষয়ে অনেক খবর শুনে নিয়েছেন, বর্তমানে আঁধার বাতিল হচ্ছে এই নিয়ে একটি করে চিঠি আধার কর্তৃপক্ষের তরফ থেকে বাড়িতে পাঠানো হচ্ছে।
যাদের বাড়িতে সেই চিঠি আসছে তারা সকলেই দুশ্চিন্তায় ভুগছেন। আঁধার বাতিল হয়ে গেলে তো ব্যাংক বন্ধ হয়ে যাবে, রেশন পাবেন না, বিভিন্ন সরকারি পরিষেবা পেতে সমস্যায় পড়বেন তারা।
এই ভেবেই রাতের ঘুম ছুটেছে সকলের । আধার কার্ড বাতিল নিয়ে পিছিয়ে নেই কেন্দ্র এবং রাজ্য সরকারও উভয়ের মধ্যে কাদা ছড়াছড়ি শুরু হয়ে গিয়েছে । এক পক্ষ অপরপক্ষকে দোষারোপ করতে ব্যস্ত। ফলপ্রসূ দুর্ভোগে পড়ছেন আমজনতা । তবে সেই দুর্ভোগের সমাপ্তি ঘটতে চলেছে,
সাম্প্রতি ভারতবর্ষের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি জানিয়েছেন যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাদের জন্য একটি বিশেষ ফর্ম (Aadhar Activation Form) চালু করা হচ্ছে । সেই ফর্ম জমা করলেই সবার আধার কার্ড আবার চালু করে দেওয়া হবে।
এই ঘোষণার পরেই, আধার যাদের বাতিল হয়েছে তারা সকলেই আধার কার্ড আবার চালু করতে পারবেন তার জন্য একটি ফর্ম প্রকাশিত করা হয়েছে। ফর্মটা কিভাবে ফিলাপ করবেন, তার সঙ্গে কি কি কাগজ জমা করতে হবে, কোথায় জমা করতে হবে সম্পূর্ণ বিষয়টা আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো
ফর্ম কিভাবে ফিলাপ করবেন (Aadhar Activation Form):-
১) ফর্মের উপরেই তারিখ বসাতে হবে যেই দিনে আপনি আবেদন করছেন
২) তারপর আপনার নাম লিখতে হবে, আপনার স্বামী অথবা বাবার নাম লিখতে হবে
৩) গ্রামের নাম, পোস্ট অফিসের নাম লিখতে হবে
৪) পুলিশ স্টেশন এবং জেলার নাম লিখতে হবে
৫) আপনার পিন কোড, আধার নাম্বার ও মোবাইল নাম্বার ফর্মের নির্দিষ্ট ঘরে ঘরে লিখতে হবে
৬) সর্বশেষ ফর্ম এর নিচে নির্দিষ্ট স্থানে যার আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাকে একটি সই করতে হবে, সই করতে না পারলে টিপ ছাপ দিয়ে দিবেন
আরও পড়ুন :- Bangla Sasya Bima : ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি কত পাবেন চেক করুন
ফর্মের সঙ্গে কি কি কাগজ জমা করতে হবে:-
ফর্মের সঙ্গে যার আধার কার্ড বন্ধ হয়ে গেছে তার
১) ভোটার কার্ড
২) আধার কার্ড
৩) প্যান কার্ড
৪) পাসপোর্ট
৫) রেশন কার্ড
৬) ড্রাইভিং লাইসেন্স
৭) জমির রেকর্ড
ইত্যাদি কাগজপত্র যেগুলি তার কাছে থাকবে এর মধ্যে সেই কাগজ গুলি জমা করতে হবে।
ফর্মটি কোথায় জমা করবেন:-
Aadhar Activation Form আপনারা অনলাইনে
জমা করতে পারেন অথবা নির্দিষ্ট ঠিকানায় গিয়েও জমা করতে পারেন ।
১) অনলাইনে জমা করার জন্য এই ইমেইল আইডিতে ইমেইল করে ফর্ম এবং কাগজপত্র পাঠাতে হবে
Email Id- aadharsthakurbari@gmail.com
২) অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফর্ম এবং কাগজপত্র আপনাদেরকে পাঠাতে হবে।
Whatsapp Number – 9647534453
৩) আর যারা অফিসে গিয়ে ফর্ম জমা করতে চান তারা এই ঠিকানায় গিয়ে ফর্ম জমা করতে পারেন
সাংসদ কার্যালয়, ঠাকুরনগর ঠাকুরবাড়ি, পুলিশ স্টেশন- গাইঘাটা, বনগাঁ লোকসভা, জেলা- উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ রাজ্য, পিন কোড ৭৪৩২৮৭
কতদিনের মধ্যে চালু হবে:-
ফর্ম জমা করার এক সপ্তাহের মধ্যেই আপনাদের আধার কার্ড গুলি আবার আগের মতন চালু করে দেওয়া হবে।
ফর্ম আপনারা কোথায় পাবেন :-
নিচের এই লিংকে ক্লিক করে ফরম আপনারা ডাউনলোড করে নিতে পারবেন
আরও পড়ুন :- Aadhaar Deactivated : আঁধার বাতিলের চিঠি বাড়িতে যাচ্ছে, আপনার আধার কার্ড বাতিল হয়েছে কিনা চেক করুন