Aadhar Card Mobile Number Link Online: সমগ্র ভারতবাসীর জন্য খুবই খুশির খবর । এবার ভারতবাসীরা বাড়িতে বসেই নিজেরাই আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক, আপডেট করা, নাম সংশোধন করা, ঠিকানা পরিবর্তন করা, নতুন ইমেইল আইডি যোগ করা বা আপডেট করা সবকিছুই করতে পারবেন।
আর আপনাদেরকে আধার কার্ডের কাজের জন্য যেতে হবে না কোনো আধার সেন্টার বা পোস্ট অফিসে । ভারত সরকার আপনাদের জন্য আধার কার্ডের নতুন অ্যাপ নিয়ে এসেছে এই অ্যাপের মাধ্যমে আপনারা আধার কার্ডের নামের বানান সংশোধন, ঠিকানা পরিবর্তন, মোবাইল নাম্বার যোগ এবং পরিবর্তন এছাড়া ইমেইল আইডি যোগ বা পরিবর্তন খুব সহজেই করতে পারবেন ।
ইতিমধ্যেই ভারত সরকারের অধীনস্থ UIDAI একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে এর মাধ্যমে আপনারা বাড়িতে বসেই কোনরকম ওটিপি ছাড়াই আধার কার্ড ডাউনলোড করতে পারবেন ।
শুধু তাই নয় এই অ্যাপে যুক্ত হয়েছে গুরুত্বপূর্ণ চারটি সুবিধা এখন আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আধার কার্ডের নতুন অ্যাপ থেকে করে নিতে পারবেন আধার কার্ডের ঠিকানা পরিবর্তন, আধার কার্ডে থাকা নামের বানান ভুল সংশোধন, মোবাইল নাম্বার ও ইমেল আইডি লিংক করা এবং পরিবর্তন করা ।
আজকের এই প্রতিবেদনে আপনারা কিভাবে আধার কার্ডের নতুন অ্যাপ থেকে এই কাজগুলি করবেন বিস্তারিত আলোচনা করব ।
আধার কার্ডের এই নতুন সুবিধা গুলি নেবার জন্য আপনাদের ফোনে দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে একটি হচ্ছে আধার অ্যাপ আপরটি হচ্ছে আধার ফেস আরডি অ্যাপ । এই অ্যাপগুলি ডাউনলোড করার সরাসরি লিংক এই প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
আরও পড়ুন:- ভাতার টাকা বাড়ছে ১০০০ বদলে ১৫০০ টাকা হচ্ছে | Old Age Pension West Bengal
খরচ কত হবে:-
UIDAI এর নিয়ম অনুযায়ী সরকারি যে খরচ বরাদ্দ রয়েছে সেই খরচ আপনাদেরকে পেমেন্ট করতে হবে এই কাজগুলি করার জন্য। যেমন আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য খরচ হবে ৭৫ টাকা ।
কতদিন সময় লাগবে লিংক হতে :-
আপনারা যারা মোবাইল নাম্বার লিঙ্ক করবেন আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক হতে সর্বোচ্চ ৩০ দিন সময় লাগতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে ১০ থেকে ১৫ দিনের মধ্যেই কাজ হয়ে যায় ।
আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করবেন বা নতুন নাম্বার কিভাবে যোগ করবেন (Aadhar Card Mobile Number Link Online):-
১) সবার প্রথম আপনাকে প্লে স্টোর থেকে আধার অ্যাপটি ডাউনলোড করতে হবে এই প্রতিবেদনের নিচে অ্যাপ ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন।
২) তারপর আধার ফেস আরডি অ্যাপটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া রয়েছে
৩) আধার অ্যাপের ভেতরে আপনার আধার নম্বর দিন এবং ভেরিফাই করুন ।
৪) তারপর সার্ভিস অপশন এ ক্লিক করেন দিয়ে মাই আধার আপডেট অপশনে ক্লিক করুন

৫) তারপর আপনি যেই কাজটি করতে চাইছেন মোবাইল নাম্বার আপডেট, ঠিকানা আপডেট, নাম আপডেট, ইমেইল আইডি আপডেট সেই অপশন টাই ক্লিক করুন।
৬) তারপর সঠিক তথ্যটি প্রদান করুন দিয়ে সাবমিট করুন
৭) সরকারি নির্দিষ্ট পেমেন্ট অনলাইনে পেমেন্ট করুন তাহলেই আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে
আধার নতুন অ্যাপ ডাউনলোড করার লিংক – CLICK HERE
আধার ফেস আরডি (Aadhar Face RD) অ্যাপ ডাউনলোড করার লিংক – CLICK HERE
আরও পড়ুন:- কৃষকবন্ধু প্রকল্পের টাকা কবে দিবে ২০২৫| krishak bandhu taka kobe dibe
আরও পড়ুন:- বৃষ্টি বন্যার ক্ষতিপূরণের টাকা দিচ্ছে মমতা | krishak bandhu taka kobe dibe 2025
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
| টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
| হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |
