Friday, March 14, 2025
Homeটেক নিউজআধার কার্ডের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন

আধার কার্ডের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন

Aadhar Card New Update: ভারতে ( India ) বসবাসকারী যে কোন‌‌ও নাগরিকদের জন্য আধার কার্ড ( Aadhar Card ) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয় পত্র।

পরিচয় পত্রের পাশাপাশি এটি এমন একটি গুরুত্বপূর্ণ নথি যা ভারতীয় একজন ব্যক্তির ক্ষেত্রে একান্ত আবশ্যক।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কারণ বর্তমানে ব্যাঙ্ক একাউন্ট থেকে শুরু করে যে কোন‌ও সরকারি প্রকল্পের ক্ষেত্রে নাম নথিভুক্ত করতে গেলে আধার নম্বর অত্যন্ত অপরিহার্য হয়ে উঠেছে।

সম্প্রতি এই আধার কার্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন যে তারা আধার কার্ডের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনছেন। সেই পরিবর্তনগুলি কী কী?

Aadhar Card New Update

আধার কার্ডের বড় পরিবর্তন

২০১৬ সালে সামাজিক উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার আধার কার্ড সংক্রান্ত আইন চালু করেছিলো। তারপর থেকে সামাজিক অন্যদের জন্য একের পর এক নিয়মের রদবদল হয়েছে।

সম্প্রতি নতুন একটি নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই নতুন উদ্যোগটি গ্রহণ করা হয়েছে আধার অথেনটিকেশন ফর গুড গভর্নেন্স (Aadhar Card Authentication ) আমেন্ডমেন্ট আইন ২০২৫ এর অধীনে।

এই উদ্যোগের ফলে সরকারির পাশাপাশি বেসরকারি সংস্থাগুলি‌ও গ্রাহক ও তাদের তথ্য যাচাই করতে পারবেন।

আরও পড়ুন:- সব কৃষকরা ৬০০০ টাকা পাবে, কৃষকদের নতুন কার্ড চালু

আধার অথেন্টিফিকেশন কী ভাবে হবে?

গত শুক্রবার তথ্যপ্রযুক্তি মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে যেখানে জানা যায় যে, এবার থেকে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান নয় বরং বেসরকারি প্রতিষ্ঠান থেকেও আধার কার্ডের (Aadhar Card Authentication) অথেন্টিফিকেশন করা যাবে।

এর ফলে ভারতে বসবাসকারী নাগরিকদের জীবন যে আর‌ও সহজ হয়ে উঠবে সে কথা বলাই বাহুল্য।

এই সিদ্ধান্ত সম্পর্কে কেন্দ্রীয় সরকার দাবি করেছেন যে এই পদক্ষেপের ফলে নাগরিকদের পরিষেবা প্রদানের ক্ষেত্রেও স্বচ্ছতা তৈরি হবে এবং অন্তর্ভুক্তি আরও বাড়বে।

প্রেস বিজ্ঞপ্তিতে কী জানা গেলো? এই নিয়মের ফলে কারা লাভবান হবেন?

এই উদ্যোগ প্রসঙ্গে সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকার বলেছে ,‘ এই পদ্ধতির মাধ্যমে সার্ভিস প্রোভাইডার ও গ্রাহকের মধ্যে বিশ্বাসযোগ্য লেনদেনের সুযোগ তৈরি হবে।

আধার কার্ডের (Aadhar Card Authentication ) আইনে এই নতুন নিয়মটি সংযোজিত করার ফলে পরিষেবার মান যেমন উন্নয়ন করা যাবে তেমনি গ্রাহকদের নিরাপত্তা‌ও সুনিশ্চিত করা যাবে।

আধার কার্ডের এই যে নতুন নিয়ম এর ফলে মনে করা হচ্ছে যে দেশব্যাপী নাগরিকরা বিশেষভাবে উপকৃত হবেন এবং সরকারি ও বেসরকারি পরিষেবাগুলো‌ও আর‌ও অনেক বেশি সহজ হয়ে উঠবে।

আধার কার্ডের অথেন্টিফিকেশন কীভাবে হবে?

আধার কার্ডের (Aadhar Card Authentication) এর অথেন্টিফিকেশন করবার জন্য কেন্দ্রীয় ও রাজ্যে নির্দিষ্ট দপ্তর গুলির কাছে সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে আবেদন করতে হবে যে সেই দপ্তর গুলি যেন সংস্থাগুলিকে আধার কার্ডের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেন।

এরপর সেই সমস্ত সংস্থাগুলির ক্ষেত্রে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের দপ্তর গুলির সাথে মধ্যস্থতা করবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।

সমস্ত আবেদনপত্রগুলি UIDAI যাচাই করবে এবং এই আবেদন পত্র যাচাই করার ভিত্তিতে কেন্দ্র বা রাজ্য চূড়ান্ত সম্মতি দেবে।

আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে:

আধার কার্ডের (Aadhar Card Authentication) ক্ষেত্রে আরও একটি বিষয় জানিয়ে রাখা ভালো সেটা হলো আধার কার্ডের ডেমোগ্রাফিক তথ্যে কোন‌ওরকম ভুল থাকলে নাগরিকরা বিনামূল্যে আপডেট করতে পারবেন।

এক্ষেত্রে বলে রাখা ভালো যে আগে বিনামূল্যে আপডেটের সময়সীমা ছিল ১৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কিন্তু সম্প্রতি UIDAI ঘোষণা করেছে যে সময়সীমা বাড়িয়ে ১৪ই জুন করা হয়েছে।

আরও পড়ুন:- সুখবর: ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। আপনি কত টাকা পাবেন দেখুন

আরও পড়ুন:- সব কৃষকদের ১০০০০ টাকা দিবে, বাজেটে নতুন প্রকল্প ঘোষণা

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular