Friday, December 13, 2024
Homeটেক নিউজAadhar Card: আধার কার্ডের জন্ম তারিখ বাতিল হলো, পাল্টে গেলো আধার কার্ডের...

Aadhar Card: আধার কার্ডের জন্ম তারিখ বাতিল হলো, পাল্টে গেলো আধার কার্ডের নিয়ম

আধার কার্ড(Aadhar Card) বর্তমান দিনে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ নথি, যে কোন কাজেই এখন আধার কার্ড প্রয়োজন হচ্ছে, ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে ফরম ফিলাপ থেকে শুরু করে সরকারি ও বেসরকারি বিভিন্ন কাজে ।


আধার কার্ড দিয়ে আপনি যেমন কোন কিছুর প্রমাণ দিতে পারেন সেই রকমই জন্মের প্রমাণপত্র হিসাবেও আধার কার্ড ব্যবহার করতে পারেন। তবে জন্মের প্রমাণপত্র হিসাবে এতদিন যদি আপনি আধার কার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ।

কারণ এখন থেকে আর জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না । UIDAI সমগ্র দেশজুড়ে নতুন নিয়ম লাঘু করেছে ১লা ডিসেম্বর থেকে , তবে ১লা জানুয়ারি ২০২৪ থেকে এটি আরো গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

নতুন নিয়মটি কি?

আধার কার্ডের নতুন নিয়ম হলো এবার আধার কার্ডে আপনার যে জন্ম তারিখ লেখা থাকবে সেই তারিখটি আর জন্মের প্রমাণপত্র হিসাবে কোথাও গ্রহণযোগ্য হবে না , এবং কি আধার কার্ডে উল্লেখ করা থাকবে আপনার জন্ম তারিখটি কোনরকম ভাবেই জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহারযোগ্য নয় ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এর ফলে যে কোন কাজের ক্ষেত্রেই জন্মের প্রমাণপত্র হিসেবে আপনি আধার কার্ড দিলে সেটিআর গ্রহণযোগ্য হবে না । জন্মের প্রমাণপত্র প্রমাণ করতে গেলে আপনাদেরকে একমাত্র জন্ম সার্টিফিকেট (Birth Certificate) দিতে হবে

এই নিয়ম চালু করার কারণ কি?

আধার কার্ডের জন্মতারিখ কে নিয়ে বিভিন্ন প্রতারণা থেকে দুর্নীতি সম্প্রতি আধার কর্তৃপক্ষ লক্ষ্য করেছে।
বিভিন্ন ফর্ম ফিলাপ, খেলায় সুযোগ পাওয়ার জন্য,স্কুল-কলেজে ভর্তি, পাসপোর্ট, বিভিন্ন প্রকল্পের অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য অনেকেই আধার কার্ডের জন্ম তারিখ বিকৃত করার চেষ্টা করেছে। সেই কারণেই আধার কর্তৃপক্ষ এই নিয়মটি লাঘু করেছে যাতে কেউ আধার কার্ডের জন্ম তারিখ বিকৃতি করে কোনরকম সুবিধা না গ্রহণ করতে পারে

আরও পড়ুনঃ:- সব কৃষকরা ৯০০০ টাকা পাবে, Pmkisan টাকা বাড়ানো হবে

আধার কার্ড কি তাহলে কোথাও ব্যবহার করা যাবে না?

আপনি আধার কার্ড যে কোন পরিচয় পত্র( Identity Card) হিসাবে ব্যবহার করতে পারবেন সমস্ত কাজের জন্য। যেমন স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট সচিএ পরিচয় পত্র হিসেবে আপনি আধার কার্ড কে ব্যবহার করতে পারবেন।

কেবলমাত্র আধারে যে জন্ম তার একটি লেখা থাকবে সেই তারিখটি আপনি কোথাও জন্মোর তারিখের প্রমাণপত্র হিসেবে আমি ব্যবহার করতে পারবেন না বাকি সমস্ত কাজ আপনি করতে পারবেন আধার কার্ড দিয়ে

এখন তাহলে উপায় কি?

স্বাভাবিকভাবে এই নিয়মটি চালু হওয়ার ফলে সাধারণ মানুষের হয়তো কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে । যাতে আপনার কোন সমস্যা না হয় সেই জন্য অবশ্যই আপনি আপনার জন্ম সার্টিফিকেট (Birth Certificate ) যদি না থেকে থাকে অবশ্যই বানিয়ে নিন । জন্ম সার্টিফিকেট আপনি যে কোন ক্ষেত্রেই জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারবেন

Most Popular