Anganwadi Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর ।আপনাদেরকে ঠিক যেরকমটা বলেছিলাম লোকসভা ভোটের পর জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন নেওয়া হবে । সেই মতো জেলায় জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে। এর আগেই আমরা কোচবিহার জেলা ও বাঁকুড়া জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন দিয়েছিলাম ।
যদি এখনো না দেখে থাকেন আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন ।বর্তমানে আবারও বেশ কয়েকটি ব্লক এ নতুন করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন নেওয়া শুরু হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কি রয়েছে সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো
পদের নাম :-
অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) , অঙ্গনওয়াড়ি সহায়িকা ( Anganwadi Helper)
আরও পড়ুন:- গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী পদে নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাশেই চাকরি
Anganwadi Recruitment 2024 মোট শূন্যপদ:-
বিভিন্ন জেলার, বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্য পদ রয়েছে। অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আপনি আপনার জেলার, আপনার ব্লকের নির্দিষ্ট শূন্যপদ দেখে নেবেন । অফিসিয়াল নোটিস ডাউনলোডের লিংক এই প্রতিবেদনে নিচেই দেওয়া রয়েছে।
Anganwadi Recruitment 2024 বয়স সীমা :-
অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) , অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) পদে আবেদন করার জন্য নূন্যতম ১৮ বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে । এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি ,ওবিসিরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:-
চাকরিপ্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে । আগে এই নিয়মটি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী পাস ছিল । এখন বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছে, নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস হলে তবেই অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) , অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) আবেদন করা যাবে।
মাসিক বেতন :-
বর্তমানে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে ৬৩০০ টাকা ভাতা পান এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী মাসে ৮২৫০ টাকা ভাতা পান । তবে সম্প্রতি খুশির খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দের মাসিক ভাতা বৃদ্ধি করেছেন ।
এপ্রিল ২০২৪ থেকে নতুন বর্ধিত হারে ভাতা পাবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা । অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা ৭৫০ টাকা বাড়ানো হয়েছে, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে। সুতরাং এপ্রিল ২০২৪ থেকে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে ৬৮০০ টাকা বেতন পাবে এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী ৯০০০ টাকা বেতন পাবে।
আরও পড়ুন:- Icds Recruitment 2024 : ৩২০০০ শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন
Anganwadi Recruitment 2024 কিভাবে নিয়োগ হবে :-
চাকরিপ্রার্থীদের প্রথমে আবেদন জানাতে হবে। তারপর ৯০ নাম্বারের লিখিত পরীক্ষা নেয়া হবে এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সফল হলে চাকরি প্রার্থীরা চাকরি পাবেন।
আবেদন পদ্ধতি:-
চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অনলাইনে আবেদনের ওয়েবসাইট খোলা হয়েছে ।
সেই ওয়েবসাইটের লিংক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে আপনারা অনলাইনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে পারবেন। সঠিকভাবে ফর্ম ফিলাপ এবং ডকুমেন্ট আপলোড করে সাবমিট করলেই আপনাদের আবেদন হয়ে যাবে
আবেদনের শেষ তারিখ:-
এই শূন্য পদে আবেদন অবশ্যই চাকরিপ্রার্থীদের ২৫শে আগস্ট ২০২৪ তারিখের মধ্যে করে নিতে হবে
নোটিস ডাউনলোড করার লিংক:- CLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটের লিংক:- CLICK HERE
অনলাইন আবেদন করার লিংক:- CLICK HERE
আরও পড়ুন:- Karmabandhu Job 2024: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে কর্মবন্ধুর চাকরি, এক্ষুনি আবেদন করুন
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |