Sunday, December 15, 2024
HomeচাকরিAsha Kormi Recruitment 2024: মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ চলছে, ফর্ম জমা...

Asha Kormi Recruitment 2024: মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ চলছে, ফর্ম জমা করুন

Asha Kormi Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরী প্রার্থীদের জন্য সুখবর । পশ্চিমবঙ্গ রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় বেশ কিছু আশা কর্মী নিয়োগের নোটিশ প্রকাশ করা হয়েছে ।

সংশ্লিষ্ট স্থানের সকল মহিলারা এখানে আবেদন করতে পারে। আবেদনকারীদের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি রয়েছে, বেতন কত পাবেন, কত বয়স লাগবে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

নোটিশ নাম্বার :- HFW/NRHM-20/2006/Part II/1631

পদের নাম- আশা কর্মী (Asha Karmi)

মোট শূন্যপদ- ২৯ টি


শিক্ষাগত যোগ্যতা:- আশা কর্মী পদে আবেদন করতে চাইলে অবশ্যই দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে ।এবং বাংলা ভাষা বলার দক্ষতা এবং বোঝার ক্ষমতা রাখতে হবে ।

আরও পড়ুন :- ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে বড়ো খবর জানালো রাজ্য পুলিশ, Civic Volunteer Recruitment 2024

মাসিক বেতন:- রাজ্য সরকারের অধীনিয়ম অনুযায়ী সকল আশা কর্মীকে মাসিক বেতন ৫২৫০ টাকা দেওয়া হবে।

বয়স সীমা:- ১ ডিসেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীকে বয়স হতে হবে নূন্যতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে । তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত আবেদনকারীরা ২২ বছর বয়স থেকে আবেদন জানাতে পারবে ।

আবেদন পদ্ধতি:- যে সকল চাকরিপ্রার্থী আশা কর্মী পদে আবেদন করতে চান তাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে । অফিসিয়াল বিজ্ঞপ্তি নিচে থাকা ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা:- প্রার্থীরা নিজেদের এলাকায় BDO অফিসে নিজের আবেদন জমা করতে হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:- ১৬ ই আগস্ট ২০২৪

ইন্টারভিউ এর তারিখ :- ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২৪

ফর্ম ডাউনলোড করার লিঙ্ক :- CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট :- CLICK HERE

আরও পড়ুন :- Icds Recruitment 2024: ৩২০০০ শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন

আরও পড়ুন :- August Month Government Jobs : আগস্ট মাসে কোন কোন চাকরির আবেদন চলছে, বিস্তারিত দেখে নিন

Most Popular