Sunday, October 6, 2024
Homeটেক নিউজAwas Yojana List 2022-23 | Awas Yojana List 2022 West Bengal |Awas...

Awas Yojana List 2022-23 | Awas Yojana List 2022 West Bengal |Awas Yojana List

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প (Awas Yojana List 2022-23) বা প্রধানমন্ত্রী আবাস প্লাস প্রকল্পে (Awas Yojana List 2022 West Bengal) বাড়ির লিস্ট দেখতে চান ? আপনার গ্রামে কার কার নাম উঠলো? আপনার নাম উঠলো কিনা? আপনি টাকা পাবেন কিন? সমস্ত কিছু এখন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে দেখে নিতে পারবেন ,এর জন্য আপনাদেরকে পঞ্চায়েতেও যেতে হবে না খুব সহজেই অনলাইনে প্লেস্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এই কাজটি মাত্র এক মিনিটে করে নিতে পারবেন | কিভাবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে Awas Yojana List লিস্টে নাম উঠেছে কিনা চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো

স্টেপ ১:-
সবার প্রথম আপনাদের ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন প্লে স্টোরে এসে আপনারা সার্চ বোটামে সার্চ করবেন ” Gram Samvaad ” তাহলে দেখতে পাবেন এরকম একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইন্সটল করে নেবেন। অ্যাপ্লিকেশন ইন্সটল করার পর আপনাদেরকে যা কিছু পারমিশন চাইবে আপনারা Allow করে দেবেন

Awas Yojana List

স্টেপ ২:-
তারপর আপনার পছন্দমত ভাষা চয়েস করবেন এবং উপরে নেক্সট বোটামে ক্লিক করবেন

Awas Yojana List

স্টেপ ৩:-
নেক্সট বোটামে ক্লিক করলেই আপনার সামনে একটি Sign Up করার অপশন আসবে আপনারা চাইলে মোবাইল নাম্বারের মাধ্যমে সাইন আপ করতে পারেন বা Continue As Guest অপশনটাই ক্লিক করে কোনরকম মোবাইল নাম্বার না দিয়েও আপনারা অ্যাপের ভেতরে প্রবেশ করতে পারবেন বা সাইন আপ করতে পারবেন

স্টেপ ৪:-
সাইন আপ করার পর এবার আমাদেরকে আপনাদের রাজ্যের নাম ,জেলার নাম, ব্লকের নাম ,গ্রাম পঞ্চায়েতের নাম দিতে বলবে আপনি এই ডিটেলস গুলি ফিলাপ করবেন তারপর নেক্সট বোটামে ক্লিক করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

স্টেপ ৫:-
নেক্সট বোতামে ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটির মেইন ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং সেখানে দেখতে পাবেন একটি অপশন রয়েছে PMAY-G বলে আপনি ওই অপশনটাই ক্লিক করবেন

Awas Yojana List

স্টেপ ৬:-

তারপর পরবর্তী পেজে আপনি দেখতে পাবেন সেই গ্রাম পঞ্চায়েতের কতগুলি নাম Sanction হয়েছে এবং নিচে দেখতে পাবেন Statistics বলে একটি অপশন। আপনি Statistics অপশনে ক্লিক করবেন

স্টেপ ৭:-
Statistics অপশনে ক্লিক করলে পরবর্তী পেজে দেখতে পাবেন কতজনের নাম লিস্টে রয়েছে, কতজনের নাম বেনিফিসারিতে রয়েছে, কতজন প্রথম কিস্তির টাকা পেয়েছে ,দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্ত, কত জনের বাড়ি কমপ্লিট হয়েছে। এবার লিস্ট দেখবার জন্য আপনারা দ্বিতীয় অপশন Houses Sanctioned ক্লিক করবেন

তাহলেই আপনাদের সামনে সম্পূর্ণ ওই গ্রাম পঞ্চায়েতের লিস্ট ওপেন হয়ে যাবে আপনি চাইলে লিস্ট ডাউনলোডও করতে পারেন উপরের দিকে দেখবেন ডাউনলোড পিডিএফ এর অপশন রয়েছে ওই অপশনে ক্লিক করলে লিস্ট খুব সহজে মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন।
এইভাবে খুব সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে বাড়ির লিস্ট দেখতে পারবেন

Awas Yojana List

প্লেস্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সরাসরি লিংক নিচে দেওয়া হল

অ্যাপটি ডাউনলোড করুন

আরো নিত্যনতুন আপডেট ও খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন নিচের দেওয়া লিংকে ক্লিক করে (এখানে হাত দিন)

Most Popular