Wednesday, December 11, 2024
Homeপ্রকল্পবাংলা আবাস ফাইনাল লিস্ট, Sms পাঠানো শুরু

বাংলা আবাস ফাইনাল লিস্ট, Sms পাঠানো শুরু

Bangla Awas Yojana List 2024: আবাস প্রকল্পে ভুল এড়াতে ইউনিক আইডি পদ্ধতি | রাজ্য সরকার আবাস প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে।

প্রত্যেক উপভোক্তার জন্য আলাদা একটি ইউনিক আইডি (সুনির্দিষ্ট নম্বর) তৈরি করে তবে টাকা বরাদ্দ করা হবে। নবান্নের নির্দেশ অনুযায়ী, প্রতিটি জেলাকে ইতিমধ্যেই এই বার্তা পাঠানো হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রশাসনের দাবি, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল প্রকল্পের টাকা এক উপভোক্তার বদলে অন্য কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার মতো বিভ্রান্তি বা বিতর্ক বন্ধ করা।

Bangla Awas Yojana List 2024

কেন এই পদক্ষেপ?

সম্প্রতি ট্যাব বরাদ্দ নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। একের টাকা ভুল করে অন্যের অ্যাকাউন্টে জমা হওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতেই রাজ্য সরকার এমন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, আবাস প্রকল্পের টাকাও যাতে সঠিক উপভোক্তার কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে আগে থেকেই এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন, চলতি মাসের ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের অর্থ বরাদ্দ শুরু হবে।

তার আগেই প্রতিটি জেলায় বিশেষ শিবির চালু করা হয়েছে। এই শিবিরগুলিতে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের পাশাপাশি ইউনিক আইডি প্রদান করা হবে।

আরও পড়ুন:- লক্ষ্মীর ভান্ডার ক্লাব শুরু । মাসে ১০০০,১২০০ টাকা দিবে

প্রক্রিয়া কেমন হবে?

প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট এবং কম্পিউটার-ল্যাপটপের মাধ্যমে সংযুক্ত করে পুরো প্রক্রিয়া পরিচালিত হবে।

প্রতিটি গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকবে নির্দিষ্ট ব্লক আধিকারিকরা। স্থানীয় প্রশাসনের মাধ্যমে উপভোক্তাদের শিবিরে আসার সূচি জানিয়ে দেওয়া হবে।

শিবিরে ভিড় নিয়ন্ত্রণ করতে প্রতি শিবিরে ১৫০-২০০ জনের বেশি উপভোক্তাকে রাখা হবে না।

উপভোক্তাদের কাছ থেকে আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই, এবং আধার-সংযুক্ত মোবাইল নম্বর জমা নিতে হবে।

ওটিপি এবং বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেই পরবর্তী কাজ সম্পন্ন হবে। যাঁদের আধার সংযুক্ত মোবাইল নম্বর নেই, তাঁদের জন্য শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হবে।

পুলিশের ভূমিকা

এই পুরো প্রক্রিয়ায় পুলিশের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেছে রাজ্য। একাধিক অবাঞ্ছিত ঘটনা রুখতে পুলিশের বাড়তি নজরদারি থাকবে।

প্রশাসনের দাবি, ইউনিক আইডি তৈরির মাধ্যমে উপভোক্তাদের মধ্যে স্বচ্ছতা বজায় থাকবে এবং ভবিষ্যতে এই আইডি ব্যবহার করেই যাচাই প্রক্রিয়া চালানো হবে।

আর্থিক পরিমাণ এবং বরাদ্দ

আবাস প্রকল্পের উপভোক্তার সংখ্যা প্রায় ১২ লক্ষ। তাঁদের মধ্যে প্রথম কিস্তিতে মাথাপিছু ৬০ হাজার টাকা করে দেওয়া হবে। এই অর্থের মোট পরিমাণ ৭,২০০ কোটি টাকা। দ্বিতীয় কিস্তিতে সমপরিমাণ টাকা দেওয়া হবে।

কি ধরনের SMS পাঠানো হচ্ছে:-

মূলত যারা বাড়ি পাবেন যাদের নাম ফাইনাল লিস্টে রয়েছে তাদেরকে একটি এসএমএস করে জানিয়ে দেওয়া হচ্ছে। এসএমএসটি দেখতে কি রকম নিচে দেওয়া হল

আপনার কবে SMS আসবে ?

যদি আপনার নাম ফাইনাল লিস্টে থাকে তাহলে আপনার এসএমএস ১৩ই ডিসেম্বরের মধ্যে চলে আসবে |

যদি আপনার এসএমএস না আসে সে ক্ষেত্রে আপনি পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়ে আপনার নাম ফাইনাল লিস্টে রয়েছে কিনা চেক করে নিবেন

আপনার এলাকায় ক্যাম্প কবে হবে:-

অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশন এবং otp ভেরিফিকেশন করার জন্য পঞ্চায়েতে পঞ্চায়েতে একটি করে ক্যাম্প করা হবে।

এই ক্যাম্প গুলি ১৪ই ডিসেম্বর পর্যন্ত হবে। আপনার এলাকায় কবে ক্যাম্প হবে সেটি আপনার পঞ্চায়েত বা ব্লকে গিয়ে জানতে হবে

চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা

বিশ্লেষকদের মতে, কেন্দ্র-রাজ্য সংঘাতের প্রভাব আবাস প্রকল্পেও পড়েছে। উপভোক্তাদের চাহিদা যেমন বেশি, তেমনই প্রশাসনকেও সতর্ক থাকতে হচ্ছে। ট্যাব বিতর্কের মতো ঘটনা এড়াতে শীর্ষস্তরের নজরদারি বাড়ানো হয়েছে।

এই নতুন উদ্যোগ সফল হলে রাজ্যের আবাস প্রকল্পে স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে, এবং প্রকৃত উপভোক্তারা যথাযথ সুবিধা পেতে পারবেন।

আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার বাড়ির লিস্ট দেখুন | Bangla Awas Yojana List 2024

আরও পড়ুন:- বিমা সখী প্রকল্প চালু, মাসে ৬০০০ টাকা দিবে | Bima Sakhi Yojana

Most Popular