Bangla Awas Yojana Online Apply: বাংলা আবাস যোজনা পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প । এই প্রকল্পে রাজ্য সরকার বাড়ি তৈরির জন্য ১২০০০০ টাকা উপভোক্তাদের দিয়ে থাকে ।
প্রসঙ্গত আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নামে একটি প্রকল্প আছে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের উপভোক্তাদের রাজ্য এবং কেন্দ্র সরকার মিলিয়ে বাড়ি তৈরীর জন্য টাকা দিত।
কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ দেখিয়ে কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। বারবার আবেদন করার পরেও কোন সাড়া না মেলায় অবশেষে রাজ্য সরকার (Mamata Banerjee) নিজেদের কোষাগার থেকে আবাস যোজনা প্রকল্পের টাকা (Bangla Awas Yojana) দেওয়ার উদ্যোগ নিয়েছে।
বর্তমানে এই টাকা দেওয়ার আগে বাড়িতে বাড়িতে যোগ্য উপভোক্তা বাছাই করতে সার্ভে শুরু হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে অনেকের বাড়িতেই সার্ভে আসছে না অথবা সার্ভে করার লিস্টে অনেকের নাম নেই।
যদি আপনি বাড়ি পাওয়ার যোগ্য হয়ে থাকেন কিভাবে নতুন করে বাড়ি পাওয়ার জন্য আবেদন করবেন, কিভাবে আপনার বাড়িতে আপনি সার্ভে করাতে পারবেন, কিভাবে বাড়ির টাকা পাবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদন আমরা আলোচনা করব।
বাংলা আবাস যোজনা আবেদন করার পদ্ধতি (Bangla Awas Yojana Online Apply):-
বাংলা আবাস যোজনা ২০২৪-এর জন্য আবেদন করার দুটি পদ্ধতি রয়েছে:
১. অফলাইনে ফর্ম পূরণ: ব্লক উন্নয়ন অফিসে আবেদনপত্র জমা করতে হবে।
২. সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পডেস্কে ফোন: এই পদ্ধতির মাধ্যমে মুখ্যমন্ত্রীর হেল্পডেস্কে সরাসরি যোগাযোগ করে আবেদন জানাতে পারবেন।
বাংলা আবাস যোজনা কিভাবে বাড়ির আবেদন করবেন (How To Apply Bangla Awas Yojana?)
১) অফ লাইনে ফর্ম জমার মাধ্যমে:-
বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট কোন অফিসিয়াল ফর্ম নেই । আপনি যদি বাড়ি পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি সাদা কাগজে দরখাস্তের মাধ্যমে বাড়ি পাওয়ার আবেদন করতে পারেন।
সাদা কাগজে ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) এর উদ্দেশ্যে আপনাকে একটি আবেদন লিখতে হবে | আবেদনপত্রে আপনার পরিচয়, নাম ঠিকানা এবং আপনার বাড়ি কতটা প্রয়োজন সম্পূর্ণ কিছুর বিবরণ দিয়ে আবেদন করতে হবে
দরখাস্তের সাথে জমা করতে হবে:
i) বর্তমান বাড়ির একটি রঙিন ছবি।
ii) আধার কার্ড,
iii) রেশন কার্ড এবং
iv) ব্যাংক পাসবুকের জেরক্স কপি।
v) জমির রেকর্ডের জেরক্স কপি।
আরও পড়ুন:- খারাপ খবর: আবাস যোজনা সার্ভে বন্ধ হল, কবে আবার শুরু হবে? Bangla Awas Yojana
২) সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পডেস্কে আবেদন :-
“সরাসরি মুখ্যমন্ত্রী”হেল্পডেস্কে (Sarasari Mukhyamantri Contact Number) যোগাযোগ করতে পারেন সপ্তাহের সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। হেল্পলাইনের ফোন নম্বরটি হলো: ৯১৩৭০৯১৩৭০ (9137091370)।
অনলাইন স্ট্যাটাস কিভাবে চেক করবেন (Sarasari Mukhyamantri Status Check) ?
যদি আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন নাম্বারে ফোন করে আপনার আবেদন করেন তাহলে আপনি অনলাইনে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন |
আপনার আবেদনটি কি পর্যায়ে রয়েছে, আবেদনটি মঞ্জুর হলো কিনা সমস্ত কিছু আপনার ফোন নাম্বার দিয়ে আপনি সার্চ করে নিতে পারবেন।
১. প্রথম ধাপ: পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক অপশনে (Know Your Grievance Status) ক্লিক করুন CLICK HERE ।
২. দ্বিতীয় ধাপ: সেখানে আপনার মোবাইল নম্বর বসিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করলে অভিযোগের অবস্থা দেখতে পাবেন।
আবেদনের পর কবে বাড়ি পাবেন?
আপনি যখন বাড়ি পাওয়ার জন্য বিডিও অফিসে অথবা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে আবেদন করবেন আপনার আবেদন যাচাই করার জন্য পঞ্চায়েত থেকে আধিকারিকরা আসবে ।
এসে দেখবে বাড়ি পাওয়ার যে শর্ত সেগুলি আপনার ক্ষেত্রে পূরণ হচ্ছে কিনা । যদি আপনি বাড়ি পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার নাম পরবর্তী আবাস যোজনার সার্ভে লিস্টে তুলে দেওয়া হবে।
এবং পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা আবাস যোজনার টাকা যখন দেওয়া হবে তখন আপনার বাড়িতে আবার যাচাই করতে আসবে যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে বাড়ির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন,
তবে বর্তমানে যে সার্ভে হচ্ছে সেই সার্ভেতে এখন নাম তুলতে পারবেন না । কারণ আগে যে নামগুলি লিস্টে উঠে আছে সেই নাম ধরেই বর্তমানে সার্ভে হচ্ছে। আপনি যদি এখন আবেদন করেন তাহলে পরবর্তী সময়ে যখন সার্ভে আসবে তখন আপনার বাড়িতে সার্ভে করতে আসবে
এইভাবে আপনি বাংলা আবাস যোজনার মাধ্যমে বাড়ি পাওয়ার জন্য ফর্ম পূরণ এবং মুখ্যমন্ত্রীর হেল্পডেস্কে সরাসরি আবেদন করতে পারবেন।
বাংলা আবাস যোজনার জন্য শর্তাবলী :
এ প্রকল্পের অধীনে বাড়ি পেতে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। নিম্নোক্ত শর্তগুলি পূরণ করলে তবেই আবেদনকারী অর্থ সহায়তা পাবেন:
1) উপভোক্তার পরিবারে কেউ সরকারি চাকরিজীবী হলে সেই পরিবার বাদ যাবে।
2) উপভোক্তার পরিবারে কোনো সদস্য মাসিক ১৫,০০০ টাকার বেশি আয় করলে সেই পরিবার আবেদন করতে পারবে না।
3) উপভোক্তার নামে ২.৫ একর বা তার বেশি কৃষিজ জমি থাকলে আবেদন অযোগ্য বলে গণ্য হবে।
4) পরিবারে তিন বা চার চাকার কোনো গাড়ি থাকলে আবেদন বাতিল হবে।
5) পরিবারের কারও যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে আবেদন গ্রাহ্য হবে না।
6) বাড়িতে পাকার বাড়ি থাকলে চলবে না
7) বাড়িতে তিন চাকার, চার চাকার কোন চাষের যন্ত্রপাতি থাকা চলবে না ।
8) 5 একর বা তার বেশি সেচবিহীন জমি থাকা চলবে না।
9) পরিবারের কোনো সদস্য আগে বাড়ির টাকা পেলে বর্তমানে সেই পরিবারের অন্যান্য সদস্য বাড়ির টাকা পাবে না
10) পরিবারের কেউ প্রফেশনাল ট্যাক্স দিলে বাড়ি পাবে না।
আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার বাড়ির লিস্ট দেখুন | Bangla Awas Yojana List 2024
আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার সার্ভেতে কি প্রশ্ন করবে, কি কাগজ লাগবে? Bangla Awas Yojana List
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |