পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। ভারতের অর্থনীতির একটা বড় অংশ এই কৃষিকাজের উপরে নির্ভরশীল । কিন্তু কৃষকদেরকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ফসল উৎপন্ন করতে হয় । কখনো ঝড়-বৃষ্টি,বন্যা,খোরা ইত্যাদি দুর্যোগকে কাটিয়ে তারা কিছু অর্থ উপার্জন করতে পারেন।
তাই কৃষকদের কথা মাথায় রেখে রাজ্য এবং কেন্দ্র সরকার বিভিন্ন জনদরদী প্রকল্প সূচনা করেছেন । তার মধ্যে একটি অন্যতম প্রকল্প হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত বাংলা শস্য বীমা যোজনা (Bangla Sasya Bima)।
এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা তাদের ফসলের ক্ষতি হলে, চাষ করতে না পারলে উপযুক্ত ক্ষতিপূরণ সরাসরি ব্যাংক একাউন্টে পেয়ে যান । বর্তমানে কৃষকদেরকে এই ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে। কোন কোন কৃষকেরা সেই টাকা পাবে কোন কৃষক কত টাকা পাবে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো
বর্তমানে কোন সিজনের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে :-
বর্তমানে ২০২৩ সালে খরিফ মরশুমে যে সমস্ত কৃষকরা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেছিল তাদের মধ্যে যে সকল কৃষকদের বৃষ্টির জন্য ধানের ক্ষতি হয়েছিল তাদেরকে বর্তমানে ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে।
কোন কোন জেলা ক্ষতিপূরণের টাকা পাচ্ছে:-
মূলত সমস্ত জেলাকেই ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে, তবে সেই জেলার যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে কেবলমাত্র সেই এলাকার কৃষকরা ক্ষতিপূরণের টাকা পাচ্ছে।
আরও পড়ুন :- Caste Certificate Manual To Digital: পুরোনো কাস্ট সার্টিফিকেট থেকে নতুন কাস্ট সার্টিফিকেট আবেদন
কোন কৃষক কত টাকা পাবে কিভাবে চেক করবো:-
১) সবার প্রথমে এই লিংকে ক্লিক করুন CLICK HERE
২) তাহলে আপনি Bajaj Allianz এর ওয়েবসাইটে পৌঁছে যাবেন
৩) তারপর With Bank Details Search এই অপশনে ক্লিক করুন
৪) তারপর সাল,সিজিন,রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম,গ্রাম পঞ্চায়েতের নাম,ব্যাংকের নাম,কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং কৃষকের নাম দিয়ে সার্চ করুন
৫) তাহলে আপনার সামনে ওই কৃষকটি যদি বীমা করে থাকেন বিমার সম্পূর্ণ তথ্য দেখিয়ে দেবে
৬) Claim Details এর ঘরে যে টাকাটি দেখাবে সেই টাকাটি ওই কৃষকটি তার ব্যাংক একাউন্টে পাবে
৭) যদি Claim Details এর ঘরে Claims Under Process দেখাই তাহলে কৃষকটি খুব শীঘ্রই টাকা পাবে
৮) যদি Claim Details এর ঘরে Claim Not Reported Yet দেখাই তাহলে কৃষকটি ক্ষতিপূরণের টাকা পাবে না
স্টেটাস চেক – Click Here
☑️ ফসলের ক্ষতিপূরণের টাকা চেক করার লিংক – এখানে হাত দিন (Click Here)
আরও পড়ুন :- Aadhaar Deactivated : আঁধার বাতিলের চিঠি বাড়িতে যাচ্ছে, আপনার আধার কার্ড বাতিল হয়েছে কিনা চেক করুন