Tuesday, January 7, 2025
Homeকৃষক সংক্রান্তফসলের ক্ষতিপূরনের টাকা কবে দিবে দেখুন, নাম পাঠানো হল

ফসলের ক্ষতিপূরনের টাকা কবে দিবে দেখুন, নাম পাঠানো হল

Bangla Shasya Bima 2025: এ বছর বাংলা শস্য বিমার আওতায় বাঁকুড়া জেলায় চাষিদের সংখ্যা লাফিয়ে বেড়েছে।

কৃষি দফতরের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১ লক্ষ ৪০ হাজার ৭৮৮ জন নতুন চাষিকে বিমার আওতায় আনা হয়েছে। কিন্তু জমির পরিমাণ বেড়েছে মাত্র ২,৯৮৭ হেক্টর।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই বিপরীত সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। সারা ভারত কৃষকসভার বাঁকুড়া জেলা সম্পাদক যদুনাথ রায় বলেছেন, “চাষির সংখ্যা বাড়ানোর পরিসংখ্যান দেখালেও জমির সংখ্যা তেমন বাড়েনি।

আনুপাতিকভাবে চাষি পিছু জমির পরিমাণ অত্যন্ত কম। এত ক্ষুদ্র চাষি জেলায় সাধারণত দেখা যায় না।”

শস্য বিমার আওতায় আনার বিশেষ উদ্যোগ (Bangla Shasya Bima 2025)

বাঁকুড়ার উপকৃষি অধিকর্তা দেবকুমার সরকার জানান, “এ বছর বেশি সংখ্যক চাষিকে বিমার অন্তর্ভুক্ত করাই আমাদের লক্ষ্য ছিল। আমরা চাষিদের জমির প্রকৃত তথ্য আপলোড করেছি। কৃষকবন্ধু প্রকল্পের আওতায় থাকা প্রত্যেক চাষিই বিমার সুবিধা পেয়েছেন।”

আরও পড়ুন:- শৌচাগার বানাতে সবাইকে ১২০০০ টাকা দিচ্ছে মমতা, আবেদন করুন

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত খরিফ ফসল (Crop Insurance 2025)

খরিফ মরসুমের শুরুতে অনাবৃষ্টির কারণে ধান চাষ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। পরে ভালো বৃষ্টিতে চাষে গতি এলেও একাধিক নিম্নচাপ ও দামোদরের বন্যায় বিপুল ক্ষয়ক্ষতি হয়।

জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, দানা ঘূর্ণিঝড়েই প্রায় ১০,৭৭০ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। এরপরেও অসময়ের বৃষ্টিতে ক্ষতির মাত্রা আরও বেড়েছে।

ক্ষতিপূরণের দাবিতে কৃষকসভার আন্দোলন

যদুনাথ রায়ের দাবি, “শস্য বিমার উদ্দেশ্য শুধু সংখ্যায় চাষি বাড়ানো নয়, বরং ক্ষতিগ্রস্ত চাষিদের সঠিক ক্ষতিপূরণ নিশ্চিত করা। গণস্বাক্ষর সংগ্রহ করে আমরা এই দাবির কথা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পাঠাব।”

প্রশাসনের প্রতিশ্রুতি

উপকৃষি অধিকর্তা জানান, ক্ষতিগ্রস্ত চাষিদের তথ্য রাজ্যে পাঠানো হয়েছে। রাজ্য প্রশাসন সেই তথ্য খতিয়ে দেখে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। যদিও চাষিরা এখনও ক্ষতিপূরণের প্রতীক্ষায় রয়েছেন।

ফসলের ক্ষতিপূরণের টাকা কবে দেবে:-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে খরিফ সিজনের ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদের দেওয়া হবে।

বর্তমানে এখনও ক্ষতিপূরনের টাকা দেওয়া হয়নি । তবে প্রত্যেকটি জেলা থেকে কৃষকদের নামের লিস্ট রাজ্যের কৃষি দপ্তরে পাঠানো হয়েছে। ২০২৫ সালে জানুয়ারি মাসের মধ্যে কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবে ।

কোন কৃষক কত টাকা পাবে:-

বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা সব কৃষক সমান পাবে না । যেই কৃষকদের বেশি জমির বীমা করা ছিল, যে কৃষকদের বেশি জমির ক্ষয়ক্ষতি হয়েছে, সেই কৃষক বেশি ক্ষতিপূরনের টাকা পাবে।

যার কম জমি, যার কম ক্ষতি হয়েছে সেই কৃষকটি কম ক্ষতিপূরণের টাকা পাবে । এবার আপনার যেরকম জমির বীমা করা রয়েছে সেই অনুযায়ী আপনারা ক্ষতিপূরণের টাকা ব্যাংক একাউন্টে পাবেন

Bangla Shasya Bima 2025 Status Check: Click Here

Bajaj Allianz General Insurnce Status Check : Click Here

আরও পড়ুন:- রেশনের সঙ্গে এবার নগদ ১০০০ টাকা দিবে সরকার! কাদের জন্য এই সুবিধা?

আরও পড়ুন:- সব কৃষকরা ২০০০ টাকা পাবে, ফার্মার আইডি চালু হল

Most Popular