Bangla Shasya Bima Apply: বাংলার কৃষকদের জন্য খুবই খুশির খবর। সব কৃষকদের ঘূর্ণিঝড় ডানার ক্ষতিপূরণের টাকা দিবে |
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘূর্ণিঝড় হয়ে যাবার পরের দিন প্রশাসনিক বৈঠক করে জানিয়েছেন , কোনো কৃষক যেন ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত না হয় ।
তিনি কৃষি দপ্তরকে ফসলের ক্ষতিপূরণ নির্ণয় করার জন্য মাঠে মাঠে সার্ভে করার নির্দেশ দিয়েছেন । আপনার যদি ফসলের ক্ষয়ক্ষতি হয়ে থাকে কিভাবে আপনি ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন বা ডাউনলোড করবেন সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেব।
একটা বিষয় সমস্ত কৃষকেরা মনে রাখবেন যদি আপনি টাকা পাওয়ার আবেদন জমা না করেন আপনি কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন না।
বাংলা শস্য বীমা প্রকল্প: খরিফ মরশুমের বৈশিষ্ট্য (Bangla Shasya Bima Apply)
এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার এবং বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মিলিত উদ্যোগে প্রযুক্তি নির্ভর করা হয়েছে।
উপগ্রহ চিত্র এবং আবহাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ক্ষতিপূরণ মূল্যায়ন করে সরাসরি কৃষকের ব্যাংক একাউন্টে পাঠানো হবে।
প্রকল্পের আওতায় কারা আবেদন করতে পারবেন?
কৃষকদের যোগ্যতা: সকল কৃষক, যারা ২০২৪ খরিফ মরশুমে বিজ্ঞাপিত অঞ্চলে ধান বা ভুট্টা চাষ করছেন, তারা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
ক্ষতিপূরণের স্তরসমূহ
এই প্রকল্পে কৃষকরা নানা ধাপে ক্ষতিপূরণ পেতে পারেন:
1. রোপণ বা বপন ব্যর্থতা:
যদি ধানের ৫০% এর বেশি রোপণ বা বপন ব্যর্থ হয়, কৃষকরা তাদের বীমার ২৫% ক্ষতিপূরণ পাবেন।
2. অন্তর্বর্তী ক্ষতিপূরণ:
প্রাকৃতিক দুর্যোগে ৫০% বা তার বেশি ধানের ক্ষতি হলে, কৃষকরা বীমার ৫০% ক্ষতিপূরণ পাবেন।
3. স্থানীয় বিপর্যয়:
শিলাবৃষ্টি, ভূমিধস বা জলজমার কারণে ক্ষতি হলে, কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
4. ফসল কাটার পর ঝুঁকি:
কাটা ফসল ঘূর্ণিঝড় বা অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়া হবে।
5. মরশুম শেষে ক্ষতিপূরণ:
আধুনিক প্রযুক্তির মাধ্যমে মরশুম শেষে দ্রুত ক্ষতিপূরণ নির্ধারণ করে প্রদান করা হয়।
বীমা করা ফসল এবং সময়সীমা :-
ফসলের ধরন: ধান এবং ভুট্টা।
আবেদন শেষ তারিখ:
ধান: ৩০ নভেম্বর ২০২৪
আবেদন পদ্ধতি :-
কৃষকরা গ্রাম পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে আবেদন করতে পারেন। এছাড়া, স্থানীয় গ্রামে ক্যাম্পেও আবেদন গ্রহণ করা হবে।
আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র :-
1. ভোটার কার্ড
2. আধার কার্ড
3. ব্যাংকের পাস বই
4. জমির কাগজপত্র (খতিয়ান, পাট্টা, বা দলিল)
5. জমি না থাকলে আয়তনসহ জমির শংসাপত্র
6. ফসল রোপণের শংসাপত্র (ব্লক কৃষি আধিকারিক, রেভিনিউ অফিসার ইত্যাদির স্বাক্ষরযুক্ত)
বীমা খরচ :-
এই প্রকল্পে কৃষকদের কোনো খরচ করতে হবে না। পশ্চিমবঙ্গ সরকার প্রিমিয়ামের সমস্ত টাকা প্রদান করবে।
আবেদন ফর্ম :-
ফর্ম গ্রাম পঞ্চায়েত বা কৃষি অফিস থেকে আপনারা পেয়ে যাবেন । এছাড়াও এই প্রতিবেদনের নিচেই ফর্ম ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন ।
বাংলা শস্য বীমা প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য সুরক্ষা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে ভূমিকা রাখছে।
বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:- এখানে ক্লিক করুন (CLICK HERE)
Bangla Shasya Bima Apply Form 2024 Pdf :- CLICK HERE
Official Website :- CLICK HARE
আরও পড়ুন:- মাসে ৩০০০ টাকা কৃষকদের দিবে, অনলাইনে আবেদন করুন| Pm Kisan Mandhan Yojana
আরও পড়ুন:- এবার সবাই পাবে বাড়ির টাকা, চালু হচ্ছে বাংলা আবাস যোজনা | Bangla Awas Yojana
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |