Thursday, November 14, 2024
Homeকৃষক সংক্রান্তসুখবর: ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। আপনি কত টাকা পাবেন দেখুন

সুখবর: ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। আপনি কত টাকা পাবেন দেখুন

Bangla Shasya Bima Status: প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে, কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।

এই সমস্যার সমাধানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার শস্য বীমা (Bangla Shasya Bima) প্রকল্প চালু করেছে। প্রকল্পটির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরাসরি ক্ষতিপূরণের অর্থ ব্যাংক একাউন্টে জমা দেওয়া হয়। ফসলের ক্ষতির নির্ধারিত পরিমাণ অনুযায়ী এই অর্থ প্রদান করা হয়।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে পশ্চিমবাংলার (West Bengal) বিভিন্ন এলাকা বন্যার কবলিত হয়েছে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জল ঢুকেছে। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ধস নামার ঘটনাও পরিলক্ষিত হয়েছে। এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য সরকারকে কেন্দ্র সরকার ৪৬৮ কোটি টাকা বরাদ্দ করেছে।

ফসলের ক্ষতিপূরণ পেতে কী করতে হবে?

বাংলার শস্য বীমা প্রকল্পের সুবিধা পেতে হলে কৃষকদের নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয় এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হয় স্থানীয় পঞ্চায়েত বা কৃষি দপ্তরে।

বাংলার শস্য বীমা প্রকল্পের আওতায় প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করে, ফলে কৃষকদের জন্য এই প্রকল্প বিনামূল্যে।

কোন কোন কৃষক ক্ষতিপূরণ পাবেন?

২০২৪ খারিফ মৌসুমে বাংলার শস্য বীমা প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ব্যাংক একাউন্টে ইতিমধ্যেই ক্ষতিপূরণের অর্থ জমা দেওয়া শুরু হয়েছে। বিশেষত, দক্ষিণবঙ্গের অনেক কৃষক এই মুহূর্তে ক্ষতিপূরণের অর্থ পেয়েছেন।

আরও পড়ুন :- ভারত সরকার দিচ্ছে ABHA Card |৫ লক্ষ টাকা দিচ্ছে

ফসলের ক্ষতিপূরণের অর্থ পাওয়ার স্ট্যাটাস কীভাবে চেক করবেন (Bangla Shasya Bima Status)?

আপনার ফসলের ক্ষতিপূরণের অর্থ পাওয়ার স্ট্যাটাস জানতে

১. প্রথমে অফিসিয়াল লিঙ্কে ক্লিক করুনCLICK HERE

২. এরপর আপনি Bajaj Allianz এর ওয়েবসাইটে প্রবেশ করবেন।

৩. সেখানে “With Bank Details Search” অপশনে ক্লিক করতে হবে।

৪. এরপর, সাল, সিজন, রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্যাংকের নাম, কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং কৃষকের নাম প্রদান করে সার্চ করুন।

৫. যদি ওই কৃষক বীমা করে থাকেন, তাহলে তার সমস্ত বীমা সংক্রান্ত তথ্য দেখা যাবে।

৬. “Claim Details” ঘরে যে টাকা দেখানো হবে, সেটাই কৃষক তার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন।

৭. যদি “Claims Under Process” লেখা থাকে, তাহলে খুব শীঘ্রই কৃষক ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন।

৮. আর “Claim Not Reported Yet” দেখালে, সেই কৃষক ক্ষতিপূরণের টাকা পাবেন না।

এভাবেই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাদের ক্ষতিপূরণের পরিমাণ জেনে নিতে পারবেন এবং আর্থিক সহায়তা পেতে সক্ষম হবেন।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা (Bangla shasya bima Form Fill Up) :-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি ঘোষণা করেছেন, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ফসলের ক্ষতিপূরণের সুবিধা পান, সেজন্য বাংলার শস্য বীমা প্রকল্পের (BSB Insurence) আবেদন প্রক্রিয়ার সময়সীমা ৩০শে অক্টোবর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে।

ফসলের ক্ষতির কারণে আর্থিক সমস্যার মুখোমুখি হওয়া কৃষকরা (Farmer) এখন বাংলার শস্য বীমা প্রকল্পের মাধ্যমে সুরক্ষা পাচ্ছেন। যারা এখনো আবেদন করেননি, তারা দ্রুত ফর্ম পূরণ করে জমা দিয়ে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন।

স্টেটাস চেক Link – Click Here

☑️ ফসলের ক্ষতিপূরণের টাকা চেক করার লিংক – এখানে হাত দিন (Click Here)

বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:-  এখানে ক্লিক করুন (CLICK HERE)

Bangla Sasya Bima Form 2024 Pdf :- CLICK HERE

আরও পড়ুন :- মাসে ৩০০০ টাকা ভাতা সব কৃষকদের দিচ্ছে | অনলাইনে আবেদন করুন

আরও পড়ুন :- কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

আরও পড়ুন :- ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি কত পাবেন চেক করুন | Bangla Sasya Bima

Most Popular