Wednesday, November 13, 2024
Homeকৃষক সংক্রান্তফসলের ক্ষতিপূরণের টাকা আপনি কত পাবেন চেক করুন | Bangla Sasya Bima

ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি কত পাবেন চেক করুন | Bangla Sasya Bima

Bangla Shasya Bima Status Check: ভারত ও পশ্চিমবঙ্গের মতো কৃষিপ্রধান অঞ্চলে কৃষির ওপর দেশের অর্থনীতি ব্যাপকভাবে নির্ভরশীল।

তবে কৃষিকাজ সবসময় সহজ নয়, কারণ কৃষকদের নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়—যেমন বন্যা, খরা, কিংবা ঝড়বৃষ্টি। এসব পরিস্থিতি প্রায়ই ফসলের ব্যাপক ক্ষতি করে, যার ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই সমস্যার সমাধানে রাজ্য ও কেন্দ্রীয় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রবর্তিত “বাংলা শস্য বীমা” (Bangla Sasya Bima) প্রকল্প।

এই প্রকল্পের আওতায়, কৃষকরা যদি ফসলের ক্ষতির সম্মুখীন হন, তবে তারা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা (Crop Insurance) পেয়ে থাকেন।

বর্তমানে ক্ষতিপূরণের টাকা বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আজকের প্রতিবেদনে আমরা দেখব কোন কৃষকরা কত টাকা পাবেন এবং কীভাবে সেটা চেক করবেন।

বর্তমানে কোন মরশুমের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে?

2024 সালের খরিফ মরশুমের জন্য যেসব কৃষক বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে আবেদন করেছিলেন, এবং বৃষ্টির কারণে ধানের ক্ষতি হয়েছে, তারা এখন ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন।

ক্ষতিপূরণের টাকা কোন কোন জেলায় দেওয়া হচ্ছে?

প্রায় সব জেলায় ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে। তবে শুধুমাত্র সেই সব এলাকায় যেখানে ফসলের ক্ষতি হয়েছে, সেখানকার কৃষকরাই এই টাকা পাচ্ছেন।

আরও পড়ুন :- সব কৃষকবন্ধুরা ফসলের টাকা পাবে, বড়ো ঘোষণা মমতার

কীভাবে জানবেন আপনি কত টাকা পাবেন (Bangla Shasya Bima Status Check)?

১. প্রথমে অফিসিয়াল লিঙ্কে ক্লিক করুনCLICK HERE

২. এরপর আপনি Bajaj Allianz এর ওয়েবসাইটে প্রবেশ করবেন।

৩. সেখানে “With Bank Details Search” অপশনে ক্লিক করতে হবে।

৪. এরপর, সাল, সিজন, রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্যাংকের নাম, কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং কৃষকের নাম প্রদান করে সার্চ করুন।

৫. যদি ওই কৃষক বীমা করে থাকেন, তাহলে তার সমস্ত বীমা সংক্রান্ত তথ্য দেখা যাবে।

৬. “Claim Details” ঘরে যে টাকা দেখানো হবে, সেটাই কৃষক তার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন।

৭. যদি “Claims Under Process” লেখা থাকে, তাহলে খুব শীঘ্রই কৃষক ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন।

৮. আর “Claim Not Reported Yet” দেখালে, সেই কৃষক ক্ষতিপূরণের টাকা পাবেন না।

এভাবেই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাদের ক্ষতিপূরণের পরিমাণ জেনে নিতে পারবেন এবং আর্থিক সহায়তা পেতে সক্ষম হবেন।

স্টেটাস চেক Link – Click Here

☑️ ফসলের ক্ষতিপূরণের টাকা চেক করার লিংক – এখানে হাত দিন (Click Here)

আরও পড়ুন :- মাসে ৩০০০ টাকা ভাতা সব কৃষকদের দিচ্ছে | অনলাইনে আবেদন করুন

আরও পড়ুন :- ভারত সরকার দিচ্ছে ABHA Card |৫ লক্ষ টাকা দিচ্ছে

Most Popular