Thursday, November 21, 2024
Homeকৃষক সংক্রান্তফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পাবেন কিনা চেক করুন | Bangla Shasya Bima...

ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পাবেন কিনা চেক করুন | Bangla Shasya Bima Status Check

Bangla Shasya Bima Status Check: কৃষক বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। সব কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে |

এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অনেক কৃষক এই ক্ষতিপূরণের টাকা পাবেন না তাদের নিজেদের ভুলের জন্য।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

যে সমস্ত কৃষকরা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেছেন যাদের নাম বিমা কোম্পানি (Bajaj Allianz Crop Insurance Bsb) দ্বারা এপ্রুভ হয়েছে একমাত্র সেই সকল কৃষকরা টাকা পাবে।

আপনি যদি বাংলা শস্য বিমা প্রকল্পের ফর্ম জমা করে থাকেন আপনার ফর্মটি ইন্সুরেন্স কোম্পানি (Crop Insurance) দ্বারা এপ্রুভ করা হয়েছে কিনা কিভাবে চেক করবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব।

☑️ বাংলা প্রকল্পের স্ট্যাটাস চেক প্রথম পদ্ধতি (Bangla Shasya Bima Status) :-

১) সবার প্রথম যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন bangla shasya bima

২) তাহলেই আপনার সামনে banglashasyabima.net নামে একটি ওয়েবসাইট খুলে যাবে।

৩) তারপর Know your application status on every step এই অপশনে ক্লিক করুন।

৪) তারপর আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি বসিয়ে চেক অপশনে ক্লিক করুন । (অ্যাপ্লিকেশন আইডি নাম্বার কোথায় পাবেন? আপনি যেখানে ফ্রম জমা করেছেন সেই বীমা আধিকারিক এর কাছে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি পাবেন) ।

৫) যখনই চেক অপশনে ক্লিক করবেন আপনার নাম এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখিয়ে দেবে ।

৬) অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে কি রয়েছে সেটা আপনাকে লক্ষ্য করতে হবে ।

৭) সবার প্রথমে Submitted লেখা থাকবে , তারপর আসবে ada uploaded, তারপর dda approved, তারপর approved লেখাটা আসবে |

৮) যদি আপনার Approved লেখাটা চলে আসে তাহলে বুঝবেন আপনার ফসলের বীমা সঠিকভাবে করা হয়েছে |

আরও পড়ুন :- মাসে ৩০০০ টাকা ভাতা সব কৃষকদের দিচ্ছে | অনলাইনে আবেদন করুন

☑️ বাংলার শস্য বীমা স্ট্যাটাস চেক দ্বিতীয় পদ্ধতি (Bangla Shasya Bima Status):-

১) সবার প্রথম যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন bangla shasya bima

২) তাহলেই আপনার সামনে banglashasyabima.net নামে একটি ওয়েবসাইট খুলে যাবে।

৩) তারপর ওয়েবসাইটের ভেতর Farmer Corner অপশনে ক্লিক করবেন |

৪) তারপর পরবর্তী পেজে আপনার ভোটার কার্ডের নাম্বার, সিজন রবি / খারিফ সিলেক্ট করবেন, আর কোন সাল ২০২৩ / ২০২৪ সিলেক্ট করবেন । তারপর চেক অপশনে ক্লিক করবেন।

৫) চেক অপশনে ক্লিক করলেই আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার নাম, জেলার নাম, ব্লকের নাম, ফসলের নাম, কতটা জমি বীমা করা রয়েছে সেই পরিমাণ, Sum Insured কত টাকা, Gross Premium কত টাকা সমস্ত তথ্য আপনাকে দেখিয়ে দেবে |

এই তথ্যগুলি যদি আপনাকে দেখিয়ে দেয় তাহলে আপনি বুঝবেন আপনার সফলভাবে বিমা কোম্পানি দ্বারা বিমা নথিভুক্ত করা হয়ে গিয়েছে।

বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:-  এখানে ক্লিক করুন (CLICK HERE)

Bangla Sasya Bima Form 2024 Pdf :- CLICK HERE

আরও পড়ুন :- ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি কত পাবেন চেক করুন | Bangla Sasya Bima

আরও পড়ুন :- কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

Most Popular