Bangla Shasya Bima: পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে কৃষকদের চাষের ক্ষতি করেছে।
বন্যা কবলিত বিভিন্ন এলাকা যেমন হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুরের বেশ কিছু জায়গায় পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কৃষকদের দুর্দশা নিজের চোখে দেখার পর শস্য বীমার টাকার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বাঁকুড়ার বড়জোড়ার সহ পূর্ব বর্ধমানের বেশ কিছু বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত চাষীদের সাথে কথা বলেন। অনেকে মুখ্যমন্ত্রী কে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।
ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে থাকার আশা দিয়েছে মুখ্যমন্ত্রী। বিভিন্ন বন্যা কবলিত জায়গাগুলি দেখার পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বন্যার কারণে বহু কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে।
জল জমি থেকে নেমে যাওয়ার পরে এক সমীক্ষার মাধ্যমে দেখা হবে যে কতটা ফসল নষ্ট হয়েছে। যত বিঘা জমির ফসল নষ্ট হয়েছে সেই অনুযায়ী রাজ্য সরকার কৃষকদের শস্য বীমার টাকা দিয়ে দেবে। আবার যাদের মাটির বাড়ি ভেঙে পড়েছে সরকার তাদের বাড়ি তৈরিতেও সাহায্য করবে।
কিভাবে বীমা করবেন (Bangla Shasya Bima Form Fill Up 2024) :-
বাংলার শস্য বীমা প্রকল্পের আবেদন জমা নেওয়ার জন্য বিভিন্ন পঞ্চায়েতের সরকারি আধিকারিকরা ক্যাম্প করে থাকে।
ওই ক্যাম্পে গিয়ে শস্য বীমার আবেদন পত্র জমা দিতে হবে। আবার আপনার নিকটবর্তী কৃষি অফিসে গিয়েও শষ্য বীমা আবেদনের ফর্ম জমা করতে পারবেন।
বীমা করার জন্য কি কি কাগজপত্র লাগবে (Bangla Shasya Bima)?
1) ভোটার কার্ড
২) আধার কার্ড
৩) ব্যাংকের পাস বই
৪) জমির খতিয়ান অথবা পরচা (সাম্প্রতিকতম) বা পাট্টা বা দলিল
৫) যদি কোনো ব্যক্তির নিজের নামে জমি না থাকে তবে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র জমা দিতে হবে ( নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত) ।
৬) সংশ্লিষ্ট ব্লক, কৃষি আধিকারিক / তার অনুমোদিত প্রতিনিধি অথবা রেভিনিউ অফিসার /রেভিনিউ ইন্সপেক্টর, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তর কর্তৃক প্রদত্ত ফসল রোপনের শংসাপত্র।
ফর্ম কোথায় পাবেন:-
ফর্ম আপনারা কৃষি অফিসে অথবা পঞ্চায়েতে থাকা বীমা প্রতিনিধির কাছেও পেয়ে যাবেন অথবা এই প্রতিবেদনের নিচেই ফর্ম ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে । সেখানে ক্লিক করে আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন
আরও পড়ুন:- এবার সবাই পাবে বাড়ির টাকা, চালু হচ্ছে বাংলা আবাস যোজনা | Bangla Awas Yojana
আবেদন কোথায় জমা করবেন:-
বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন আপনাদের কে পঞ্চায়েতে বীমা প্রতিনিধির কাছে জমা করতে হবে অথবা সমবায় সমিতিতে অথবা কিষাণ মান্ডিতে অথবা কৃষি অফিসে জমা করতে হবে।
কোন কোন জেলা টাকা পাবে:-
মূলত যে সকল জেলাতে বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সকল জেলাতে টাকা দেবে । এছাড়াও অন্যান্য জেলাতে যদি কৃষকদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেই সকল জেলার কৃষকরাও টাকা পাবে
কবে টাকা দিবে:-
বর্তমানে বীমা প্রকল্পের আবেদন নেওয়া চলছে। বীমা প্রকল্পের আবেদন অক্টোবর মাসটি পুরো নেওয়া হবে। তারপর কৃষকদেরকে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে।
কৃষি দপ্তর সূত্রে খবর দ্রুততার সঙ্গে ক্ষতিপূরণ নির্ণায়কের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে । স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব কৃষকদের ক্ষতিপূরণের টাকা দিতে হবে।
সেইমতো অনুমান করা যাচ্ছে যে এ বছরের ডিসেম্বর মাস নাগাদ কৃষকরা ফসলের ক্ষতিপূরনের টাকা পেতে শুরু করবে।
বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:- এখানে ক্লিক করুন (CLICK HERE)
Bangla Sasya Bima Form 2024 Pdf :- CLICK HERE
Official Website :- CLICK HARE
আরও পড়ুন:- কৃষকদের ভাতা চালু, মাসে ১০০০ টাকা দিবে মমতা | ফর্ম জমা করুন
আরও পড়ুন:- কৃষকদের নতুন ID কার্ড চালু, বিশেষ সুবিধার ঘোষণা! Farmers ID Card News
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |