Thursday, March 13, 2025
Homeকৃষক সংক্রান্তফসলের ক্ষতিপূরণের টাকা সবাই পাবে, টাকা আবার ছাড়লো

ফসলের ক্ষতিপূরণের টাকা সবাই পাবে, টাকা আবার ছাড়লো

Bangla Shsya Bima Payment: বন্যা ও অতিবৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছিল।

ডানা ঘূর্ণিঝড়ের দাপট এবং লাগাতার বৃষ্টিতে জেলায় লক্ষাধিক বিঘার বেশি জমি নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত চাষিরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই পরিস্থিতি সামাল দিতে কৃষিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাষিদের হাতে শস্যবিমার টাকা তুলে দেওয়া হচ্ছে।

Bangla Shsya Bima Payment

২ লক্ষ ২৮ হাজার চাষিকে শস্যবিমার সুবিধা

জেলার ২ লক্ষ ২৮ হাজার চাষি এবার শস্যবিমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ক্ষতিপূরণ বাবদ মোট ৭৫ কোটি ৫৩ লক্ষ টাকা চাষিদের দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্যা কবলিত এলাকার চাষিরা এই উদ্যোগের ফলে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন।

বিপুল ক্ষতি ও রেকর্ড সংখ্যক আবেদন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলায় রেকর্ড সংখ্যক শস্যবিমার আবেদন জমা পড়েছে। মোট ৭ লক্ষ ৭৮ হাজার ২৩৮টি ফর্ম জমা হয়েছিল, যা পূর্ববর্তী বছরের তুলনায় অনেকটাই বেশি।

অতিরিক্ত জেলাশাসক (কৃষি) গোবিন্দ হালদার জানিয়েছেন, “বিপুল সংখ্যক চাষি এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব।”

আরও পড়ুন:- মাসে ৫০০০ টাকা দিবে কেন্দ্র সরকার, নতুন প্রকল্প চালু হলো

ক্ষতির ভয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা

চাষিরা জানিয়েছেন, শস্যবিমা প্রকল্প তাঁদের কৃষিজীবনকে বাঁচিয়ে রেখেছে। আগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়ে অনেকেই চাষ বন্ধ রাখতে বাধ্য হতেন। কিন্তু এখন এই প্রকল্পের সাহায্যে তাঁরা নতুনভাবে শুরু করার সাহস পাচ্ছেন (Best Farm Insurance) ।

কেশপুর, সবং, ডেবরা, ঘাটাল সহ জেলার বেশকিছু ব্লকের চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। এই ব্লকগুলিতে বন্যার প্রভাব বেশি পড়েছিল, ফলে ক্ষতির পরিমাণও ছিল অনেক বেশি। তবে শস্যবিমা প্রকল্প তাঁদের জীবনে আশার আলো দেখাচ্ছে।

জেলায় কৃষি ব্যবস্থার উন্নতিতে উদ্যোগ

জেলার কৃষিদপ্তর জানিয়েছে, শুধু ধান চাষ নয়, অন্যান্য শস্যের চাষ বাড়াতে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে। সরকারি প্রকল্পের সুবিধা ও ধারাবাহিক উদ্যোগের ফলে আলু, শাকসবজি এবং অন্যান্য শস্য চাষে চাষিদের ঝোঁক বেড়েছে (Bajaj Allianz Crop Insurance)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশাসনিক বৈঠক থেকে চাষিদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তাঁর নির্দেশে ‘কৃষক বন্ধু’, শস্যবিমা সহ একাধিক প্রকল্পের সুবিধা প্রত্যন্ত এলাকার চাষিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

শস্যবিমা প্রকল্পে নতুন দিশা

শস্যবিমা প্রকল্প জেলায় কৃষি ব্যবস্থায় এক নতুন দিশা দেখিয়েছে। প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে ভরসার জায়গা তৈরি হয়েছে। ক্ষতির ভয় কাটিয়ে তাঁরা আবারও জমিতে ফিরে আসছেন।

এই উদ্যোগ শুধু চাষিদের আর্থিক সুরক্ষাই দিচ্ছে না, বরং জেলার সামগ্রিক কৃষি ব্যবস্থাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য শস্যবিমা প্রকল্প পশ্চিম মেদিনীপুর জেলায় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন এবং কৃষিদপ্তরের এই যৌথ উদ্যোগ জেলার চাষিদের জীবনে নতুন আশার সঞ্চার করছে।

ক্ষতির পরে ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থসাহায্য পাওয়ায় চাষিরা আবারও কৃষিকাজে মনোনিবেশ করতে পারছেন।

Bangla Shasya Bima Status Check: CLICK HERE

আরও পড়ুন:- চিটফান্ডের টাকা কাদেরকে দিচ্ছে নামের লিস্ট ডাউনলোড করুন

আরও পড়ুন:- এইবার বাজেটে লক্ষীর ভান্ডার টাকা বাড়বে! নতুন প্রকল্পের ঘোষণা

Most Popular