Monday, December 23, 2024
Homeপ্রকল্পবাংলার বাড়ির ফাইনাল লিস্ট কিভাবে দেখবেন, SMS পাঠাচ্ছে

বাংলার বাড়ির ফাইনাল লিস্ট কিভাবে দেখবেন, SMS পাঠাচ্ছে

Banglar Bari Status Check: বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা রাজ্য সরকার সম্প্রতি ব্যাংক একাউন্টে পাঠিয়েছে।

অনেকেই আপনারা টাকা পেয়ে গিয়েছেন। অনেকের এখনও ব্যাংকে টাকা ঢোকেনি। আপনার কবে ব্যাংকে টাকা ঢুকবে ? আপনার টাকা ঢুকেছে কিনা , আপনার আদেও টাকা ঢুকবে কিনা কিভাবে বুঝবেন ,

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বর্তমানে যারা বাড়ির টাকা পাবেন তাদেরকে রাজ্য সরকার মেসেজ এর মাধ্যমে জানিয়ে দিচ্ছে । আপনি টাকা পাবেন কি পাবেন না সেই মেসেজে কি বলা হচ্ছে সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ।

মোদি সরকার কথা রাখেনি আবাস প্রকল্পের টাকা দেবার ক্ষেত্রে । রাজ্যের নিজস্ব কোষাগার থেকে বাংলার ১১ লক্ষ প্রান্তিক মানুষকে পাকার বাড়ি তৈরি করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

তিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই আবাস প্রকল্পের টাকা উপভোক্তাদের কে পাঠানো হবে। সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৭ ই ডিসেম্বর বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ির টাকা পাঠানো সূচনা করলেন ।

আরও পড়ুন: বাংলা আবাস যোজনার বাড়ির লিস্ট দেখুন | Bangla Awas Yojana List 2024

কাদের টাকা দিচ্ছে :-

বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে মোট ১২ লক্ষ উপভোক্তাকে বাড়ির টাকা দিচ্ছে। ১১ লক্ষ উপভোক্তা আবাস প্লাস লিস্ট থেকে নেওয়া হয়েছে, বাকি ১ লক্ষ উপভোক্তার নাম যাদের ঝড় বা বৃষ্টিতে ঘর বাড়ি নষ্ট হয়েছিল তাদের থেকে নেওয়া হয়েছে।

মূলত যাদের নাম আবাস প্লাস এলিজিবল লিস্টে রয়েছে তারা টাকা পাবেন, গিভেন্স লিস্টে যাদের নাম রয়েছে তারা টাকা পাবেন, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতির লিস্টে যাদের নাম রয়েছে তারাও টাকা পাবেন (Banglar Bari Status Check) |

আপনি টাকা পাবেন কিনা কিভাবে বুঝবেন:-

বর্তমানে যে ১২ লক্ষ উপভোক্তাদের বাড়ির টাকা দেওয়া হচ্ছে তাদের নামের তালিকা প্রতিটি ব্লক অফিসে (BDO Office) পাঠানো হয়েছে।

ব্লক অফিসের নোটিশ বোর্ডে জনসাধারণের জন্য বাংলার বাড়ির ফাইনাল লিস্ট টাঙ্গিয়ে রাখা হয়েছে।

আপনাদেরকে সেই লিস্ট অফিসে গিয়ে চেক করতে হবে ,দেখতে হবে আপনার নাম রয়েছে কিনা, যদি আপনার নাম থাকে তাহলে বুঝে যাবেন আপনি বাড়ি তৈরির জন্য ১২০০০০ টাকা এইবারে পেয়ে যাবেন ।

SMS পাঠানো হচ্ছে :-

আপনার নামে বাড়ি অনুমোদন হয়ে থাকলে আপনি এবার বাড়ির টাকা পাবেন কি পাবেন না তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে

SMS কি বলা হচ্ছে :-

সুধী আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি (গ্রামীন) গৃহ নির্মাণের জন্য ১২০০০০ টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন । শীঘ্রই প্রথম কিস্তি ৬০০০০ টাকা পাবেন। প্রেরক: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার

Banglar Bari Status Check
Banglar Bari Status Check

SMS না আসলে টাকা কি পাবেন না ?

এসএমএস না আসলেও আপনি বাংলার বাড়ির টাকা ব্যাংক একাউন্টে পেয়ে যেতে পারবেন, তবে আপনার নাম ফাইনাল লিস্টে থাকতে হবে।

আপনার নাম ফাইনাল লিস্টে রয়েছে কিনা সেটি ব্লক অফিসে গিয়ে চেক করতে হবে। যদি ফাইনাল লিস্টে নাম থাকে তাহলে আপনি টাকা পেয়ে যাবেন

টাকা কবে ব্যাংক একাউন্টে ঢুকবে?

১৭ ই ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়েছে, টাকা দেবার লাস্ট ডেট ৩০শে ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যেই আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে।

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে তিন থেকে চার দিন অপেক্ষা করতে বলেছেন তার মধ্যেই অধিকাংশ উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০০০০ টাকা পেয়ে যাবেন |

আরও পড়ুন: ২ কাঠা বিনামূল্যে জমি দিচ্ছে মুখ্যমন্ত্রী, বাড়ি তৈরির জন্য | Bangla Awas Yojana

আরও পড়ুন: পাকা বাড়ি থাকলেও মিলবে আবাস যোজনার টাকা, বড় ঘোষণা মমতার

Most Popular