Thursday, November 21, 2024
Homeচাকরিবিডিও অফিসে কর্মী নিয়োগ শুরু, বিনামূল্যে আবেদন শুরু | Bdo Office Recruitment

বিডিও অফিসে কর্মী নিয়োগ শুরু, বিনামূল্যে আবেদন শুরু | Bdo Office Recruitment

Bdo Office Recruitment: যে সকল প্রার্থীরা ইতিমধ্যে সরকারি চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য রয়েছে একটি বড় ধরনের সুখবর।

ব্লক ডেভেলপমেন্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে। সহকারি অ্যাকাউন্টেন্ট পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

তবে এবার প্রশ্ন হল যে এই পদে আবেদন করার পদ্ধতি কি? আবেদন করার জন্য কি যোগ্যতা থাকতে হবে? প্রভৃতি প্রশ্নের উত্তর জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

Bdo Office Recruitment

পদের নাম- ব্লক ডেভেলপমেন্ট অফিসে সহকারি অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

নিয়োগকারী সংস্থার নাম- ব্লক ডেভেলপমেন্ট অফিস দপ্তর।

বয়স সীমা- এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৬৩ বছর।

শিক্ষাগত যোগ্যতা-

১) প্রার্থীদের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

২) কম্পিউটারে কাজ করার জ্ঞান থাকতে হবে প্রার্থীদের।

মাসিক বেতন-

এই সহকারী অ্যাকাউন্টেন্ট পদে যারা নিয়োজিত হবে তারা প্রতি মাসে বেতন হিসেবে এগারো হাজার টাকা পাবে।

নিয়োগ প্রক্রিয়া-

সহকারী অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হবে কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে।

আরও পড়ুন:- লক্ষ্মীর ভান্ডার নতুন নিয়ম চালু, না মানলে টাকা বন্ধ। Lakhir Bhandar New Rules

আবেদন পদ্ধতি-

১) আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই চাকরির ফর্মটি ডাউনলোড করে A4 সাইজ পেপারে প্রিন্ট করতে হবে।

২) ফর্মটি ভালো করে পড়ে নিজের যাবতীয় তথ্য নির্ভুলভাবে এন্টার করে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

ফর্ম ফিলাপ করার জন্য যে ডকুমেন্টগুলি আবেদনকারীকে জমা দিতে হবে সেগুলি হল –

১) অফিস প্রধান কর্তৃক স্বাক্ষর শেষ বেসিক পে এর সার্টিফিকেট।

২) বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের কপি।

৩) আধার কার্ডের কপি।

৪) ব্লক এলাকার ক্ষেত্রে BDO থেকে আবাসিক শংসাপত্র এবং পৌরসভা এলাকার ক্ষেত্রে SDO কর্তৃক শংসাপত্র।

৫) পেনশন পেপারের স্বপ্রত্যয়িত কপি।

৬)  শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিটের প্রত্যয়িত কপি।

আবেদনের শেষ তারিখ- আবেদনপত্র জমা করতে হবে ০৬/১১/২০২৪ তারিখের মধ্যে।

ইন্টারভিউর তারিখ –

সহকারী অ্যাকাউন্টেন্ট পদের জন্য ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ১২/১১/২০২৪ তারিখের সকাল সাড়ে এগারোটা থেকে। প্রার্থীদের ইন্টারভিউ-এর স্থানে পৌঁছতে হবে উক্ত দিবসের সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে।

OFFICIAL NOTICE:- CLICK HERE

OFFICIAL WEBSITE:- CLICK HERE

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের রোজকার মেলা শুরু, ৫১০০০ শুন্যপদে নিয়োগ | Rojgar Mela 2024

আরও পড়ুন:- লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে, কত হবে? Lakhir Bhandar Latest News

Most Popular