Saturday, December 14, 2024
Homeপ্রকল্পসুখবর: মাসে ৬০০০ টাকা দিবে সরকার, নতুন প্রকল্প চালু

সুখবর: মাসে ৬০০০ টাকা দিবে সরকার, নতুন প্রকল্প চালু

Bima Sakhi Yojana Apply Online: এই বছর শেষ হয়ে নতুন বছর আসছে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর এই নতুন বছর শুরুর আগেই এক বড় ধরনের সুখবর জানালো কেন্দ্র সরকার।

গত সোমবার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পানিপথ থেকে এলআইসি এর বিমা সখী (LIC Bima Sakhi) প্রকল্পের শুভ সূচনা করেছেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে এই প্রকল্পটি আনা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের এলআইসির এজেন্টের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ দেওয়ার সাথে মহিলাদের প্রতি মাসে ৫০০০-৭০০০ টাকা করে দেওয়া হবে। এর পাশাপাশি মহিলারা পাবেন নীতিমালার বিষয়ে কমিশন।

Bima Sakhi Yojana Apply Online

আবেদনের শর্ত

১) ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলারা বিমা সখী (LIC Bima Sakhi) প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

২) মহিলাদের অবশ্যই দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পাবেন কিনা চেক করুন | Bangla Shasya Bima Status Check

কারা আবেদন করতে পারবেন না?

১) যদি কোনো ব্যক্তি এলআইসির কর্মচারী হন তবে তাঁর আত্মীয়রা (স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন ইত্যাদি) এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

২) এল আই সির প্রাক্তন কর্মচারী, প্রাক্তন এজেন্ট এবং বর্তমান এজেন্টরা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন না।

বেতন- বিমা সখী প্রকল্পের মাধ্যমে যারা ট্রেনিং নেবেন তাদের ট্রেনিং চলবে তিন বছর পর্যন্ত।

প্রথম বছর তাদের স্টাইপেন হিসেবে দেওয়া হবে ৭০০০ টাকা, দ্বিতীয় বছর ছয় হাজার টাকা এবং তৃতীয় বছর পাঁচ হাজার টাকা দেওয়া হবে।

এর পাশাপাশি তারা বেতনের অতিরিক্ত কমিশনও আয় করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ এলআইসির শাখায় গিয়ে যোগাযোগ করুন।

আবেদন করার পদ্ধতি :

১) আবেদন করার জন্য ভিজিট করুন https://licindia.in/hi/test2 এই লিংকে।

২) নিজের নাম ঠিকানা গুলি যথাযথ পূরণ করে ফর্ম ফিলাপ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

ফর্ম ফিলাপের সময় প্রার্থীদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি জমা করতে হবে সেগুলি হল

১) বয়সের প্রমাণপত্র

২) ঠিকানার প্রমাণপত্র

৩) মাধ্যমিক পাশের সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড কপি

৪) পাসওয়ার্ড মাপের ছবি।

Bima Sakhi Yojana Apply Online : CLICK HERE

আরও পড়ুন: ই শ্রম কার্ডে মাসে ৩০০০ টাকা ভাতা দিচ্ছে, অনলাইনে আবেদন করুন

আরও পড়ুন: মাসে ৯২৫০ টাকা পাবেন, নতুন প্রকল্প চালু সরকারের

Most Popular