Cochin Shipyard Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে চাকরির সুযোগ। দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। কোচিন শিপয়ার্ড লিমিটেড এর পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।
এখানে Graduate Apprentices, Technician (Diploma) Apprentices স্টাফ নিয়োগ করা হবে। সকল বেকার যুবক যুবতীরা এই পদে আবেদনের জন্য যোগ্য।
আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।
নিয়োগ সংস্থা: কোচিন শিপয়ার্ড লিমিটেড
পোস্টের নামঃ
Graduate Apprentices, Technician (Diploma) Apprentices এই দুটি পদের জন্য কর্মী নেওয়া হচ্ছে। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।
মোট শুন্যপদঃ
১৪০ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে। Graduate Apprentices- পদে ৬৯ জন এবং Technician (Diploma) Apprentices- পদে ৭১ জন।
বয়সসীমাঃ
এই পদগুলিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য ১৮ বছর বা তার বেশি বয়সের যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:– ৭৯৫১ শূন্যপদে ভারতীয় রেলে চাকরির সুযোগ! অনলাইনে আবেদন শুরু| Railway Job Recruitment 2024
যোগ্যতাঃ
Graduate Apprentices পদে আবেদন করতে হলে Engineering বা Technology বিভাগে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী থাকতে হবে। Technician (Diploma) Apprentices পদে আবেদন করার জন্য,
রাজ্য বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Engineering বা Technology বিভাগে ন্যূনতম ৩ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
মাসে স্টাইপেন্ড:
Graduate Apprentices মাসে ১২,০০০ টাকা এবং Technician (Diploma) Apprentices মাসে ১০,২০০ টাকা স্টাইপেন্ড পাবেন।
আবেদন পদ্ধতিঃ
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে, চাওয়া তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে nats.education.gov.in আবেদন করতে হবে ।
রেজিস্ট্রেশনের পর, সার্চে কোচিন শিপয়ার্ড লিমিটেড (COCHIN SHIPYARD LIMITED) লিখে নির্দিষ্ট অপশন সিলেক্ট করলেই আবেদন পেজ খুলে যাবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।
আবেদন শুরু: ইতিমধ্যে আবেদন করা শুরু হয়ে গেছে।
আবেদন শেষঃ যা চলবে আগামী ৩১/০৮/২০২৪ তারিখ পর্যন্ত।
অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিংক (Cochin Shipyard Recruitment 2024) :- CLICK HERE
Official Website: Apply Now
আরও পড়ুন:– ৩২৬৫৯ শুন্যপদে ICDS নিয়োগ শুরু | Icds Recruitment 2024
আরও পড়ুন:– মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, ১২০০০ টাকা মাসিক বেতন | 10th Pass Govt Job
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |