Wednesday, December 11, 2024
Homeঅন্যান্যভয়ংকর ঘূর্ণিঝড় ডানা আসছে, ১৫০ কিমি বেগে ঝড় বইবে | Cyclone Dana...

ভয়ংকর ঘূর্ণিঝড় ডানা আসছে, ১৫০ কিমি বেগে ঝড় বইবে | Cyclone Dana Update

Cyclone Dana Update: সাধারণত দেখা যায় মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাবর্তন কালে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।

এই জন্যই হয়তো এপ্রিল মে থেকে অক্টোবর-নভেম্বর সময় কালকে ঘূর্ণিঝড় প্রবণ সময় বলেই ধরা হয়। পশ্চিমবঙ্গের যখন এবার মৌসুমী বায়ুর আগমন ঘটেছিল তখন কোনো ঘূর্ণিঝড়ের সৃষ্টি না হলেও এবার ফেরার পথে ডানা ঝাপটাবে এই বাংলার বুকে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Cyclone Dana Update

এবার এই ডানা ঝাপটানোর ঘটনাকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গের ৮ টি জেলাকে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর (Cyclone Dana Tracker)।

সোমবার উত্তর আন্দামান শহরে একটি ঘূর্ণাবর্তের আত্মপ্রকাশ ঘটবে। এই ঘূর্ণাবর্তটির নাম দেওয়া হয়েছে ডানা। মঙ্গলবার তা নিম্নচাপের রূপ নেবে। ঐদিনই  গভীর নিম্নচাপ তৈরি হবে (Cyclone Dana Path)।

বুধবার এই গভীর নিম্নচাপ রেখাটি ক্রমশ স্থলভাগের দিকে ধেয়ে আসবে। ঐদিন বিকালে ঘূর্ণিঝড়ের আকার নেবে। এই ঘূর্ণিঝড় রেখাটি মধ্য বঙ্গোপসাগর অতিক্রম করে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে (Cyclone Dana Live)।

দিল্লির মৌসুম ভবন থেকে জানিয়েছে যে উড়িষ্যার উপকূলের দিকে এই ঝড়টি আছড়ে পড়বে। বৃহস্পতিবার দুপুরেই বেহারামপুরের কাছাকাছি কোনো স্থলে এই ঝড়টি ল্যান্ড ফল করবে (Cyclone Dana Live Update)।

আরও পড়ুন : মাসে ১০০০ টাকা দিবে মমতা, নতুনদের টাকা দেওয়া শুরু | Bridha Pension West Bengal

স্থলভাগে পৌঁছানোর সময় এই ঝড়ের গতিবেগ থাকবে ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায়। ল্যান্ড ফল হওয়ার পরে এই ঘূর্ণিঝড়টি তার শক্তি হারাবে। এই ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি পড়বে পুরী, গঞ্জাম গজপতি, খুরদা জেলার উপর (Dana Cyclone Update)।

আবহাওয়াবিদদের মতে এই ঘূর্ণিঝড়টি (Cyclone) আবার দিক পরিবর্তনও করতে পারে সেক্ষেত্রে পুরী জগৎসিংপুর ও কেন্দ্রপাড়া জেলার কাছাকাছি স্থানে এটি ল্যান্ডফল করতে পারে।

প্রথমে গোপালপুরের আশেপাশে ডানা ল্যান্ড ফল করলেও বাংলায় তার প্রভাব খুব একটা বেশি আসবে না। হয়তো পশ্চিম বাংলার কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি ঝিরঝিরে বৃষ্টি হতে পারে।

তবে এই ঘূর্ণিঝড় রেখাটি উত্তরে এগিয়ে এলে আটটি জেলায় এর প্রভাব পড়বে।

ডানার প্রভাব পশ্চিম বাংলার যে আটটি জেলার উপর পড়বে সেগুলি হল পূর্ব ও পশ্চিম মেদনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হাওড়া হুগলি, কলকাতা ও ঝাড়গ্রাম।

এই ডানা উত্তর প্রান্তে এগিয়ে এলে এই আটটি জেলায় ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার এই বৃষ্টি আরো বাড়বে। তবে দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবন উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাস দেখা যাবে।

এই ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য ১৫ টি NDRF টিম  পাঠানো হবে। এর মধ্যে চারটি টিম পশ্চিমবাংলায় আসছে।  পূর্ব মেদনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় তাদের মোতায়েন করা হবে।

আরও পড়ুন : লক্ষীর ভান্ডার বড় ঘোষণা মমতার, কালীপূজার পরেই নতুন চমক | Lakhir Bhander New Update

আরও পড়ুন : কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

Most Popular