Thursday, November 21, 2024
Homeট্রেন্ডিংঘূর্ণিঝড় ডানা হঠাৎ বাঁক নিলো বাংলার দিকে | Dana Cyclone Tracker Live

ঘূর্ণিঝড় ডানা হঠাৎ বাঁক নিলো বাংলার দিকে | Dana Cyclone Tracker Live

Dana Cyclone Tracker Live: বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দানার সম্পর্কে আমরা সকলেই ইতিমধ্যে জেনেছি।

এর আগেই আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল যে উড়িষ্যা এবং সাগরদ্বীপের মাঝখানে এই দানার ল্যান্ড ফল হতে পারে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Dana Cyclone Tracker Live

তবে এই খবর আবহাওয়া দপ্তর থেকে জানালেও তখন ল্যান্ড ফল সম্পর্কে নিশ্চিত ধারণা দিতে পারেনি আবহাওয়াবিদরা। এবার দানার নিশ্চিত ল্যান্ডফল নিয়ে খবর শোনালো, আলিপুর আবহাওয়া দপ্তর।

বাংলার  উড়িষ্যার কোনো একটি স্থলে এই দানার ল্যান্ডফল হবে বলে নিশ্চিত ভাবে জানিয়েছে আবহাওয়াবিদরা। উড়িষ্যার কোনো স্থানের ল্যান্ডফল হওয়ার ফলে আমাদের বাংলার বিভিন্ন জায়গা ক্ষয়ক্ষতির দিক থেকে রেহাই পেতে পারি বলে মনে করা হচ্ছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে আজ মধ্যরাত অর্থাৎ কাল ভোরের দিকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা পুরি ও সাগরদ্বীপের  মধ্যে অতিক্রম করতে  পারে এই ঘূর্ণিঝড়টি।

উড়িষ্যা রাজ্যের ভিতরকণিকা থেকে ধামামার মধ্যে কোথাও ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফল হওয়ার সময় এই সাইক্লোনের গতিবেগ থাকবে ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায় আর সর্বোচ্চ হওয়ার গতিবেগ থাকবে ১২০ কিলোমিটার।

আরও পড়ুন:- কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

দানার ল্যান্ডফলের ফলে বাংলায় কি প্রভাব পড়বে?

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ থেকে 25 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

পশ্চিমবাংলার কোন জেলায় কত ঝড়ের বেগ থাকবে?

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দানার ফলে প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কখনো কখনো এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ  ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে।

শুক্রবার সকালে পূর্ব মেদনীপুরের ঝড়ের গতিবেগ থাকতে পারে১০০- ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায়। সর্বোচ্চ গতিবেগ থাকবে ১২০ কিলোমিটার।

আবার সুন্দরবন ও সাগরদ্বীপে ঝড়ের গতিবেগ থাকবে আশি থেকে নব্বই কিলোমিটার সর্বোচ্চ গতিবেগের পরিমাপ হল ১২০ কিলোমিটার প্রতি ঘন্টায়।

কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনায় ঝড়ের গতিবেগ থাকবে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় আর সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায়।

আরও পড়ুন:- বাড়িতে বসেই আধার কারেকশন, নতুন আধার কার্ড সব সুবিধা | Aadhar Card Online services

আরও পড়ুন:- মোদী, মমতা দিচ্ছে ৬০০০, ৪০০০০ টাকা । কারা কোন প্রকল্পের টাকা পাবে

Most Popular