Diwali Ration List: যাদের কাছে রেশন কার্ড রয়েছে, তাদের জন্য রয়েছে এক আনন্দের খবর!
কালীপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার বাড়তি রেশন দেওয়ার সুবিধা চালু করেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর |
এই অতিরিক্ত রেশন সামগ্রী প্রদান করবে। কোন কার্ডে কত পরিমাণ অতিরিক্ত সামগ্রী মিলবে এবং কোন তারিখ পর্যন্ত পাওয়া যাবে, তা বিস্তারিতভাবে জানানো হলো এই প্রতিবেদনে।
প্রথমে চলুন দেখা যাক, সাধারণ রেশন কার্ডের নিয়মিত বরাদ্দ, তারপর থাকছে কালীপুজো উপলক্ষে অতিরিক্ত সরবরাহের বিস্তারিত।
Diwali Ration List
নিয়মিত বরাদ্দ:
অন্ত্যোদয় রেশন কার্ড (AAY):
1. পরিবার পিছু ২১ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে।
2. পুষ্টিযুক্ত আটা ১৩ কেজি ৩০০ গ্রাম বিনামূল্যে।
3. চিনি ১ কেজি, যা টাকা দিয়ে কিনতে হবে।
অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (PHH):
1. প্রতি কার্ডে ৩ কেজি চাল।
2. প্রতি কার্ডে পুষ্টিযুক্ত আটা ১ কেজি ৯০০ গ্রাম।
বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (SPHH):
1. প্রতি কার্ডে ৩ কেজি চাল।
2. প্রতি কার্ডে পুষ্টিযুক্ত আটা ১ কেজি ৯০০ গ্রাম।
RKSY-১ রেশন কার্ড:
প্রতি কার্ডে ৫ কেজি চাল।
RKSY-২ রেশন কার্ড:
প্রতি কার্ডে ২ কেজি চাল।
আরও পড়ুন:- ৩ মাস ফ্রি ইন্টারনেট দিচ্ছে জিও, অনলাইনে আবেদন করুন | jio free recharge
কালীপুজো উপলক্ষে অতিরিক্ত বরাদ্দ (Diwali Ration List) :
AAY এবং SPHH রেশন কার্ড:
1. ১ কেজি ভর্তুকিযুক্ত ময়দা, যা ৩০ টাকা কেজি দরে দেওয়া হবে।
2. ১ কেজি ভর্তুকিযুক্ত চিনি, যা ৩২ টাকা কেজি দরে পাওয়া যাবে।
PHH, RKSY-১, এবং RKSY-২ কার্ডে :
কালীপুজো উপলক্ষে অতিরিক্ত কোনও সামগ্রী পাওয়া যাবে না।
কবে থেকে পাওয়া যাবে এই সুবিধা:
এই অতিরিক্ত রেশন সুবিধা শুরু হবে ৬ অক্টোবর ২০২৪ থেকে এবং পাওয়া যাবে ৬ নভেম্বর ২০২৪ পর্যন্ত।
নগদ সাহায্য:
লক্ষীর ভান্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের জন্য নগদ সহায়তা:
1. SC ও ST কাস্টের মহিলারা ১২০০ টাকা পেয়ে যাবেন নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ।
2. OBC ও General কাস্টের মহিলারা ১০০০ টাকা পেয়ে যাবেন।
বিশেষ ভাতা:
বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আওতায় থাকা ব্যক্তিরা কালীপূজার পরেই ১০০০ টাকা পাবেন।
এমনই এক মহান উদ্যোগে সমস্ত সুবিধাভোগীদের জন্য রইল শুভেচ্ছা।
Ration Card Online Service :- CLICK HERE
আরও পড়ুন:- ২০২৮ সাল পর্যন্ত ফ্রি রেশন, বিশেষ চাল দিবে। Free Ration New Update
আরও পড়ুন:- লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যাবে ! নতুন নিয়ম চালু | Ration Card
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |