Thursday, December 12, 2024
Homeচাকরিজেলাশাসক দপ্তরে কর্মী নিয়োগ | DPM Recruitment West Bengal

জেলাশাসক দপ্তরে কর্মী নিয়োগ | DPM Recruitment West Bengal

DPM Recruitment West Bengal: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের জেলাশাসক দপ্তরে চাকরির সুযোগ।

দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট ই-গভর্নেন্স সোসাইটি সংস্থার (DPM) তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে District Project Manager পদে স্টাফ নিয়োগ করা হবে।

বেকার যুবক যুবতীরা এই পদে (DPM Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

নিয়োগ সংস্থা: পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট ই-গভর্নেন্স সোসাইটি সংস্থা (DPM)।

পোস্টের নামঃ ডিস্ট্রিক প্রোজেক্ট ম্যানেজার (District Project Manager)।

মোট শুন্যপদঃ এখানে কত জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে। জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

বয়সসীমাঃ  ০১/০৯/২০২৪ তারিখ ধরে যে সকল প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য।

যোগ্যতাঃ

1. এই পদে (DPM Recruitment 2024) আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রী। 

2. কম্পিউটার অপারেটিং-এ ডিপ্লোমা। 

3. BCA বা BCS স্নাতকদের জন্য ডিপ্লোমা প্রয়োজন নয়।

আরও পড়ুন:- পুজোর আগেই ১২ হাজার পুলিশ নিয়োগ!মুখ্যমন্ত্রী দিলেন খুশির খবর| West Bengal Police Recruitment

বেতনঃ

এই পদে (DPM Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে ২৩,৫০০/- টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।

নিয়োগের জায়গা:

এই পদে চাকরি পাওয়া প্রার্থীদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জেলাশাসক অফিসে নিয়োগ প্রদান করা হবে।

আবেদন পদ্ধতিঃ

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে।

অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিক ভাবে ফিলাপ করে নিন।

উপরে উল্লেখিত সবকিছু একসাথে সঠিক ঠিকানায় পোস্ট কুরিয়ার বা ড্রপবক্সের দ্বারা পৌঁছে দিন। নোটিশটি ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

NIC Section, 2nd floor, the office of the District Magistrate, Bankura

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন শুরু:  আবেদন করা শুরু হবে আগামী ২২/১০/২০২৪ তারিখ থেকে।

আবেদন শেষঃ যা চলবে আগামী ২২/১১/২০২৪  তারিখ পর্যন্ত।

অফিসিয়াল নোটিশ : CLICK HERE

DPM Recruitment West Bengal অফিসিয়াল ওয়েবসাইট: CLICK HERE

FORM DOWNLOAD : CLICK HERE

আরও পড়ুন:- মাধ্যমিক পাশে রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ |NABARD Recruitment 2024

আরও পড়ুন:- রাজ্য পুলিশের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ| WBP New Vacancy 2024

Most Popular