Saturday, May 3, 2025
Homeপ্রকল্পদুয়ারে সরকার ক্যাম্প ২০২৫, কবে তারিখ জানিয়ে দিল মমতা

দুয়ারে সরকার ক্যাম্প ২০২৫, কবে তারিখ জানিয়ে দিল মমতা

Duare Sarkar Camp List 2025: ‘দুয়ারে সরকার’ শিবির আবার শুরু! কবে আসছে আপনার এলাকায়? জানুন

রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের আরও সহজে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফের শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ শিবির।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Duare Sarkar Camp List 2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সন্দেশখালিতে এক অনুষ্ঠানে এ ঘোষণা করেন। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই শিবির চলবে।

এটি এমন একটি উদ্যোগ, যা দূরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য খুবই উপকারী, যেখানে সাধারণত সরকারি অফিসে যেতে তাদের বহু কষ্ট করতে হয়।

মুখ্যমন্ত্রী বলেন, “এই শিবিরের মাধ্যমে সরকার সরাসরি মানুষের কাছে যাবে। তারা আর কোনো সরকারি কাজের জন্য শহরের বড় অফিসগুলিতে যেতে হবে না। আমাদের লক্ষ্য, প্রত্যেক মানুষ যেন তার প্রয়োজনীয় পরিষেবা তার বাড়ির কাছে পায়।”

আরও পড়ুন:- লক্ষীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা মমতার | Lakhir Bhandar

এদিকে, মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন, উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে নতুন একটি মহকুমা তৈরি করা হবে, যা স্থানীয় মানুষের জন্য সরকারের আরও দ্রুত এবং দক্ষ পরিষেবা নিশ্চিত করবে।

এর আগে ২০২২ সালে রাজ্যে সাতটি নতুন জেলার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময়ের মধ্যে বসিরহাট ছিল অন্যতম। এই নতুন মহকুমার ঘোষণা নিয়ে তিনি বলেন, “রাজ্যের উন্নতি অব্যাহত রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

সন্দেশখালি এলাকা, যা কয়েক বছর আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে আলোচনায় এসেছিল, সেখানে এই প্রথমবার মুখ্যমন্ত্রীর উপস্থিতি হয়েছে।

সেই সময়ের পর, সন্দেশখালির মানুষের জন্য বিশেষ কিছু করা হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি আরও বলেন, “যেসব এলাকা নদী পেরিয়ে, কঠিন পথ পাড়ি দিয়ে মানুষের যাতায়াত করতে হয়, সেখানে আরও একবার ‘দুয়ারে সরকার’ শিবির করার উদ্যোগ নেওয়া হবে।”

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, শিবিরের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা যেমন কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, পাট্টা প্রদান ইত্যাদি কাজ করা হবে।

তিনি আরও বলেন, “যাঁরা এখনও এই সব সুযোগ গ্রহণ করতে পারেননি, তাদের জন্য এই শিবির হবে। যাতে তারা সহজেই প্রয়োজনীয় সুবিধা পেতে পারে।”

এছাড়া, আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হবে। ১৪, ১৫, ১৬ জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলবে।

তার পর ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন এবং ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের পরই ‘দুয়ারে সরকার’ শিবিরের কার্যক্রম শুরু হবে।

এই উদ্যোগে রাজ্য সরকারের পরিকল্পনা হলো, প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের আরও কাছাকাছি পৌঁছানো এবং তাদের উন্নয়ন ও সুবিধার জন্য সরাসরি কাজ করা।

Duare Sarkar Camp List 2025 Official Website: Click Here

Duare Sarkar Camp List 2025 Check : Click Here

আরও পড়ুন:- রেশনের সঙ্গে এবার নগদ ১০০০ টাকা দিবে সরকার! কাদের জন্য এই সুবিধা?

আরও পড়ুন:- মাধ্যমিক পাশে ২২৪৮ শূন্যপদে কর্মী নিয়োগ। Bpnl Recruitment 2024

Most Popular