Friday, March 14, 2025
Homeপ্রকল্পবৃদ্ধ ভাতা, বিধবা ভাতা প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক

বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক

Duare Sarkar Status Check: আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে কোন প্রকল্পের আবেদন করে থাকেন বা কোন কাজের জন্য ফর্ম জমা করে থাকেন তাহলে তার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন।

যেমন আপনারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, প্রতিবন্ধী কার্ড বা অন্যান্য যে কোন কাজের জন্য যদি আবেদন করে থাকেন তার স্ট্যাটাস আপনারা খুব সহজে হাতে থাকা মোবাইল থেকে চেক করে নিতে পারবেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনার আবেদনটা তারা গ্রহণ করল কিনা বা আপনার আবেদনটা তারা বাতিল করল কিনা সমস্ত কিছুই আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েই চেক করে নিতে পারবেন ।

কিভাবে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা সমস্ত প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব

Duare Sarkar Status Check

কোন কোন প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন:-

১) বিধবা ভাতা

২) বৃদ্ধ ভাতা

৩) রেশন কার্ডের সমস্ত আবেদন

৪) স্বাস্থ্য সাথী কার্ড এর সমস্ত আবেদন

৫) কাস্ট সার্টিফিকেট

৬) শিক্ষাশ্রী

৭) তপশিলি বন্ধু

৮) জয় জোহার

৯) কন্যাশ্রী

১০) রূপশ্রী

আরও পড়ুন:- Land Aadhaar Link: জমির সঙ্গে আধার লিঙ্ক করার অনলাইন পদ্ধতি দেখুন

১১) মানবিক পেনশন 

১২) কৃষক বন্ধু

১৩) ঐক্যশ্রী

১৪) লক্ষ্মীর ভান্ডার

১৫) স্টুডেন্ট ক্রেডিট কার্ড

১৬) ব্যাংকিং রিলেটেড কাজকর্মের স্ট্যাটাস

১৭) আধার কার্ডের আবেদনের স্ট্যাটাস

১৮) জমির মিউটেশন এবং জমির রেকর্ডের ভুল সংশোধনের স্ট্যাটাস

১৯) বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা

২০) প্রতিবন্ধী সার্টিফিকেট

২১) মৎস্যজীবী ক্রেডিট কার্ড

২২) কৃষকদের কিষান ক্রেডিট কার্ড

২৩) পশুপালকদের কিষান ক্রেডিট কার্ড

২৪) উদ্যাম পোর্টালের রেজিস্ট্রেশন

২৫) সেল্ফ হেল্প গ্রুপ

২৬) এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড

২৭) মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন

২৮) জমির পাট্টা আবেদন

২৯) নতুন বিদ্যুৎ কানেকশন এর আবেদন

৩০) বিদ্যুৎ ছাড়ের আবেদন

৩১) ভবিষ্যৎ ক্রেডিট কার্ড

৩২) মেধাশ্রী

৩৩) বাংলা কৃষিসেচ যোজনা আবেদনের স্ট্যাটাস

৩৪) তাঁত শিল্পীদের রেজিস্ট্রেশন

৩৫) ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতির আবেদন

কিভাবে স্ট্যাটাস চেক করবেন (Duare Sarkar Status Check) :-

১) সবার প্রথম আপনাকে গুগল এসে সার্চ করতে হবে দুয়ারে সরকার স্ট্যাটাস চেক । তাহলে প্রথমে যে লিংক পাবেন সেই লিংকে ক্লিক করতে হবে অথবা সরাসরি আপনারা এই লিংকে ক্লিক করুন CLICK HERE

২) তাহলে পরবর্তী পেজে আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং আপনি কোন প্রকল্পের স্ট্যাটাসে করতে চাইছেন সেই প্রকল্পটি সিলেক্ট করতে বলবে।

duare sarkar status check
duare sarkar status check

৩) তারপর সাবমিট করবেন। সাবমিট করলে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি বসিয়ে সার্চ করতে হবে ।

মনে রাখবেন আপনি ক্যাম্পে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়েই আপনাকে সার্চ করতে হবে।

duare sarkar status check
duare sarkar status check

৪) সার্চ করলে আপনার আবেদনের স্ট্যাটাস আপনাকে দেখিয়ে দেবে। আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা বা বাতিল করা হয়েছে কিনা ।

duare sarkar status check

Duare Sarkar Status Check Link : CLICK HERE

আরও পড়ুন:- মাসে ৯২৫০ টাকা পাবেন, নতুন প্রকল্প চালু সরকারের

আরও পড়ুন:- সব কৃষকদের ১০০০০ টাকা দিবে, বাজেটে নতুন প্রকল্প ঘোষণা

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular