Durga Puja 2025 Date: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে বহু পূজোর মধ্যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।
এইবছর অর্থাৎ ২০২৪ সালের দুর্গাপুজো (Durga Puja) সম্প্রতি শেষ হয়েছে। দুর্গাপূজার শেষ হওয়ার সাথে সাথেই পরের বছরের মা আসার জন্য আবার বাঙালি দিন গুনতে থাকে।
এই দিন গোনার আশা নিয়েই বাঙালি বেঁচে থাকে। পুজোর দিনগুলো যেন খুব তাড়াতাড়ি চোখের পলক ফেলার সাথে সাথেই কেটে যায়।
দুর্গাপূজার সময় বৃষ্টি হলে পুজোর আনন্দটাই মাটি হয়ে যায়। বৃষ্টির মধ্যে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা খুবই কষ্টের। এই বছর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল যে পূজোতে বৃষ্টি হবে।
ষষ্ঠীর দিন কোনো কোনো জায়গায় বৃষ্টি নামলেও তারপরের আবহাওয়া খুবই ভাল ছিল যে কারণে বাঙালিরা এই সময় চুটিয়ে আনন্দ করতে পেরেছে।
মা দুর্গা এখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেছেন আবার আসবেন সামনের বছর। তবে এইবারের থেকে সামনের বছরের দুর্গা পুজো আরো আগে অনুষ্ঠিত হবে।
সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই দুর্গাপূজা শুরু হয়ে যাচ্ছে। হয়তো সামনের বছর পুজোর সময় বৃষ্টি হতে পারে। কয়েক বছরের সেপ্টেম্বর মাসের আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে অনুমান করা হচ্ছে যে আগামী বছরও হয়তো পুজোর সময় বৃষ্টি হতে পারে। কারণ বেশ কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে ভারী বৃষ্টি হতে দেখা গেছে।
আরও পড়ুন :- মাসে ৩০০০ টাকা ভাতা সব কৃষকদের দিচ্ছে | অনলাইনে আবেদন করুন
২০২৫ সালে পুজার সময়সূচি :-
দুর্গাপূজা কবে হবে ২০২৫ সালে (Durga Puja 2025 Date) ?
২১শে সেপ্টেম্বর ২০২৫ সালে দুর্গাপুজোর মহালয়া হবে ।
২৮শে সেপ্টেম্বর ষষ্ঠী,
২৯ তারিখে সপ্তমী,
৩০ তারিখে অষ্টমী,
১লা অক্টোবর নবমী,
২রা অক্টোবর দশমী
লক্ষীপূজা কবে হবে (Lakshmi Puja Date 2025)?
২০২৫ সালে ৬ ই অক্টোবর লক্ষ্মী পূজা।
কালীপুজো কবে হবে (Kali Puja Date 2025)?
২০২৫ সালে ২১ অক্টোবর হবে কালীপূজা
গনেশ পুজা কবে হবে (Ganesh Puja Date 2025)?
২৬ আগস্ট হবে গনেশ পুজা
এই দুর্গাপূজার সময় অফিস কাছারি কর্মচারীরা বেশ কয়েকদিনের টানা ছুটি পায়। কেউ কেউ পূজোর ছুটিতে নিজের পরিবার নিয়ে বাইরে বেড়াতে চলে যান। কেউ এবার পরিবারের সঙ্গে বাড়িতেই পূজোর আনন্দে মেতে ওঠেন।
এইবার মহালয়া ২রা অক্টোবর হাওয়ায় গান্ধী জন্মদিনের ছুটিটা পাওয়া যায়নি। আগামী বছরও ২রা অক্টোবর দশমী হওয়ায় সেই দিনের ছুটিটাও কর্মচারীরা আলাদাভাবে পাবেন না।
আরও পড়ুন :- CLICK HERE
আরও পড়ুন :- ২০১৯ সালের আগের গ্যাস কানেকশন থাকলে এই কাজটি করতে হবে
আরও পড়ুন :- পুরুষদের জন্য খুশির খবর! প্রতি মাসে ১০০০ টাকা, পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পে!
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |