Thursday, September 19, 2024
Homeটেক নিউজপুজোতে ৬০০০ টাকা বোনাস দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা | Puja Bonus

পুজোতে ৬০০০ টাকা বোনাস দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা | Puja Bonus

Durga Puja Bonus 2024 West Bengal: পুজোর আগেই বড় ঘোষণা করল রাজ্য সরকার। ৬০০০ টাকা পুজোয় বোনাস দিবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার ।

পুজোয় সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) বোনাস বাড়ালো রাজ্য সরকার (West Bengal Government)। এক ধাক্কায় সিভিক ভলেন্টিয়ারদের ১৩ শতাংশ বোনাস বাড়ানো হল।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

নবান্ন তরফে সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বর্তমান বছরে সিভিকদের ১৩ শতাংশ বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানিয়ে রাখি, শুধু সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধি নয় পাশাপাশি এই বোনাস বৃদ্ধির সুবিধে পাবেন ভিলেজ পুলিশরাও (Village Police) ।

এই বোনাস বছরে একবার দেওয়া হয়ে থাকে। এতদিন পর্যন্ত বোনাস বাবদ ৫৩০০ টাকা হাতে পেতেন সিভিকরা ভলেন্টিয়াররা । এবার এক লাফে সেই ভাতা বাড়ল অনেকটাই।

আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন| Wb Icds Recruitment 2024

এবার পুজোর মাসে পুজোর বোনাস (Durga Puja Bonus 2024 West Bengal) বাবদ অতিরিক্ত ৬০০০ টাকা পাবেন সিভিক ভলান্টিয়াররা। রাজ্য সরকার (West Bengal Government) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে,

কলকাতা পুলিশ (Kolkata Police) ও রাজ্য পুলিশের (West Bengal Police) অধীনে থাকা সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশের জন্য এই বোনাস বাড়ানো হচ্ছে।

এই বছর দুর্গাপুজোর মাসে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়ল ৭০০ টাকা। অর্থাৎ এবার পুজো বোনাস বাবদ ৬০০০ টাকা করে পাবেন সিভিক ভলেন্টিয়াররা ।

প্রসঙ্গত, প্রায় বারোদিন থেকে আর জি কর (Rg Kar News) কাণ্ডে উত্তাল গোটা দেশ। হাসপাতালে কর্মরত ৩১ বছর বয়সী মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় তোলপাড় গোটা বাংলা।

ইতিমধ্যেই নারকীয় এই ঘটনায় গ্রেফতার হয়েছে সঞ্জয় রায় নামের এক সিভিক ভলান্টিয়ার। গ্রেপ্তার হওয়ার পর সময় যত গড়াচ্ছে এই দাপুটে সিভিকের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড সামনে আসছে।

আর জি করের ঘটনার পর লালবাজারের তরফে কলকাতা পুলিশের সমস্ত থানার কর্মরত সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) ক্যারেক্টার সার্টিফিকেট তলব করা হয়েছে।

এর আগেও বহু বার সিভিকদের দাদাগিরির নানা নিদর্শন দেখেছে রাজ্যবাসী। যা নিয়েও জোর বিতর্ক হয়েছিল। আর এই সব কিছুর মধ্যেই সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার।

আরও পড়ুন:- লক্ষীর ভান্ডারের টাকা বাড়তে চলেছে । ১৫০০,২০০০ টাকা দিবে ?

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে ডাটা এন্ট্রি ও পিয়ন পদে কর্মী নিয়োগ | WB Peon Job 2024

Most Popular