Durga Puja Ration List: আপনার যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে খুশির খবর।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অণুপ্রেরণায় দুর্গাপূজা, কালী পূজা,দীপাবলি এবং ছট পূজা উপলক্ষে খাদ্য এবং সরবরাহ দপ্তর অতিরিক্ত রেশন সামগ্রী আপনাদেরকে দেবে।
কোন কার্ডে কত অতিরিক্ত মাল পাবেন, কি কি অতিরিক্ত মাল দেবে, কত টাকা দিয়ে কিনতে হবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে প্রমাণ সমেত আমরা আলোচনা করব
প্রথমে আলোচনা করব অক্টোবর মাসে সাধারন ভাবে কোন কার্ডে কত রেশন পাবেন, তারপর আলোচনা করব পূজার জন্য অতিরিক্ত কোন কার্ডে কত মাল দেবে
অন্ত্যেদয় রেশন কার্ড (AAY) :-
১) এই রেশন কার্ড চাল দেবে ২১ কেজি পরিবার পিছু সম্পন্ন বিনামূল্যে ।
২) পুষ্টি যুক্ত আটা দেবে ১৩ কেজি ৩০০ গ্রাম পরিবার পিছু সম্পন্ন বিনামূল্য ।
৩) চিনি দেবে ১ কেজি পরিবার পিছু এটি টাকা দিয়ে কিনতে হবে ।
অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (PHH):-
১) এই রেশন কার্ডে প্রতি কার্ড পিছু ৩ কেজি করে চাল দেওয়া হবে ।
২) পুষ্টিযুক্ত আটা ১ কেজি ৯০০ গ্রাম প্রতি কার্ডে দেওয়া হবে
আরও পড়ুন: পুজোর চমক রেশনে! কোন কার্ডে কত কিলো অতিরিক্ত সামগ্রী | Ration Card List
বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (SPHH) :-
১) এই রেশন কার্ডে প্রতি কার্ড পিছু ৩ কেজি করে চাল দেওয়া হবে ।
২) পুষ্টিযুক্ত আটা ১ কেজি ৯০০ গ্রাম প্রতি কার্ডে দেওয়া হবে
RKSY -১ রেশন কার্ড:-
১) শুধুমাত্র প্রতি কার্ডের জন্য ৫ কেজি চাল দেওয়া হবে।
RKSY-২ রেশন কার্ড:-
১) প্রতি কার্ড অনুযায়ী ২ কেজি চাল দেওয়া হবে
Durga Puja Ration List
এবার আলোচনা করব পূজার জন্য অতিরিক্ত কোন কার্ডে কি মাল দেবে:-
AAY রেশন কার্ড:-
১) এই কার্ডে পূজার জন্য অতিরিক্ত মাল দেওয়া হবে ১ কিলো ভর্তুকিযুক্ত ময়দা ৩০ টাকা কিলো দরে দেওয়া হবে।
২) ১ কিলো ভর্তুকিযুক্ত চিনি ৩২ টাকা কিলো দরে দেওয়া হবে।
SPHH রেশন কার্ডে:-
১) এই কার্ডে পূজার জন্য অতিরিক্ত মাল দেওয়া হবে ১ কিলো ভর্তুকিযুক্ত ময়দা ৩০ টাকা কিলো দরে দেওয়া হবে।
২) ১ কিলো ভর্তুকিযুক্ত চিনি ৩২ টাকা কিলো দরে দেওয়া হবে।
PHH, RKSY-১, RKSY-২ এই ধরনের রেশন কার্ডে পুজার জন্য অতিরিক্ত কোন মাল দেওয়া হবে না অতিরিক্ত মাল শুধুমাত্র AAY, SPHH এই কার্ডে দেওয়া হবে না।
কত তারিখ পর্যন্ত দিবে:-
পুজোর জন্য অতিরিক্ত রেশন এই পরিষেবাটির পাওয়া যাবে ৬ অক্টোবর ২০২৪ থেকে ৬ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।
১০০০,১২০০ টাকা কারা পাবে:-
১) লক্ষীর ভান্ডার প্রকল্পে SC এবং ST কাস্টের মহিলারা দুর্গাপূজার আগেই ১২০০ টাকা ব্যাংক একাউন্টে পাবেন ।
২) OBC এবং GENERAL কাস্টের মহিলারা দুর্গাপুজোর আগেই ব্যাংক একাউন্টে ১০০০ টাকা পাবেন।
৩) বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে ১০০০ টাকা ভাতা দুর্গাপূজার আগেই ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন
RATION CARD OFFICIAL WEBSITE: CLICK HERE
আরও পড়ুন: পুজোতে টাকার চিন্তা নয়! আবেদন করুন এই প্রকল্পে! Pm Mudra Loan
আরও পড়ুন: Ration Card Correction Online: মাত্র এক সেকেন্ডে রেশন কার্ড সংশোধন করুন
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |