Friday, July 5, 2024
Homeকৃষক সংক্রান্তবড়ো খবর: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা...

বড়ো খবর: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা করুন

Farmer Pension Scheme: রাজ্যের কৃষকদের জন্য খুবই খুশির খবর । কৃষকরা প্রতি মাসে ১০০০ টাকা ভাতা পেয়ে যাবেন। কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের কথা মাথায় রেখে কৃষকদের স্বার্থে নানান জনমুখী প্রকল্প চালু করেছে । যেমন কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মাননীতি প্রকল্প। এই প্রকল্পে বছরে কৃষকদের ৬০০০ টাকা দেয়া হয় । এরই সাথে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প রয়েছে । যেই প্রকল্পে কৃষকদের ন্যূনতম ৪০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০০ টাকা বছরে দেওয়া হয়।

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প কৃষকদের জন্য চালু হলো । যে প্রকল্পে কৃষকরা প্রতিমাসে ১ হাজার টাকা ভাতা পাবেন। কিভাবে আবেদন করবেন, কি কি কাগজ জমা দিতে হবে , আবেদনের শর্ত কি রয়েছে, কারা টাকা পাবে, কারা পাবেনা, ফর্ম কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো

Farmer Pension Scheme কিভাবে আবেদন করবেন:-

এই প্রতিবেদনের নিচেই ফর্ম ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে । সেই লিংকে ক্লিক করে আপনারা ফর্ম ডাউনলোড করে নেবেন অথবা কৃষি দপ্তর থেকে ফর্ম নেবেন।

১) ফর্মে আপনার নাম, পিতার নাম, বয়স ও ঠিকানা দেবেন।

২) ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার ও জমির তথ্য লিখতে হবে।

৩) ফর্মের দ্বিতীয় অংশে গ্রাম পঞ্চায়েত প্রধানের সই, ভূমি দপ্তরের রেভিনিউ অফিসারের সই , ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয়ের সই এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এর সই করাতে হবে।

৪) ফর্মের নির্দিষ্ট অংশে কৃষককে সই করতে হবে তারপর এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে কৃষি অফিসে জমা করবেন।

আরও পড়ুন:- Pm Surya Ghar Muft Bijli Yojana: বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে মোদী, অনলাইনে আবেদন করুন

কি কি কাগজ জমা করতে হবে :-

১) ভোটার কার্ডের জেরক্স ।

২) আধার কার্ডের জেরক্স ।

৩) প্রতিবন্ধী সার্টিফিকেট জেরক্স ( যদি থাকে)

৪) কাস্ট সার্টিফিকেট জেরক্স (যদি থাকে)

৫) জমির রেকর্ড এর জেরক্স

৬) ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স

কত টাকা দেবে :-

এই কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পে কৃষকদের প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। বিভিন্ন ব্লক অনুযায়ী সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি শ্রেণীদের কৃষক,বর্গাদার ও ভূমিহীন ক্ষেতমজুর সকলের জন্যই আলাদা আলাদা শূন্য পদ ধার্য করা হয়েছে।

আরও পড়ুন:- Anganwadi Recruitment 2024 : ICDS এ ৩৫০০০ হাজার শূন্যপদে অনলাইন আবেদন শুরু

Farmer Pension Scheme আবেদনের শর্ত :-

১) ০১-০১-২০২৪ তারিখ অনুযায়ী বয়স ন্যূনতম ৬০ বছর হতে হবে । শারীরিকভাবে অক্ষম ( Physically Challenged) হলে ৫৫ বছর হলে আবেদন করা যাবে।

২) কমপক্ষে পশ্চিমবঙ্গে ১০ বছর বসবাস করে থাকতে হবে।

৩) আপনার নিজের নামে জমি থাকলে ১ একর এর বেশি জমি থাকা চলবে না, আর আপনি যদি বর্গাদার হন তাহলে ২ একর এর বেশি জমি থাকা চলবে না । এছাড়াও ভূমিহীন ক্ষেতমজুর যারা তারাও আবেদন করতে পারবে অর্থাৎ জমি না থাকলেও আবেদন করা যাবে

৪) জীবনধারণের জন্য অন্য কোন সংস্থান নেই। কিংবা নিকট আত্মীয় কেউ দেখভাল করেন না ।

৫) রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অথবা তাদের দ্বারা পরিচালিত/ পোষিত কোন সংস্থা থেকে কোন প্রকার ভাতা বা আর্থিক সাহায্য পাননা । তাহলে আবেদন করতে পারবেন

কারা টাকা পাবে:-

উপরে যে শর্তগুলোর কথা বললাম এই শর্তগুলি যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে একমাত্র তারাই এই কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পে প্রতি মাসে ১ হাজার টাকা পাবেন।

কারা টাকা পাবে না:-

১) যদি আপনার এক একরের বেশি জমি থাকে তাহলে আপনি টাকা পাবেন না ,যদি আপনি দুই একর এর বেশি জমি চাষ করেন বর্গাদার হিসাবে তাহলেও আপনি টাকা পাবেন না।

২) এছাড়াও যদি আপনি রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের অন্যান্য কোন প্রকল্পের ভাতা পান ( সেটা বার্ধক্য ভাতা হতে পারে, কৃষক বন্ধু হতে পারে) তাহলে আপনি টাকা পাবেন না।

আরও পড়ুন:- Wb Civic Volunteer Recruitment 2024 :১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ রাজ্য!

কোথায় আবেদন জমা করতে হবে:-

এই প্রকল্পে আবেদন স্থানীয় ব্লকের সহ কৃষি অধিকর্তা অথবা মহকুমা সহ কৃষি অধিকর্তা (প্রশাসন ) অথবা জেলার উপকৃষি অধিকর্তা (প্রশাসন) এর অফিসের জমা করতে হবে।

Farmer Pension Scheme ফর্ম কোথায় পাবেন:-

এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদেরকে একটি ফ্রম জমা করতে হবে। সেই ফর্মটি স্থানীয় ব্লকের সহ কৃষি অধিকর্তা অথবা মহকুমা সহ কিছু অধিকত্তা (প্রশাসন) অথবা জেলার সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) এই অফিস থেকে বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের সুবিধার জন্য আমরা ফর্মটি ডাউনলোড করার লিংক নিচে দিয়ে রেখেছি সেখান থেকে ডাউনলোড করে নেবেন।

আরও পড়ুন:- ইন্টারভিউ এর মাধ্যমে BDO অফিসে সুপারভাইজার নিয়োগ, বেতন মাসে ১০ হাজার টাকা

আরও পড়ুন:- Pm kisan Status Check 2024 : কৃষকদের টাকা দেবার তারিখ ঘোষণা হয়ে গেলো

Form Download:- DOWNLOAD

ফর্ম ডাউনলোড :- CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular