Saturday, December 14, 2024
HomeচাকরিGroup D Recruitment 2024: এইট পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন...

Group D Recruitment 2024: এইট পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

Group D Recruitment 2024: এইট পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুনরাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত খুশির খবর ।এবার জেলা আদালতের পক্ষ থেকে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । এই শূন্য পদে ইতিমধ্যেই আবেদন নেওয়া শুরু হয়েছে । চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ সহ বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।


নোটিশ নাম্বার:- 22/DRC


১) পদের নাম:- গ্রুপ ডি (Group D) (Peon, Farash, Night Guard)

মোট শূন্যপদ:- ২৭ টি

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

শিক্ষাগত যোগ্যতা:- গ্রুপ ডি পদে আবেদন করার জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে কেবলমাত্র এইট পাস হতে হবে ।

বেতন:- রাজ্য সরকারের পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে ১৭০০০ টাকা থেকে ৪৩৬০০ টাকা


২) পদের নাম:- প্রসেস সার্ভার (Process Server)

মোট শূন্যপদ:- ৬ টি

মাসিক বেতন:- ২১০০০ থেকে ৫৪০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা:- প্রসেস সার্ভার (Process Server) পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে।


আরও পড়ুন:- গ্রুপ সি পদে অনলাইন আবেদন শুরু হলো, এক্ষুনি আবেদন করুন।

৩) পদের নাম:-  গ্রুপ সি (Group C) LDC

মোট শূন্যপদ:- ৩২ টি

শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এছাড়াও ভালো টাইপিং স্পিড থাকতে হবে এবং কম্পিউটার ট্রেনিং (Computer Training) কোর্সের সার্টিফিকেট থাকতে হবে ।

মাসিক বেতন:- ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা।


৪) পদের নাম:-  UDC (Group B) ( গ্রুপ বি)

মোট শূন্যপদ:- ৭ টি

শিক্ষাগত যোগ্যতা :- এই শূন্য পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস থাকতে হবে । এছাড়াও ভালো টাইপিং স্পিড থাকতে হবে এবং কম্পিউটার ট্রেনিং (Computer) সার্টিফিকেট থাকতে হবে।

মাসিক বেতন:- ২৮৯০০ টাকা থেকে ৭৪৫০০ টাকা

বয়স:- 

উপরে যে সকল পদের নাম বললাম সমস্ত পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৪০ বছর। কেবলমাত্র UDC পদে আবেদনের ক্ষেত্রে বয়স ৩২ বছরের বেশি হওয়া চলবে না | আবেদন করার জন্য নূন্যতম বয়স ১৮ হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি এনাদের বয়সের ছাড় দেওয়া হয়েছে।


আরও পড়ুন:- Karmabandhu Job 2024: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে কর্মবন্ধুর চাকরি, এক্ষুনি আবেদন করুন


আবেদন পদ্ধতি (Group D Recruitment 2024) :-

চাকরি প্রার্থীদের এই শূন্য পদে আবেদন করার জন্য অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে । এই প্রতিবেদনের নিচেই অনলাইনে আবেদন করার লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিংকে ক্লিক করে এপ্লাই অনলাইন (Apply Online) অপশন এ ক্লিক করে প্রথমে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে  । তারপর অনলাইনে আবেদন পত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ফাইনাল সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।


আবেদনের জন্য কত টাকা লাগবে:- 

প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনের ফি আলাদা আলাদা রয়েছে। সংরক্ষিত এবং অসংরক্ষিত ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা ফি লাগবে । আবেদন ফি ১৫০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকার মধ্যে রয়েছে । বিস্তারিত আবেদন ফি নোটিস ডাউনলোড করে দেখে নেবেন নোটিশ ডাউনলোড করার লিংক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে।


গুরুত্বপূর্ণ তারিখ:-

Group D Recruitment 2024 এই শূন্য পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ২০ আগস্ট ২০২৪ এর মধ্যে আবেদন করতে হবে


নোটিশ ডাউনলোড করুন :- CLICK HERE


আবেদন করার লিঙ্ক:- CLICK HERE


অফিসিয়াল ওয়েবসাইট:- CLICK HERE


আরও পড়ুন:- ৩২০০০ শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন

Most Popular