Thursday, December 12, 2024
Homeটেক নিউজপ্যান কার্ড ২.০ ফ্রিতে দিচ্ছে সরকার, অনলাইন আবেদন করুন

প্যান কার্ড ২.০ ফ্রিতে দিচ্ছে সরকার, অনলাইন আবেদন করুন

How To Apply Pan Card 2.0: সাম্প্রতিক সময়ে সবথেকে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে প্যান কার্ড তৈরির ঘটনাটি।

এই নতুন প্যান কার্ড টি কিভাবে পাওয়া যাবে? কিভাবেই বা আবেদন করতে হবে? এই সকল প্রশ্ন নিয়ে মানুষের মনে একাধিক প্রশ্ন জন্ম নিয়েছে। এই প্রশ্নের উত্তর দেওয়া হবে আজকের এই আর্টিকেলের মাধ্যমে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পুরনো প্যান কার্ডের বদলে  কেন্দ্র সরকারের তরফ থেকে সম্প্রতি আনা হচ্ছে PAN 2.0। ২০২৪ সালের ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি আয়কর বিভাগের প্যান ২.০ প্রকল্পকে অনুমোদন দেয়।

এই প্রকল্পে বলা হয়েছিল প্যান কার্ড উপভোক্তাদের কার্ডের নম্বরটি এক রেখে তাদের প্যান কার্ড টি আপডেট করতে হবে।

এই প্যান কার্ডটিকে আপডেট করার জন্য উপভোক্তাকে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। এই প্যান কার্ড ২.০ তে একটি কিউআর কোড থাকবে।

আরও পড়ুন: মাসে ৯২৫০ টাকা পাবেন, নতুন প্রকল্প চালু সরকারের

আগের প্যান কার্ডের চেয়ে এটি আরও উন্নত এবং আরও সুরক্ষিত।

How To Apply Pan Card 2.0

সব থেকে বড় কথা হল ই-মেইল এর মাধ্যমে প্যান কার্ডটি পাওয়া যাবে। আর এর জন্য কিভাবে আবেদন করতে হবে সেটি দেখে নিন-

১)  নতুন প্যান কার্ড পেতে, আপনাকে প্রথমে এনএসডিএল https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

২) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য যেমন ডেট অফ বার্থ, আধার কার্ডের নম্বর, প্যান কার্ডের নম্বর প্রভৃতি ইনপুট করতে হবে।

৩) এরপর টিকবক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

৪) আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। ওখানে আপনার তথ্যগুলি পুনর্বার যাচাই করে নেবেন।

৫) প্যান কার্ডের সাথে লিংক থাকা মোবাইল নম্বরে ওটিপি আসবে ওই ওটিপিটি নির্ভুলভাবে ইনপুট করতে হবে।

৬) নতুন প্যান কার্ডের আপডেট করার আধ ঘন্টার মধ্যেই আপনার ইমেইল আইডিতে প্যান কার্ড 2.0 চলে আসবে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী ৫ টি প্রকল্পের উপভোক্তা বাড়ালো, সবাই টাকা পাবেন

আরও পড়ুন: মাধ্যমিক পাশে পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু, Wb Panchayat Job

Most Popular