Friday, November 22, 2024
Homeচাকরি৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন চলছে দেখুন

৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন চলছে দেখুন

Icds Job Vacancy 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর। আপনারা অনেকেই অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) অথবা অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) অর্থাৎ ICDS এর চাকরি করতে চান ।

অনেকেই নানান সময় প্রশ্ন করেন আপনাদের জেলাতে বা আপনাদের ব্লকে কখন অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদে আবেদন নেওয়া হবে ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে ৩২ হাজার ৬৫৯ টি শূন্য পদে ICDS কর্মী নিয়োগ করা হবে ।

জেলায় জেলায় সেই লক্ষ্য পূরণের জন্য ইতিমধ্যেই অনেক জেলাতে অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ এর আবেদন নেওয়া শুরু হয়েছে। বর্তমানে কোন কোন জেলায় আবেদন নেওয়া চলছে, কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি রয়েছে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব

শূন্যপদের নাম :-

অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper)

মোট শূন্যপদ:-

সমগ্র রাজ্যজুড়ে ৩২৬৫৯টি শূন্যপদে ICDS কর্মী নিয়োগ করা হবে  । এবার প্রত্যেকটি জেলা বা প্রত্যেকটি ব্লকে আলাদা আলাদা শূন্য পদ রয়েছে

শিক্ষাগত যোগ্যতা:-

অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS Recruitment 2024) পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে । এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে।

বয়স সীমা:-

এই পদে চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

কিভাবে ICDS চাকরিতে নিয়োগ হয়:-

এই চাকরিতে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হয় চাকরিপ্রার্থীদের। লিখিত পরীক্ষা থাকে ৯০ নাম্বারের । তারপর চাকরিপ্রার্থীদের ১০ নাম্বারের ইন্টারভিউ নেওয়া হয়। যে সকল চাকরি প্রার্থীরা সফল হয় তারা চাকরি পায়।

কিভাবে আবেদন করবেন (Icds Job Vacancy 2024):-

জেলা অনুযায়ী আবেদনের পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে । মূলত দুটি পদ্ধতিতে আবেদন নেওয়া হয়ে থাকে কিছু জেলায় অনলাইনে আবেদন করা যায় , আবার কিছু জেলায় অফলাইনে ফর্ম জমা করতে হয়।

বর্তমানে কোন কোন জেলায় আবেদন চলছে:-

বর্তমানে যে সকল জেলায় আইসিডিএস কর্মী (Anganwadi Worker) এবং আইসিডিএস সহায়িকা (Anganwadi Helper) পদে নিয়োগ চলছে, নিচে সেই সকল জেলার লিংক দেওয়া রয়েছে আপনারা লিংকে ক্লিক করবেন তাহলে সেই জেলার নিয়োগ সম্পর্কে সমস্ত তথ্য জানতে পেরে যাবেন

১) বাঁকুড়া জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন (Expire) :- CLICK HERE

২) কোচবিহার জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন (Expire):- CLICK HERE

৩) উত্তর 24 পরগনা জেলা সম্পর্কে বিস্তারিত দেখুন (Expire):- CLICK HERE

৪) দক্ষিণ দিনাজপুর জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন (Expire):- CLICK HERE

৫) পশ্চিম বর্ধমান জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন:- CLICK HERE

৬) নদীয়া জেলার আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন:- CLICK HERE

বর্তমানে এই জেলাগুলিতেই আবেদন নেওয়া চলছে। খুব শিগগিরই অন্যান্য জেলাতেও আবেদন নেওয়া চলবে। যখনই অন্যান্য জেলাতে আবেদন নেওয়া চলবে আমরা আপনাদেরকে সেই তথ্য জানিয়ে দেবো । অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ।

Most Popular