Saturday, December 14, 2024
HomeচাকরিIcds Recruitment 2024 : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন...

Icds Recruitment 2024 : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন

Icds Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর । একসঙ্গে ২৭ টি বিডিও অফিসে প্রচুর পরিমাণে অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS WORKER) এবং সহায়িকা (ICDS HELPER) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা রয়েছে, বয়স কত লাগবে, বেতন কত টাকা দেয়া হবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো

পদের নাম:- অঙ্গনওয়াড়ি কর্মী  (ICDS WORKER) এবং  অঙ্গনওয়াড়ি  সহায়িকা (ICDS HELPER)

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বয়স:-

চাকরি প্রার্থীদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করার জন্য বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে । এছাড়াও এসসি, এসটি রা বয়সে পাঁচ বছরের ছাড় পাবে । ওবিসিরা বয়সের তিন বছরের ছাড় পাবে।

আরও পড়ুন:- ডাক বিভাগে কর্মী নিয়োগ শুরু, ৩০০০০ টাকা মাসে বেতন : Indian Post Office Recruitment 2024

শিক্ষাগত যোগ্যতা:- 

আগে অষ্টম শ্রেণী পাস করলেই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করা যেত এবং উচ্চ মাধ্যমিক পাস করলে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করা যেত কিন্তু বর্তমানে কেন্দ্র সরকার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা উভয় পদের আবেদনের জন্যই যোগ্যতা রেখেছে উচ্চমাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে তবেই এই পদে আবেদন করতে পারবেন ।

কিভাবে আবেদন করবেন (Icds Recruitment 2024) :- 

চাকরিপ্রার্থীদের এই শূন্য পদে আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য  এই প্রতিবেদনের নিচে দেওয়া লিংকে ক্লিক করবেন । তারপর আপনাদের সমস্ত তথ্য ফিলাপ করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করবেন। সমস্ত কিছু যাচাই করে নেওয়ার পর ফাইনাল সাবমিট করবেন

কি কি কাগজ প্রয়োজন:- 

১) বয়সের প্রমাণপত্র

২) জাতিগত শংসাপত্র

৩) শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট

৪) আধার কার্ড অথবা ভোটার কার্ড

৫) শিক্ষাগত যোগ্যতার মার্কসিট

৬) পাসপোর্ট রঙিন ছবি

৭) আবেদনকারীর সই

৮) এছাড়াও অন্যান্য কাগজ থাকলে দিতে পারেন।

আরও পড়ুন:- BDO অফিসে কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্টি অপারেটরের নিয়োগ, ১১০০০ টাকা মাসিক বেতন

কিভাবে নিয়োগ হবে (Icds Recruitment 2024) :- 

চাকরিপ্রার্থীদের প্রথমে ৯০ নাম্বারের লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষায় পাস করলে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেয়া হবে ১০ নাম্বারের। ইন্টারভিউ এ যে সমস্ত প্রার্থী সিলেক্ট হবে তাদেরকে নিয়োগ করা হবে।

লিখিত পরীক্ষার সিলেবাস:-

১) স্থানীয় ভাষায় ১৫০ টি শব্দের মধ্যে একটি রচনা লিখন ( অষ্টম শ্রেণী মানের ) – ১৫ নাম্বার

২) পার্টি গণিত (অষ্টম শ্রেণী মানের) – ২০ নাম্বার

৩) পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন- ১৫ নম্বর।

৪) ইংরেজি ( সরল ও প্রাথমিক জ্ঞান ), সরল অনুবাদ (অষ্টম /নবম শ্রেণী মানের) – ২০ নাম্বার

৫) সাধারণ জ্ঞানের প্রশ্ন- ২০ নাম্বার।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:-

এখানে দুটি জেলাতে বর্তমানে আবেদন শুরু হয়েছে প্রথম জেলার আবেদন ৩১ শে মার্চ ২০২৪ তারিখে মধ্যে করতে হবে । অপর জেলাটির আবেদন ২ রা এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে।

আরও পড়ুন:- Kolkata Police Constable Recruitment 2024 : কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ আবেদন শুরু

আরও পড়ুন:- Caa Online Application: CAA আইন কি? কারা নাগরিকত্ব পাবে? শর্ত কি ,কিভাবে আবেদন করবেন দেখুন

Notice 1 Download:-

CLICK HERE

Notice 2 Download:-

CLICK HERE

ONLINE APPLY:- CLICK HERE

Most Popular