Icds Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর ।এতদিন আপনারা যে জন্য অধীর আগ্রহে বসেছিলেন এবার সেই অপেক্ষা শেষ হতে চলেছে ।
রাজ্যে ৩২৬৫৯ টি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ শুরু হচ্ছে। এইদিন বিধানসভায় রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়ে দিলেন রাজ্যে ৩২৬৫৯ টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে।
ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলাতে অনলাইনে এবং অফলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে কবে থেকে আবেদন নেওয়া শুরু হবে, যোগ্যতা কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদন করার লিংক, ফর্ম ডাউনলোড করার লিংক সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো
পদের নাম:- Anganwadi Worker ( অঙ্গনওয়াড়ি কর্মী ) এবং Anganwadi Helper (অঙ্গনওয়াড়ি সহায়িকা)
শূন্যপদ :-
মোট ৩২ হাজার ৬৫৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী ( Anganwadi Worker) এবং সহায়িকা (Anganwadi Helper) পদে নিয়োগ করা হবে । এরমধ্যে ২০৬৩১ জন অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে এবং ১২০২৮ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে।
বয়স:-
অঙ্গনওয়াড়ি হেল্পার (Anganwadi Helper) এবং অঙ্গনওয়াড়ি কর্মী ( Anganwadi Worker) উভয় পদে আবেদন করার জন্য ১৮ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এছাড়াও SC,ST,OBC দের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা কত লাগবে:-
অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী এই দুই পদেই আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যে কোন সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
বেতন কত দেওয়া হবে :-
অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসে ৬৮০০ টাকা বেতন দেয়া হয় এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসে ৯০০০ টাকা বেতন দেওয়া হয়।
কিভাবে নিয়োগ করা হবে (Icds Recruitment 2024) :-
এই পদে চাকরি পাওয়ার জন্য চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষাটি 90 নাম্বারের হবে । এই পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ নেওয়া হবে ১০ নম্বরের । সফল হলে চাকরি পাবেন
লিখিত পরীক্ষার সিলেবাস:-
1) মাতৃভাষায় একটি প্রবন্ধ ১৫০ টি শব্দের মধ্যে (ক্লাস- এইট) – ১৫ নাম্বার
2) পাটিগণিত (M.C.Q, ক্লাস- এইট) – ২০ নাম্বার
3) পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা- ১৫ নাম্বার
4) ইংরেজি- ২০ নাম্বার
5) সাধারণ জ্ঞান- ২০ নাম্বার
কিভাবে আবেদন করবেন (Icds Recruitment 2024):-
জেলা ভিত্তিক অঙ্গনওয়াড়ি পদে আবেদন করার পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে। মূলত দুটি পদ্ধতিতে আবেদন করা যায় অনলাইন এবং অফলাইন। অনলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয় ।
আর অফলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নির্দিষ্ট অফিসে আবেদন জমা করতে হয়।
বর্তমানে বেশ কিছু জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন নেওয়া চলছে সেগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:-
বাঁকুড়া জেলার আবেদন:-
অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন:- CLICK HERE
ফর্ম ডাউনলোড করার লিঙ্ক- CLICK HERE
কোচবিহার জেলার আবেদন (Icds Recruitment 2024 West Bengal) :-
Mathabhanga 2 : Download
Mathabhanga-1: Download
Sitalkuchi : Download
Dinhata II: Download
Main Notice :- Download
অনলাইন আবেদন করার লিংক:- Click Here
উত্তর ২৪ পরগনা জেলার আবেদন (Icds Recruitment 2024):-
টিস ডাউনলোড করার লিংক:- CLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটের লিংক:- CLICK HERE
অনলাইন আবেদন করার লিংক:- CLICK HERE
অন্যান্য জেলার আবেদন নেওয়া খুব শীঘ্রই শুরু হবে ।যখনই শুরু হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো । অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটস অ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকবেন।
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |