Tuesday, December 3, 2024
Homeচাকরি৩২৬৫৯ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন : Icds Recruitment...

৩২৬৫৯ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন : Icds Recruitment 2024

Icds Recruitment 2024 West Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খুশির খবর শোনালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা । রাজ্যে এবার বিরাট কর্মসংস্থান।

৩২৬৫৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে। এই ঘোষণাই করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এরমধ্যে ১২ হাজার ২৮ জন অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) পদে ২০ হাজার ৬৩১ জন নিয়োগ করা হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

মন্ত্রী বিধানসভায় জানান জেলা অনুযায়ী আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তার নিয়োগ দ্রুত শুরু হবে  । ইতিমধ্যেই অনেকগুলি জেলাতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে ও অফলাইনে আবেদন নেওয়াও শুরু হয়েছে ।

বর্তমানে কোন কোন জেলায় আবেদন চলছে , আবেদন করার যোগ্যতা কি রয়েছে, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, নোটিশ কিভাবে ডাউনলোড করবেন, ফর্ম কিভাবে পাবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো

নোটিস নাম্বার :- 

জেলা অনুযায়ী আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুতরাং নোটিস নাম্বার আলাদা আলাদা রয়েছে


পদের নাম:-

অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper)

মোট শূন্যপদ:-

৩২৬৫৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে। এরমধ্যে ১২ হাজার ২৮ জন অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) পদে ২০ হাজার ৬৩১ জন নিয়োগ করা হবে। এই শূন্যপদের  মধ্যে জেলাভিত্তিক এবং ব্লকভিত্তিক আলাদা আলাদা শূন্য পদে নিয়োগ হবে ।

বয়স:-
অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) পদে  আবেদন করার জন্য ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে । এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসিরা বয়সে ছাড় পাবে।


শিক্ষাগত যোগ্যতা:-
অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই দুটি পদেই আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।


বেতন:-
অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ভাতা দেওয়া হয় । একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে ৬৮০০ টাকা বেতন পান এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী মাসে ৯০০০ টাকা বেতন পান।

নিয়োগের পদ্ধতি:-
এই পদে চাকরি পাওয়ার জন্য চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হয় । লিখিত পরীক্ষার নাম্বার থাকে ৯০ । লিখিত পরীক্ষায় সফল হলে ১০ নাম্বারের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। সফল হলে চাকরি পাবে পরীক্ষার্থীরা।

অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে লিখিত পরীক্ষার সিলেবাস:-

1) মাতৃভাষায় একটি প্রবন্ধ ১৫০ টি শব্দের মধ্যে (ক্লাস- এইট) – ১৫ নাম্বার
2) পাটিগণিত (M.C.Q, ক্লাস- এইট) – ২০ নাম্বার
3) পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা- ১৫ নাম্বার
4) ইংরেজি- ২০ নাম্বার
5) সাধারণ জ্ঞান- ২০ নাম্বার

অঙ্গনওয়াড়ি পদে আবেদন করার পদ্ধতি (Icds Recruitment 2024 west bengal) :-

ONLINE :

জেলা অনুযায়ী আবেদন করার পদ্ধতি আলাদা আলাদা রয়েছে কয়েকটি জেলাতে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে আবার কয়েকটি জেলাতে অফলাইনে ফর্ম জমা নেওয়া হচ্ছে।

অনলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই প্রতিবেদনের নিচেই জেলা অনুযায়ী আবেদন করার লিংক দেওয়া রয়েছে ।

OFFLINE :

আর যে সকল জেলায় অফলাইনে ফর্ম জমা নেওয়া হচ্ছে সেখানে চাকরি প্রার্থীদের আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। এর জন্য নির্দিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র অর্থাৎ ফরম ডাউনলোড করতে হবে তারপর ফর্মে সঠিকভাবে নাম, ঠিকানা, জন্ম তারিখ, গ্রাম পঞ্চায়েতের নাম, শিক্ষাগত যোগ্যতা ও গুরুত্বপূর্ণ তথ্যগুলি ফিলাপ করতে হবে ।

ফর্মে নির্দিষ্ট অংশে রঙিন ছবি লাগাতে হবে এবং সই করতে হবে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে । ফর্ম এবং কাগজপত্র গুলি চিঠি পাঠানোর খামে প্রবেশ করিয়ে  জেলা প্রশাসনের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে । 

বর্তমানে যে সকল জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ চলছে বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো:-

বাঁকুড়া জেলার আবেদন (Icds Recruitment 2024):-

অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন:- CLICK HERE

ফর্ম ডাউনলোড করার লিঙ্ক- CLICK HERE

আবেদন জমা করার ঠিকানা:- নিজের সংশ্লিট এসডিপিও অফিসে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ:-  এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদেরকে ১৬ ই আগস্ট ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

কোচবিহার জেলার আবেদন (Icds Recruitment 2024 West Bengal) :-

কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের যে নিয়োগ শুরু হয়েছে সমস্ত নোটিশ ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হলো। আপনারা ব্লকভিত্তিক নোটিশ গুলি ডাউনলোড করে বিস্তারিত তথ্য দেখে নেবেন

Mathabhanga-1: Download

Mathabhanga 2 : Download

Dinhata II: Download

Download

Sitalkuchi : Download

Main Notice :- Download

অনলাইন আবেদন করার লিংক:- Click Here

আরও পড়ুন:- Itbp Constable Recruitment 2024: মাধ্যমিক পাশে ITBP কনস্টেবল নিয়োগ , অনলাইন আবেদন শুরু।

উত্তর ২৪ পরগনা জেলার আবেদন (Icds Recruitment 2024):-

আবেদন পদ্ধতি:-

চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অনলাইনে আবেদনের ওয়েবসাইট খোলা হয়েছে ।

সেই ওয়েবসাইটের লিংক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে আপনারা অনলাইনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে পারবেন। সঠিকভাবে ফর্ম ফিলাপ এবং ডকুমেন্ট আপলোড করে সাবমিট করলেই আপনাদের আবেদন হয়ে যাবে


আবেদনের শেষ তারিখ:-

এই শূন্য পদে আবেদন অবশ্যই চাকরিপ্রার্থীদের ২৫শে আগস্ট ২০২৪ তারিখের মধ্যে করে নিতে হবে


নোটিস ডাউনলোড করার লিংক:-
CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইটের লিংক:- CLICK HERE

অনলাইন আবেদন করার লিংক:- CLICK HERE

অন্যান্য জেলার আবেদন নেওয়া খুব শীঘ্রই শুরু হবে ।যখনই শুরু হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো । অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটস অ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকবেন।

Most Popular