Wednesday, December 11, 2024
Homeচাকরিকেন্দ্র সরকারের চাকরিলাইব্রেরিয়ান পদে নিয়োগ | Indian Museum Kolkata Recruitment 2024

লাইব্রেরিয়ান পদে নিয়োগ | Indian Museum Kolkata Recruitment 2024

Indian Museum Kolkata Recruitment: সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের কলকাতার জাদুঘরে চাকরির সুযোগ।

দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। Indian Museum মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কলকাতার জাদুঘরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এখানে লাইব্রেরিয়ান পদে স্টাফ নিয়োগ করা হবে। সকল বেকার যুবক যুবতীরা এই পদে (Indian Museum Kolkata Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

নিয়োগ সংস্থা: ইন্ডিয়ান মিউজিয়াম, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া

পোস্টের নামঃ Guide Lecturer (OBC), Assistant Librarian (UR), Hindi Translator (UR) এবংModeller (OBC)। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

বয়সসীমাঃ  যে সকল প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য।

আরও পড়ুন:- BDO অফিসে কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্টি অপারেটরের নিয়োগ, ১১০০০ টাকা মাসিক বেতন

যোগ্যতাঃ এই পদে (Indian Museum Kolkata Recruitment 2024) আবেদন করতে আলাদা আলাদা যোগ্যতা লাগবে অনেকগুলো পদে নিয়োগ হওয়ায়।

Assistant Librarian (UR) পদের ক্ষেত্রে

  • ভারতীয় ইতিহাস, সংস্কৃতি, নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব বা জাদুঘর সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে এছাড়া গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।

Hindi Translator (UR) পদের ক্ষেত্রে

  • হিন্দি এবং ইংরেজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং এই কাজের অভিজ্ঞতা রয়েছে এরকম প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য।

Modeller (OBC) পদের ক্ষেত্রে

  • এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্কুল ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মডেলিং-এ বিশেষজ্ঞতাসহ আর্টসে ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।

Guide Lecturer (OBC) পদের ক্ষেত্রে

  • প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর করতে হবে এবং বাংলা, ইংরেজি, হিন্দি ভাষা জানতে হবে।

এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বেতনঃ

এই পদে (Indian Museum Kolkata Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে সর্বনিম্ন ২৯,২০০/- টাকা এবং সর্বোচ্চ ৯২,৩০০/- টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।

আবেদন পদ্ধতি (Indian Museum Kolkata Recruitment):-

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে। এই ওয়েবসাইটে indianmuseumkolkata.org আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে।

অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিক ভাবে ফিলাপ করে নিন। নোটিশে উল্লেখিত সবকিছু একসাথে সঠিক ঠিকানায় পোস্ট কুরিয়ার বা ড্রপবক্সের দ্বারা পৌঁছে দিন। এছাড়া একটি কপি indianmuseumkolkata2@gmail.com এই ইমেল আইডিতে জমা দিতে হবে। নোটিশটি ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

Director-in-charge Indian Museum, 27, Jawaharlal Nehru Road, Kolkata- 700016

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।

আবেদন শেষঃ যা চলবে আগামী ১৪/১০/২০২৪  তারিখ পর্যন্ত।

অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:-  CLICK HERE

Official Website:- CLICK HERE


আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন চলছে দেখুন

আরও পড়ুন:- মাধ্যমিক পাসে গ্রামে গ্রামে কর্মী নিয়োগ | Asha Karmi Recruitment

Most Popular