Indian Railways Recruitment 2024: আপনারও যদি স্বপ্ন থাকে ভারতীয় রেলে (Indian Railways) চাকরি করার তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য । সম্প্রতি ভারতীয় রেলে ৯১৪৪ টি শূন্য পদে টেকনিশিয়ান (Technician) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার যোগ্য চাকরি প্রার্থীরা এই শূন্য পদে আবেদন করতে পারবে । পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবেন, আবেদন পদ্ধতি কি রয়েছে, কত টাকা বেতন, শিক্ষাগত যোগ্যতা কি বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো
নোটিস নাম্বার:-02/2024
পদের নাম:- Technical Grade 1 Signal , Technical Grade 3
মোট শূন্যপদ:- ৯১৪৪ টি ( Technical Grade 1 Signal – 1092 টি, Technical Grade 3- 8052 টি)
আরও পড়ুন:- Wb Electric Department Recruitment: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ শুরু, এক্ষুনি ফর্ম জমা করুন
শিক্ষাগত যোগ্যতা ( Indian Railways Recruitment 2024):-
বর্তমানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাতে দুটি গ্রেডে নিয়োগ হবে । একটি হলো টেকনিশিয়ান গ্রেড ওয়ান ( Technical Grade 1 Signal) এবং টেকনিশিয়ান গ্রেড ৩ ( Technical Grade 3) ।
টেকনিশিয়ান গ্রেড ১ পদের জন্য বিজ্ঞান বিভাগে যে কোন বিষয়ে স্নাতক পাস হতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগের যে কোন বিষয়ে নূন্যতম তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
টেকনিশিয়ান গ্রেড ৩ পদে আবেদন করার জন্য নূন্যতম মাধ্যমিক পাস করে যেকোনো ট্রেডে আইটিআই (ITI) ডিগ্রি থাকতে হবে
বেতন :-
টেকনিশিয়ান গ্রেড ১ পদে মাসিক বেতন ২৯২০০ টাকা। টেকনিশিয়ান গ্রেট ৩ পদে মাসিক বেতন ১৯৯০০ টাকা।
বয়স:-
চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করা হবে ১ লা জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC দের বয়সে ছাড় দেওয়া হবে ।
আরও পড়ুন:- Data Entry Operator Recruitment: ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, ১১ হাজার টাকা মাসির বেতন
কিভাবে আবেদন করবেন ( Indian Railways Recruitment 2024) :-
যোগ্য চাকরিপ্রার্থীদের এই শূন্য পদে আবেদন করার জন্য অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পাবেন তা দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর আপনাদের সমস্ত তথ্য সঠিকভাবে ফিলাপ করে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে সর্বশেষ আবেদনের ফি পেমেন্ট করতে হবে। তারপর ফাইনাল সাবমিট অপশন এ ক্লিক করলেই আপনাদের আবেদন নথিভুক্ত হয়ে যাবে।
আবেদন ফি:-
SC, ST, যে কোনো কাষ্টের মেয়েদের আবেদন ফি ২৫০ টাকা। জেনারেল এবং ওবিসি কাষ্টের চাকরিপ্রার্থীদের আবেদন কি ৫০০ টাকা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:-
এই শূন্য পদে আবেদন করার শেষ তারিখ ৮ ই এপ্রিল ২০২৪|
আরও পড়ুন:- Indian Railways Recruitment: ভারতীয় রেলে টিকিট বিক্রি পদে কর্মী নিয়োগ, আবেদন করুন
Official Website:- CLICK HERE
Official Notice:- DOWNLOAD HERE
আরও পড়ুন:- Civic Volunteer Recruitment 2024: মাধ্যমিক পাসে ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ২০২৪
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |