Thursday, December 12, 2024
Homeচাকরিকেন্দ্র সরকারের চাকরিজুট কর্পোরেশনে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি! আবেদন করুন এখনই

জুট কর্পোরেশনে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি! আবেদন করুন এখনই

Jute Corporation Recruitment: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতাতে জুট কর্পোরেশনে চাকরির সুযোগ।

দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। পশ্চিমবঙ্গের জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এখানে Apprentice স্টাফ নিয়োগ করা হবে। সকল বেকার যুবক যুবতীরা এই পদে আবেদনের জন্য যোগ্য। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

Jute Corporation Recruitment

নিয়োগ সংস্থা: জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (JCI)

পোস্টের নামঃ Apprentice। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

বয়সসীমাঃ 

০১/০৯/২০২৪ তারিখ ধরে যে সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। অন্যান্য শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে।

OBC ৩ বছর এবং SC/ ST ৫ বছর।

যোগ্যতাঃ

উচ্চমাধ্যমিক পাশ সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য। প্রার্থীদের ২০২০,২১,২২,২৩ বর্ষের উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

স্টাইপেন্ড:

কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে প্রশিক্ষণ চলাকালীন সময়ে ৭,০০০/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।

আরও পড়ুন:- লিখিত পরীক্ষা ছাড়াই পৌরসভায় চাকরি! KMC Recruitment 2024

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন ইচ্ছুক প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষায় বসতে হবে না। সকল আবেদনকারীর উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপরে ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে।

আবেদন পদ্ধতিঃ

প্রথম ধাপ:

প্রথমে Apprenticeship India পোর্টালে রেজিস্ট্রেশন করে ‘Apprenticeship Opportunities’ ট্যাবে গিয়ে আবেদন করতে হবে।

দ্বিতীয় ধাপ:

অনলাইনে আবেদন করার পর, Annexure – I ও Annexure – II ফর্মগুলি পূরণ করে প্রয়োজনীয় সেল্ফ অ্যাটেস্টেড নথি সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। খামের উপরে ‘Name of the Post’ ও ‘Advertisement Number’ লিখতে হবে।

ডকুমেন্টস জমা দেওয়ার ঠিকানা:

Chief Manager (HR) the Jute Corporation of India Limited, Patsan Bhawan, 3rd & 4th floor, Block CF, Newtown, Kolkata- 700156

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।

আবেদন শেষঃ যা চলবে আগামী ২৩/০৮/২০২৪  তারিখ পর্যন্ত।

অফিসিয়াল নোটিশ: CLICK HERE

ONLINE APPLY: CLICK HERE

আরও পড়ুন:- পোস্ট অফিসে নিয়োগ শুরু, বিনামূল্যে আবেদন করুন। Post Office Recruitment 2024

আরও পড়ুন:- অক্টোবর মাসে কোন কোন চাকরির আবেদন চলছে দেখুন | JOB News

Most Popular