Wednesday, December 11, 2024
HomeচাকরিKarmabandhu Job 2024: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে কর্মবন্ধুর চাকরি, এক্ষুনি আবেদন করুন

Karmabandhu Job 2024: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে কর্মবন্ধুর চাকরি, এক্ষুনি আবেদন করুন

Karmabandhu Job 2024: চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর ।

রাজ্যে অষ্টম শ্রেণী পাশ এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় বেশ কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কর্মবন্ধু, রাধুনী, হেলপার, দারোয়ান ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে । কারা আবেদন করতে পারবে, যোগ্যতা, বেতন, নোটিশ কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে আবেদন করবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব

শূন্যপদের নাম:-  কর্মবন্ধু (Karmabandhu)

শিক্ষাগত যোগ্যতা:- চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইট পাস হতে হবে  |

বেতন:- এই পদে কর্মরত চাকরিপ্রার্থীদের মাসে ৩০০০ টাকা বেতন দেওয়া হবে।

শূন্যপদের নাম:- কেয়ারটেকার (Caretaker)

যোগ্যতা :- মাধ্যমিক পাস হতে হবে

বেতন :- মাসে ৯০০০ টাকা বেতন দেওয়া হবে

শূন্যপদের নাম:- দারোয়ান (Darwan)

শিক্ষাগত যোগ্যতা :- এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা নেই । শারীরিক সক্ষম হলেই আবেদন করা যাবে ।

বেতন:- মাসে ৬০০০ টাকা বেতন দেওয়া হবে ।

শূন্যপদের নাম:- কুক (Cook)

যোগ্যতা:- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে রান্না এবং রান্না সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

বেতন:-  মাসে ৭০০০ টাকা বেতন দেওয়া হবে।

শূন্যপদের নাম:-  হেল্পার  (Helper)

যোগ্যতা:- চাকরিপ্রার্থীদের রান্না এবং রান্নার সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

বেতন :- মাসে ৫০০০ টাকা বেতন দেওয়া হবে।


শূন্যপদের নাম:- সুপারিনটেনডেন্ট (Superintendent)

যোগ্যতা:- স্নাতক পাস হতে হবে

বেতন:- মাসে ১৫০০০ টাকা বেতন দেওয়া হবে ।


কিভাবে আবেদন করবেন (Karmabandhu Job 2024):-

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে ফর্ম ডাউনলোড করার লিংক আমরা প্রতিবেদনের নিচে দিয়ে রেখেছি ।

ফর্মটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট ঠিকানাই পাঠিয়ে দিতে হবে।

আরও পড়ুন:- এইট পাশে সিকিউরিটি গার্ড, নাইট গার্ড নিয়োগ, Govt Security Guard Jobs

আবেদন জমা করার ঠিকানা :- Drop Box, Room No: 313, New Administrative Building, Berhampore, Murshidabad, Pin- 742101

কি কি কাগজপত্র লাগবে:-

১) বয়সের প্রমাণপত্র
২) ঠিকানার প্রমাণপত্র
৩) ভোটার এবং আধার কার্ড
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
৫) পাসপোর্ট সাইজের রঙিল ছবি

কিছু গুরুত্বপূর্ণ তারিখ:-

এই শূন্য পদে আবেদন করার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪

অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিংক:- CLICK HERE

আবেদন করার ফর্ম ডাউনলোড করার লিংক:- CLICK HERE

আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন চলছে দেখুন

আরও পড়ুন:- মাধ্যমিক পাশে কি কি চাকরিতে আবেদন করা যায় জানুন | Madhyamik Pass Govt Job

Most Popular