Friday, November 22, 2024
Homeকৃষক সংক্রান্তকৃষকবন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকলো, যাদের ঢুকেনি কবে ঢুকবে

কৃষকবন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকলো, যাদের ঢুকেনি কবে ঢুকবে

Krishak Bandhu Payment: কৃষকদের জন্য খুবই খুশির খবর। এতদিন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন , অবশেষে সেই টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো শুরু হয়েছে।

আজকেই কৃষকদের ব্যাংকে টাকা ঢুকে গিয়েছে । যে সকল কৃষকদের টাকা ব্যাংকে ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে |

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বর্তমানে যে টাকা ঢুকছে তার প্রমাণ এবং কোন কোন কৃষকদের টাকা দেরিতে ঢুকবে বা ঢুকবে না বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব

কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকলো (Krishak Bandhu Payment):-

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার অর্থাৎ ২১ শে নভেম্বর নবান্ন সভা ঘর থেকে সাংবাদিক সম্মেলন করেছিলেন।

সেই সভা থেকেই রাজ্য ব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি রবি মৌসুমের টাকা পাঠানোর সূচনা করেছেন। তিনি সভা থেকে বলেছেন ২২ তারিখ থেকে কৃষকদের ব্যাংক একাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে ।

আরও পড়ুন: দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে, কবে থেকে দেখুন | Duare Sarkar Date 2024

মুখ্যমন্ত্রীর কথা মতই আজ ২২ শে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে ঢোকা শুরু হয়ে গিয়েছে। আপনাদেরকে বেশ কিছু প্রমাণ দেখাচ্ছি।

Krishak Bandhu Payment

যাদের কৃষক বন্ধু টাকা ঢোকেনি কবে ঢুকবে?

কৃষক বন্ধু প্রকল্পের টাকা বর্তমানে ১০৯ লক্ষ কৃষককে দিয়েছে এত সংখ্যক কৃষককে একদিনের মধ্যে কোনোভাবেই টাকা দেওয়া সম্ভব নয়। সেই কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে ব্যাংক একাউন্টে পাঠানো হয় ।

কৃষকদের ব্যাংকে টাকা ঢুকতে কারো ১ দিন, কারো ৩ দিন, কারো ৭ দিন, কারো ১৫ দিন বা তারও বেশি সময় লাগতে পারে সুতরাং যে সকল কৃষকদের টাকা ঢোকেনি আপনারা অপেক্ষা করে থাকুন খুব শিগগিরই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন ।

কোন কোন কৃষকরা টাকা পাবে না:-

বর্তমান বছরে অনেক কৃষকবন্ধু এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না । যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার অযোগ্য, যাদের আধার লিঙ্ক নেই, ট্রানজেকশন স্ট্যাটাসে Deleted Farmer লেখা রয়েছে সেই সকল কৃষকরা টাকা পাবে না ।

কোন কৃষকরা টাকা পাবে:-

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে যদি আপনি ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে একাউন্ট ভ্যালিড লেখাটি দেখতে পান তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন

আরও পড়ুন: ১০০০ বদলে ১৮০০ টাকা দিবে, ভাতার টাকা বাড়ানো হল

আরও পড়ুন: আজ থেকে কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু | Krishak Bandhu

Most Popular