Sunday, October 6, 2024
Homeকৃষক সংক্রান্তকৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

Krishak Bandhu Payment Date: বাংলার কৃষকবন্ধুদের জন্য খুবই খুশির খবর ।

খুব শিগগিরই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে (Krishak Bandhu Taka Kobe Dibe) । পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Prakalpa)।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই ২০২৪ সালে খারিফ সিজনের টাকা ব্যাংকে দেওয়া হয়ে গিয়েছে। এবার রবি সিজনের টাকা দেওয়া বাকি রয়েছে।

আপনারা অনেকেই জানতে চেয়েছেন রবি সিজনের টাকা কবে ব্যাংক একাউন্টে পাঠানো হবে? আজকের এই প্রতিবেদনে আমরা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন

২০১৯ সালে চালু হওয়া পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। সম্প্রতি জানানো হয়েছে, কৃষকরা এখন সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে রবি পিজিনের টাকা পাবেন।

এই প্রতিবেদন থেকে জানতে পারবেন কবে টাকা ঢুকবে এবং কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন এছাড়াও কৃষকবন্ধু প্রলল্প নিয়ে অন্যান্য তথ্য।

Krishak Bandhu Payment Date

কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা:

১) কারো যদি এক একর বা তার বেশি জমি থাকে সেই কৃষককে বছরে দুই কিস্তিতে দশ হাজার টাকা দেওয়া হয় (৫০০০+৫০০০)

২) কোন কৃষকের যদি ন্যূনতম জমি থাকে এক কাঠা বা এক ডিসমল বা ৪০ ডিসমলের মধ্যে জমি থাকলে সেই কৃষককে বছরে ৪০০০ টাকা দেওয়া হয় দুই কিস্তির মাধ্যমে (২০০০+২০০০)

৩) কোন কৃষকের ৪০ ডিসমল থেকে ১ একরের মধ্যে জমি থাকলে যার যেরকম জমির পরিমাণ রয়েছে সেই অনুযায়ী বছরে ৪০০০ থেকে ১০০০০ টাকার মধ্যে দেওয়া হয়ে থাকে।

৪) এছাড়াও কোন কৃষক বন্ধু যদি ১৮ থেকে ৬০ বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে

কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হয়?

কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুইবার দেওয়া হয়ে থাকে।

১) খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং

২) রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে।

কৃষকবন্ধু অনলাইনে স্ট্যাটাস চেক করার পদ্ধতি:

আধার কার্ডের মাধ্যমে:

    1. Krishak Bandhu অফিসিয়াল ওয়েবসাইটে (https://krishakbandhu.net) যান।

    2.”নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনে ক্লিক করুন।

    3.আধার কার্ড নির্বাচন করুন এবং আধার নম্বর লিখুন।

    4. “Search” এ ক্লিক করে স্ট্যাটাস দেখুন।

ভোটার কার্ডের মাধ্যমে:

    1.Krishak Bandhu অফিসিয়াল ওয়েবসাইট (https://krishakbandhu.net) এ যান।

    2.”নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনে ক্লিক করুন।

    3.ভোটার আইডি/আধার কার্ড/ব্যাংক অ্যাকাউন্ট নম্বর/KBID/মোবাইল নম্বর দিন।

    4.”Search” ক্লিক করুন এবং স্ট্যাটাস দেখুন।

আরও পড়ুন: মাসে ৩০০০ টাকা কৃষকদের দিবে, অনলাইনে আবেদন করুন| Pm Kisan Mandhan Yojana

 কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা:

১) যদি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার সময়ই “Delete farmer/No Data found” লেখা থাকে, তবে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক একাউন্ট,জমির সমস্ত নথিপত্র নতুন করে জমা দিতে হবে কৃষি অফিসে।

২) প্রতি ৬ মাস অন্তর eKYC চেক করা বাধ্যতামূলক।

৩) যাদের আধার লিঙ্ক করা নেই তারা অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করে নেবেন

স্ট্যাটাসে কি থাকলে টাকা পাবেন?

কৃষক বন্ধু টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাদের স্ট্যাটাসে আপডেট আসতে হবে । যখন আপনারা কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন আপনাদেরকে দুটো অপশন দেখতে হবে।

স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ (Approved) লেখা রয়েছে কিনা এবং ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড (Account Valid) লেখাটা এসেছে কিনা ।

যখন দেখবেন ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা এসে গিয়েছে তার কিছুদিন পরেই দেখবেন আপনার ব্যাংক একাউন্টে টাকা ঢুকে গেছে

যোগাযোগের তথ্য:

যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করুন:

হেল্পলাইন নম্বর: 8336957370 / 6291720406 (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত)

ইমেইল: [email protected]

কৃষক বন্ধুর টাকা কবে দেওয়া হবে (Krishak Bandhu Payment Date):-

কৃষক বন্ধু প্রকল্পের টাকা ২০১৯ সাল থেকে কৃষকদের দেওয়া হচ্ছে । আমরা যদি লক্ষ্য করি আগের বছরের টাকা দেওয়ার সময় গুলো তাহলে লক্ষ্য করতে পারব,

কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা বেশিরভাগ সময়ে জুন মাসে দেওয়া হয়েছে এবং রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়।

২০২৪ সালে আমরা ইতিমধ্যেই জুন মাসে টাকা পেয়ে গিয়েছি এবার রবি সিজনে টাকা পাওয়ার পালা । আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 2022 সালে রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল এবং ২০২৩ সালেও রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল |

সুতরাং ২০২৪ সালে রবি সিজনের টাকা কৃষকদের ডিসেম্বর মাসেই দেওয়া হবে। তবে কৃষি দপ্তরের তরফ থেকে কোন অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি ।

পরবর্তী সময়ে অফিসিয়াল তারিখ ঘোষণা করলে আমরা আমাদেরকে সেই তথ্য প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই দ্রুত খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকবেন।

আরও পড়ুন: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা করুন

আরও পড়ুন: কৃষকদের জন্য সুখবর! এখন ১০ লাখ টাকা পর্যন্ত লোন পাবেন সহজেই

Most Popular