Krishak Bandhu Taka Kobe: ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ হল কৃষি প্রধান দেশ। তবে এখানকার কৃষকরা অতি দরিদ্র।
কৃষকদের আর্থিক সহায়তার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের সৃষ্টি করেছে। তবে আজকে আমরা কেন্দ্র সরকারের নয় বরং রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব এই আর্টিকেলের মাধ্যমে।
Krishak Bandhu Taka Kobe Dibe 2024
রাজ্য সরকার কৃষকদের জন্য যে প্রকল্পটি সৃষ্টি করেছে তার নাম কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা বছরে দুবার টাকা পায়। এই টাকাটি নির্ভর করে জমির পরিমাপের উপর।
৪০০০ থেকে ১০ হাজার পর্যন্ত টাকা রাজ্য সরকার কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে দিয়ে থাকে। রবি মোরসুম এবং খারিফ মোরসুম এই দুটি সময় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই কিস্তির টাকা পৌঁছে যায়।
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে এই প্রকল্পের টাকা কবে কৃষকদের কাছে পৌঁছাবে? কৃষকরা কিভাবে স্ট্যাটাস চেক করবেন? প্রভৃতি উত্তর দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে।
কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা-
২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্পের সৃষ্টি করেছেন। চাষীদের চাষাবাদের জন্য প্রয়োজন উন্নত ধরনের যন্ত্রপাতি। আর এই কাছে সহায়তার জন্য রাজ্য সরকার কৃষকদের আর্থিক সহায়তা দিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে।
বছরের কোন কোন মাসে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয় (Krishak Bandhu Taka Kobe)?
কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে দুবার টাকা পান। খারিপ মোরসুম অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অপর কিস্তিতে আসে রবি মোরসুম অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে।
কিভাবে কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন?
এই প্রকল্পের পেমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কিনা সেটি জানা যাবে খুব সহজে।
১) প্রথমে কৃষক বন্ধু পোর্টালে krishakbandhu.net যেতে হবে।
২) “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনটি নির্বাচন করতে হবে।
৩) এই পেমেন্ট স্ট্যাটাসটি আপনার ভোটার কার্ড এবং আধার কার্ডের মাধ্যমে জানা যেতে পারে।
৪) এরপর আপনি “আধার কার্ড” বা ভোটার কার্ড অপশনটি নির্বাচন করবেন।
৫) এরপর আপনার ভোটার কার্ড বা আধার কার্ডটি র্নিভুলভাবে ইন্টার করবেন।
৬) এরপর আপনি স্ট্যাটাস দেখতে পাবেন।
২০২৪ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে (krishak bandhu taka kobe dibe 2024) ?
২০২৪ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কৃষকদের ব্যাংক একাউন্টে আসবে সে বিষয়ে সরকার এখনো কিছু ঘোষণা করেনি।
তবে মনে করা হচ্ছে যে ২০২২, ২৩ সালে যেমন ডিসেম্বর মাসের দিকে কৃষকরা রবি শস্যের টাকা পেয়েছিল এই বছরও হয়তো ডিসেম্বর মাসের দিকেই তাদের পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য:-
যদি কোনো কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে “Delete Farmer/ No Data Found” এই লেখাটি দেখায় তাহলে জানবেন ওই কৃষকদের আবার নতুন করে আবেদন পত্র জমা করতে হবে।
যারা ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের প্রতিবছর ই কেওয়াইসি আপডেট করতে হয়। কেওয়াইসি আপডেট না করলে পেমেন্ট না পেতেও পারেন।
হেল্পলাইন নম্বর:-
কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে কোন সমস্যা হলে ফোন করতে পারেন হেল্পলাইন নম্বর 8336957370 / 6291720406 (ফোন করার সময় সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত)।
এই মাসে কারা কৃষকবন্ধুর টাকা পাবে?
সে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে নতুন আবেদন জমা করেছেন। যাদের আবেদনগুলি Approved হয়ে গিয়েছে এবং ট্রানজেকশনের স্ট্যাটাসে Account Valid
লেখা চলে এসেছে। সেই সকল কৃষকরা এই মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে| তবে সেই টাকাটি ২০২৪ এর খারিফ সিজিনের টাকা নতুন কৃষকদের দেওয়া হবে। ২০২৪ সালে রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে সব কৃষক অর্থাৎ নতুন ও পুরনো সকলকে পুনরায় আবার দেওয়া হবে।
আরও পড়ুন: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা করুন
আরও পড়ুন: সুখবর: ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। আপনি কত টাকা পাবেন দেখুন
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |