Krishak Bandhu Taka Kobe Dhukbe 2024: কৃষকবন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা আপনি এখনো ব্যাংকে পাননি অথচ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে ।
অনেকেই ব্যাংকে টাকা পেয়ে গিয়েছেন । আপনি কবে টাকা পাবেন, আজকেও টাকা ঢুকেছে তার প্রমাণ, কেন দেরি হচ্ছে টাকা দিচ্ছে সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন আমরা আলোচনা করব ।
Krishak Bandhu Taka Kobe Dhukbe 2024
কৃষকবন্ধু প্রকল্পের টাকা ঢুকলো:-
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ শে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের টাকা নবান্ন সভাগত থেকে দেওয়ার সূচনা করেছিলেন । ২২ শে নভেম্বর থেকে ব্যাংক একাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে ।
তারপর ২৩,২৪ তারিখ ব্যাংক বন্ধ থাকায় ব্যাংকে টাকা পাঠানো হয়নি । পুনরায় ২৫ নভেম্বর থেকে আবার ব্যাংকে টাকা পাঠানো শুরু হয়েছে । আজকে অনেক কৃষকই তাদের ব্যাংকে টাকা পেয়েছেন তার প্রমাণ কিছু দিয়ে দিলাম ।
যাদের কৃষকবন্ধু টাকা ঢোকেনি কবে ঢুকবে?
বর্তমানে কৃষকবন্ধু প্রকল্পে ১০৯ লক্ষ কৃষককে কৃষক বন্ধু রবি সিজিনের টাকা পাঠানো কাজ শুরু হয়েছে । এত সংখ্যক কৃষককে একদিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো কোনোভাবেই সম্ভব নয়।
আরও পড়ুন: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dhukbe
কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে কৃষকদের পাঠানো হয়ে থাকে সুতরাং আজকে যদি আপনাদের টাকা না ঢুকে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন খুব শিগগিরই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকে ঢুকে যাবে ।
কারো দুদিন, কারো পাঁচ দিন, কারো সাত দিন বা কারো দশ দিন সময় লাগতে পারে ।
টাকা দিতে দেরি হচ্ছে কেন :-
কৃষক বন্ধু প্রকল্পের টাকা একদিনে কোনো বছরই দেওয়া হয় না। প্রতি বছরই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে কিছুটা সময় লাগে তার কারণ কৃষক বন্ধু প্রকল্পে একাউন্ট নাম্বার, আইএফএসসি কোডের মাধ্যমে ট্রেজারি থেকে টাকা পাঠানো হয়ে থাকে।
সেই কারণে ধাপে ধাপে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয় । তাই কৃষকদের ব্যাংকে টাকা ঢুকতে সময় লাগে ।
কোন কৃষকরা এবার টাকা পাবে:-
কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে প্রত্যেক কৃষক দেখে নিবেন Transction Status এর ঘরে Account Valid লেখা রয়েছে কিনা । যদি অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখতে পান তাহলে আপনি ব্যাংক একাউন্টে টাকা পেয়ে যাবেন
KRISHAK BANDHU STATUS CHECK:- CLICK HERE
আরও পড়ুন: আজ থেকে কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু | Krishak Bandhu
আরও পড়ুন: কৃষকবন্ধুদের টাকা বাড়ানো হল, চাষিদের জন্য সুখবর | Krishak Bandhu Taka
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |