Krishak Bandhu Taka Kobe Dibe : কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে? কৃষকদের জন্য খুশির খবর ।
কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে আসলো ফাইনাল ধাপ। এবার কৃষকরা তাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা পাবেন । কবে দিবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা।
স্ট্যাটাসে কি আপডেট আসছে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করব।
Krishak Bandhu Taka Kobe Dibe
কৃষকবন্ধু প্রকল্পের টাকা কখন দেওয়া হয়:-
কৃষকবন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয়
১) খারিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়
২) রবি সিজনের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়।
কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা দেওয়া হয়:-
কৃষক বন্ধু প্রকল্পে যার যে রকম জমি সেই কৃষক সেই রকম টাকা পায় তবে একজন কৃষক ন্যূনতম বছরে ৪০০০ টাকা এবং সর্বোচ্চ ১০০০০ টাকা পেয়ে থাকে ।
কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন:-
১) সবার প্রথমে কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট গুগলে সার্চ করতে হবে krishakbandhu.net লিখে
২) তারপর নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করতে হবে।
৩) তারপর কৃষকটির ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা মোবাইল নাম্বার অথবা কৃষক বন্ধু আইডি বসিয়ে সার্চ করলেই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখিয়ে দেবে ।
আরও পড়ুন: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা করুন
কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাসে ফাইনাল আপডেট এসেছে:-
বর্তমানে অনেক কৃষকদের কৃষকবন্ধু প্রকল্পের ট্রানজেকশন স্ট্যাটাসের (Transaction Status) ঘরে ফাইনাল আপডেট এসে গেছে অর্থাৎ কিছুদিন আগেই কৃষক বন্ধু প্রকল্পে ট্রানজেকশন স্ট্যাটাসের (Transaction Status) ঘরটি ফাঁকা ছিল |
সেই ফাঁকা স্থানে Ada Uploaded লেখা এসেছিল তারপর Dda Approved লেখা এসেছিল বর্তমানে সেই স্থানেই Account Valid লেখা চলে এসেছে। অ্যাকাউন্ট ভ্যালিড (Account Valid) লেখাটি আসা মানেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল ধাপ চলে আসা |
একাউন্ট ভ্যালিড মানে হলো ওই কৃষকটির ব্যাংক একাউন্ট যাচাই করা হয়েছে ওই কৃষকটির সমস্ত তথ্য যাচাই করা হয়েছে খুব শিগগিরই কৃষকটির ব্যাংক একাউন্টে এবার টাকা ঢুকবে।
কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে (Krishak Bandhu Taka Kobe Dibe) :-
কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে নতুন আপডেট আসা শুরু হয়েছে ৩ রা নভেম্বর থেকে এবং কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে ফাইনাল ধাপ Account Valid আসা শুরু হয়েছে ৭ নভেম্বর ২০২৪ তারিখ থেকে ।
কৃষি দপ্তর সূত্রে খবর যেহেতু ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এবং বন্যার প্রভাবে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে। তাই কৃষিদপ্তর চাইছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যতটা দ্রুত সম্ভব কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো যায়।
এর আগের বছরগুলিতে আমরা দেখেছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে ।
তবে বর্তমান বছরে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ঘরে ফাইনাল ধাপ অধিকাংশ কৃষকদেরই সময়ের আগেই চলে এসেছে তাই নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে পাঠানো হবে
আরও পড়ুন: সুখবর: ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। আপনি কত টাকা পাবেন দেখুন
আরও পড়ুন: দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে, কবে থেকে দেখুন | Duare Sarkar Date 2024
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |