Krishak Bandhu Taka Kobe Dibe 2025: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প তৈরি করেছেন তার নাম দিয়েছেন কৃষকবন্ধু প্রকল্প (Krishak Bandhu Prakalpa)।
krishak bandhu taka kobe dibe 2025
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদেরদের দুর্দশা দেখে কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষকবন্ধু প্রকল্প। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন।
এক হচ্ছে খারিফ মৌসুমের টাকা অপরটি হচ্ছে রবি মৌসুমের টাকা। ২০১৯ সালে কৃষকবন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
পশ্চিমবঙ্গ সরকারের কৃষকবন্ধু প্রকল্পের খারিফ এবং রবি দুটি মৌসুমে বছরের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক একাউন্টে জমা হয়।
যদি এক একরের বেশি জমি থাকে তাহলে বছরে ১০০০০ টাকা পাবেন। আর যদি এক একরের নিচে জমি থাকে তাহলে বছরে নূন্যতম ৪০০০ টাকা পাবেন দুটি কিস্তির মাধ্যমে। এবার ২০২৫ সালে কৃষকরা পাবে খারিফ মরশুমের টাকা।
নিম্নে কৃষকবন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হল।
আরও পড়ুন:- আবার সবাইকে রেশন কার্ডের Kyc করতে হবে, নাহলে রেশন পাবেন না
কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রুবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে। কিন্তু এবার ২০২৫ সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা।
খারিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা এই কথা কৃষকরা জানতে চাইছেন কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুন সুখবর। ২০২৫ সালে খারিফ মৌসুমের ২০০০ ও ৫০০০ টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে জুলাই মাসেই দেওয়া হবে।
আর এই সমস্ত জেলায় কিন্তু সবার প্রথমে টাকা দেওয়া হবে। সবার প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা এবং মুর্শিদাবাদ, হাওড়া তারপরে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে।
কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেবে (Krishak Bandhu Taka Kobe Dibe 2025)?
বিগত চার বছর ধরে খারিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে
২০২১ সালে টাকা এসেছিল ১৭ জুন
২০২২ সালে ২৭শে জুন
২০২৩ সালে ২৬শে এপ্রিল
২০২৪ সালে টাকা এসেছিল ১২ জুন
মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা:-
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন কৃষকরা এ বছর যে টাকা পাবে তা খুব শীঘ্রই দেওয়া হবে । তবে তিনি কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি।
কৃষি দপ্তর বড় ঘোষণা:-
২০২৫ সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোন তারিখ জানায়নি কৃষি দপ্তর। তবে কৃষি দপ্তরের তরফ থেকে সমস্ত কাজ সেরে রাখা হয়েছে সমস্ত কৃষকদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড (Acount Valid) হয়ে গেছে। কৃষি দপ্তর জানিয়েছে জুলাই মাসের শেষ সপ্তাহে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
মুখ্যমন্ত্রী বীরভূম সফর থেকে টাকা ছাড়বে:-
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ শে জুলাই বীরভূম সফরে যাচ্ছেন । ২৭ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত তিনি বীরভূমে থাকবেন। ববীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান কর্মসূচি রয়েছে।
বাঙ্গালীদের উপর বঞ্চনা প্রতিবাদে পদযাত্রা, বিভিন্ন প্রশাসনিক সভা, পরিষেবা প্রদানের অনুষ্ঠান এবং বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ইত্যাদি। ২৮ এবং ২৯ শে জুলাই এই দুই দিনই মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদানের অনুষ্ঠান ও বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন ।
একটি বিশেষ সূত্রে জানা গিয়েছে এই দুই দিনের কোন একটি দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজিনের টাকা রিমোট টিপে শুভ সূচনা করতে পারেন।
যখনই আমরা অফিসিয়াল খবর পাব আপনাদেরকে তা জানিয়ে দেবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা যুক্ত হয়ে থাকবেন।
আরও পড়ুন:- 2002 voter list download west bengal| ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড
আরও পড়ুন:- বাংলায় আবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে, তারিখ দেখুন
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |